নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন ভোরের স্বপ্নে বিভোর

মাসুমডুয়েট

বন্ধনহারা অচিন পথে ঘুরে চলে মুছাফির....

মাসুমডুয়েট › বিস্তারিত পোস্টঃ

হার্ডডিস্ক, মেমোরির হারানো তথ্য উদ্ধার করার সেরা কয়েকটি সফটওয়্যার

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৫



অনেকদিনের অনেক স্মৃতির স্বাক্ষী আপনার প্রিয় ছবি, ভিডিওগুলো আপনার কম্পিউটার হার্ডডিস্ক অথবা মেমোরিতে যত্ন করে রেখেছেন। কোন এক অনিভেপ্রেত দূর্ঘটনায় হার্ডডিস্ক ফরম্যাট হয়ে গেছে বা পার্টিশন ভেঙে গেছে অথবা আনমাউন্টেড হয়ে গেছে। শখের সব গান, ছবি, ভিডিও অথবা ব্যবসায়ী গুরুত্বপূর্ন তথ্যগুলো হারিয়ে আপনি রিক্ত। আপনার রিক্ততা দূর করে মুখে হাসি ফোটানোর একটা ছোট্ট প্রয়াস এই ব্লগটি।



১। রিকুভা: ডিলিট হয়ে যাওয়া যেকোন ফাই্ল রিকোভারের জন্য রিকুভার সাথে অন্য কারো তুলনাই হয় না। সহজ ব্যবহার, রিকোভার প্রসেস এবং দ্রুত গতির আনডেমেজড ডাটা রিকোভারীতে রিকুভা সিদ্ধহস্ত। ডিলিটেড ডাটা ছাড়াও রিকুভা ফরম্যাটেড ও নষ্ট মেমোরি ডিস্ক থেকেও ডাটা উদ্ধার করতে পারে।









রিকুভা ডাউনলোড







২। পেন্ডোরা: অত্যন্ত চমতকার গ্রাফিকাল ইন্টারফেস সমৃদ্ধ এই ফ্রি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে হারানো ডকুমেন্টস, গান, ভিডিও ও ছবি রিকোভার করা সম্ভব। রিকোভার করা ডাটা প্রায় অবিকৃত অবস্থায় উদ্ধার করা যায় পেন্ডোরা ব্যবহার করে।







পেন্ডোরা ডাউনলোড করুন

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা পোষ্ট! খুবই ভালো লাগল। সামুতে এখন এই ধরনের পোষ্ট তেমন একটা চোখে পড়ে না। আশা করি অনেকেরই কাজে আসবে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭

মাসুমডুয়েট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
রিকুভা দিয়ে উদ্ধার করা ডাটা দেখা যায়, কিন্তু ডাটা পেতে রেজিষ্ট্রষন চায়।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৮

মাসুমডুয়েট বলেছেন: আমার কাছে তো চায় নাই। :)

৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১১

শাহ আজিজ বলেছেন: খুবই সমস্যায় আছি ক্রাশ হওয়া হার্ড ডিস্ক নিয়ে । কারা পেশাদারী পন্থায় এটি উদ্ধার করে দেবে । তথ্য চাই , হাসান !!

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

মাসুমডুয়েট বলেছেন: উল্লেখিত সফটগুলো দিয়ে চেষ্টা করে দেখুন।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৮

আজীব ০০৭ বলেছেন: চমৎকার একটা পোষ্ট!

উপকারে আসবে.............

শেয়ার করার জন্য ধন্যবাদ.........।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

মাসুমডুয়েট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১

সাধারণ সাস্টিয়ান বলেছেন: কাজে লাগবে

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

মাসুমডুয়েট বলেছেন: প্রচেষ্টা সফল হবে।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: খুব কাজের একটা পোষ্ট।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

মাসুমডুয়েট বলেছেন: ধন্যবাদ।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭

সোহানী বলেছেন: ও আমারতো ভরসা রিকোভা... প্রায় যে ফাইল গায়েব। তবে উইনডোজ ৭ ইউজ না করে আগের ভার্সান অনেক সেইফ।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩

মাসুমডুয়েট বলেছেন: সহমত।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪০

অকুল পাথার বলেছেন: আমার তো মনে হয় Recover My files সবচেয়ে ভাল কাজ করে এবং User Friendly.
আমি এই সফটওয়্যার টা অনেক ব্যবহার করেছি। এক কথায় দারুন।

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

মাসুমডুয়েট বলেছেন: সহমত।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন: খুব কাজে লাগবে।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কাজের পোস্ট!
অসংখ্য সাধুবাদ পোস্টটার জন্য
অবশ্যই প্রিয়তে

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৪

মাসুমডুয়েট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: কাজে আসবে। প্রিয়তে রাখলাম।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৪

লিরিকস বলেছেন: কাজের পোস্ট।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: খুবি কাজের পোস্ট !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.