![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আপনার মতোই সাধারণ.....
যুক্তরাজ্যের ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী বছর থেকে কোনো অশ্লীল বা পর্নোগ্রাফিক ওয়েব সাইট দেখতে পারবে না। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল সোমবার (জুলাই ২২, ২০১৩) এ ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যের সব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এ বছরের শেষ নাগাদ তাদের বিদ্যমান ও নতুন গ্রাহকদের অনুরোধ জানাবে তারা যেন ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্টার সফটওয়্যারটি ইন্সটল করে নেয়। এর ফলে কেউ আর ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখতে পারবে না। আর কেউ যদি সফটওয়্যারটি ইন্সটল না-ও করে, তাহলে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার ইনস্টল করে দেওয়া হবে। শুধু তা-ই নয়, চাইল্ড এক্সপ্লয়টেশন অ্যান্ড অনলাইন প্রটেকশন সেন্টারের (সিইওপি) বিশেষজ্ঞদের গোপন ফাইল শেয়ারিং নেটওয়ার্কগুলোর ওপর নজরদারি করার জন্য আরও ক্ষমতা দেওয়া হবে। ডেভিড ক্যামেরন গতকাল এ ঘোষণা দিয়ে বলেন, পর্নোগ্রাফি শিশুদের জন্য ক্ষতিকর। এটি শিশুদের সুন্দর শৈশবকে কেড়ে নেয়। তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। ডেভিড ক্যামেরনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন নারী সংগঠন এবং শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে প্রচারাভিযান চালানো কয়েকটি সংগঠন। এ রকম একটি সংগঠন ‘অ্যান্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন কোয়ালিশন। এর পরিচালক হলি ডাসটিন বলেন, এ ধরনের একটি ঘোষণা আসায় আমরা খুবই আনন্দিত। এর আগে গত রোববার ডেভিড ক্যামেরন শিশুদের যৌনকর্মে ব্যবহার করা হচ্ছে এমন সব ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ব্যাপারে আরও জোরদার পদক্ষেপ নেওয়ার জন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। (সূত্র: Click This Link )
বাংলাদেশ সরকারের উচিৎ অশ্লীল বা পর্নোগ্রাফিক ওয়েব সাইট বন্ধ করে দেওয়ার ব্যাপারে জোরদার পদক্ষেপ নেওয়া । আমাদের সকলকেও অশ্লীল বা পর্নোগ্রাফিক ওয়েব সাইট বন্ধ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো উচিৎ।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০২
ফোনেটিক বলেছেন: ধন্যবাদ। যুক্তরাজ্যে হাই স্পীড ইন্টারনেট আছে কারন তাদের নিজেস্ব স্যাটালাইট আছে, উন্নত দেশ, অনেক সুবিধাই দিতে পারে তাদের নাগরিকদের। আমাদের হাই স্পীড ইন্টারনেট নাই, তাই বলে বসে বসে অশ্লীল দেখব?
২| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৫
সোহানী বলেছেন: সহমত....
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫
ফোনেটিক বলেছেন: ধন্যবাদ। সবার সমর্থন আশা করছি।
৩| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশেও এই উদ্যোগ এখন সময়ের দাবী। বয়স হওয়ার আগেই এই সব পর্ণো দেখার কারণেই এখন সমাজে অশ্লীলতার মাত্রা বেড়ে গিয়েছে।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬
ফোনেটিক বলেছেন: ধন্যবাদ। সমাজিক অবক্ষয় বেড়ে যাচ্ছে।
৪| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯
লিন্কিন পার্ক বলেছেন:
১৮+ যে কেউ অশ্লীল ভিডিও দেখার অধিকার রাখে !
৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
ফোনেটিক বলেছেন: ধন্যবাদ । ১৮+ হলেই অশ্লীল ভিডিও দেখার লাইসেন্স পেয়ে যায়, জানতাম না তো!! সুস্থ মস্তিস্ক সুন্দর জীবন ও সুন্দর সমাজ গঠনে সহায়ক। আমাদের দেশেও অশ্লীল সাইট বন্ধ করা জরুরী। বাচ্চাদের সমাজিক অবক্ষয় থেকে রক্ষার জন্য ।
৫| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১
মো: আতিকুর রহমান বলেছেন: ভাই আমাদের স্যাটালাইট নাই কেন ?
৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৭
ফোনেটিক বলেছেন: ধন্যবাদ । আমাদের দেশে ৭৫% রাজনীতিবিদ বেকব্রেন্স স্টুডেন্ট দের, থেকে এসেছে । এত দ্রুত আশা করেন কিভাবে। ২০ বছর আপেক্ষা করেন।
৬| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১০
ইজীটক বলেছেন: সব আরব দেশগুলোতে বন্ধ আছে। যুক্তরাজ্যে ও বন্ধ হচ্ছে। আমাদের দেশে ও বন্ধ করা জরুরী। বন্ধ হলে বাচ্চারা অশ্লিলতা থেকে রেহাই পাবে।
"লিন্কিন পার্ক বলেছেন:
১৮+ যে কেউ অশ্লীল ভিডিও দেখার অধিকার রাখে !"
বড়রা তো সাইট বন্ধ থাকেলও প্রকি্স দিয়া ডুইকা দেখবে। তবে যারা জানেনা তারাতো ভাল থাকবে!!!!
৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৯
ফোনেটিক বলেছেন: ধন্যবাদ । সুন্দর দেশের জন্য সুন্দর সমাজ গঠন করা জরুরী ।
৭| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
অনেকের মধ্যে একজন বলেছেন: ভাই আপনাকেই খুজচ্ছিলাম ওয়েব ডিজাইনার। ভাই আমার একটা মাস্টার কার্ডের দরকার godaddy.com এ পে করার জন্য। সহজ উপাই যদি বলতেন উপকার হইত... একটা ডোমেইন এবং হোস্টিং কিনতাম।
আরেকটা কথা ডোমেইনের জন্য গোডেডি তো ঠিক আছে। কিন্তু হোস্টিং এর জন্য কোন সাইট বেস্ট হবে? আনলিমিটেড স্পেস এবং ব্যান্ডওয়াইডথ সহ। প্লিজ ভাই হেল্প করেন
৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫
ফোনেটিক বলেছেন: ধন্যবাদ । আমার প্রয়োজন হলে, আমার এক বন্ধুর পে-পাল ব্যবহার করি । আপনার প্রয়োজন হলে, যোগাযোগ করতে পারেন, মেফতাহুল সাগর - +880 1912 951369 সাইট : http://www.meftasagor.com হোস্টিং এর জন্য http://www.justhost.com/, http://www.fatcow.com এটা আপনার পছন্দ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১১
মো: আতিকুর রহমান বলেছেন: যুক্তরাজ্যে হাই স্পীড ইন্টারনেট আছে। বাংলাদেশে কেন নাই?