![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
!!! বিশেষ অসতর্কীকরন বিজ্ঞপ্তি: এই পৃষ্ঠার(পেইজের) লেখা গুলোর সাথে আগে পিছের উপর নিচের কারও সম্পৃক্ততা থাকা বা না থাকা একান্তই কাউয়াতালিয় পিলাজ ব্যক্তিগত (এখানে গত বলতে পটল তোলা বুঝান হয় নি) ব্যপার তার জন্য এর লেখক সম্পূর্ন দায়ি থাকিবে না !!! !!! বিদ্রঃ হাসলে পিলাজ মজা পাইলে লেখক দায়ি নয়। কেউ যদি মজা না পান পিলাজ অশ্রু বিয়োগ করেন সেক্ষেত্রেও এই কুখ্যাত পিলাজ ক্ষ্যাত লেখক দায়ি থাকবে না !!!!!! (ভুল ত্রুটি ক্ষমার অযোগ্য) !!! !!! কুখ্যাত ব্লগারের পরিচয় !!! !!! নাম- মাতবার !!!!!! কাম- গননাযন্ত্র বিদ !!!!!! শিক্ষা- শেষ পর্যন্ত (এ/প বাদে) !!!!!! বয়স- হিসাব কইরা নিয়েন (জন্মদিন-১০ জানুয়ারী, ১৯৮৪ ) !!!!!! জাপান ছাড়া অন্যকোন পান পছন্দ করিনা !!!!!! খেলাধূলার প্রতি স্থুল পক্ষপাতিত্ব আছে !!!!!!বাংলাদেশের কোন নীতিতে কোন আস্থা নেই !!!!!! প্রচন্ড সাহস !!!!! শুধু মেয়ে মানুষের সামনে গেলে হাটু সহ শরীর কাঁপে (নইজ্জা লাগে)!!!
আমার বিয়া নিয়া ৩ মাস আগে পোস্টাইছিলাম। কপাল ভাল কি মন্দ জানিনা তয় মোর :!> :#> বিয়ার :!> :#> হুল এখনও ফুটে নাইক্কা ।
এর জন্য কম বেশি আমরা মানে পুরা মাতবার পরিবার দায়ী।
পারিবারিক বিয়ার যে এত্ত ঝামেলা আগে জানলে অপারিবারিক বিয়াই করতাম
কিন্তু আপচুচ এই ক্ষেত্রে মোর কোন অভিজ্ঞতা নাই
আমার দোষ : ১ ইঞ্চি হিল সহ উচ্চতা ৬ ফুট , বয়স ২৯
আরেকটা দোষ আছে সেইটা আমি কমুনা , এইটা আমার বাক স্বাধীনতা
।
ভাইদের দোষ : ফেলুদাগিরি কইরা বের করব মাইয়ার আগে কয়টা বয়ফ্রেন্ড ছিল, কোন এলাকার মেয়ে ভাবী হিসেবে গ্রহনযোগ্য নয়, এমন কি মাইয়ার সর্বোচ্চ কয়টা ভাইবোন গ্রহনযোগ্য এই সব পুংটা কাম।
আম্মার দোষ : মাইয়া রন্ধন জানে কিনা? এবং মেয়ের মা আছে কিনা? কারন মা না থাকলে নাকি তার পোলায় জামাই আদর পাইবনা।
আব্বার দোষ : মেয়ে লম্বা হতে হবে এবং কোন অবস্থায় ই মেয়ের পরিবার আমাদের থেকে সম্পদশালী হইবার পারব না।
এখন আমি কার খালু থুক্কু মোর কি হপে
পুনশ্চঃ “বিয়া করমু, তয় আব্বা আম্মার পছন্দে”
আপচুচ : আমার জন্য এক
সেমি ডাক্তারনির (ফাইনাল ইয়ার)
প্রস্তাব ছিল কিন্তু আব্বা রাজি হয়নাই
,
তার কথা হইল ভাতের চাইতে ডাইল উচা হইবার পারব না
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
মাতবার বলেছেন: যা করার বাপজানেই করতাছে
কারন আমি আব্বা আম্মার একান্ত বাধ্যগত সন্তান :!> :#>
২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
মাঞ্জু বলেছেন: তার কথা হইল ভাতের চাইতে ডাইল উচা হইবার পারব না
একজন আদশ পিতার কথা । আপনার বাবাকে ++++
আর সবুর করেন। সবুরে মেওয়া ফলে।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
মাতবার বলেছেন: ধইন্যা
মুই ও জানি "সবুরে মেওয়া ফলে"
কিন্তু আর কত ধৈঞ্চা ধরুম
৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
সর্ট সার্কিট বলেছেন: ভাতের চাইতে ডাইল উচা হইবার পারব না।
চরম একটা হাচা কথা........................
১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
মাতবার বলেছেন: হ মুই ও জানি এইডা হাচা কতা
৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
আহসান২০২০ বলেছেন: কথা হইছে বয়স কিন্তু কমতাছে, বাড়াতাছে না। খুব খেয়াল কৈরা। গড় আয়ু ৫৭ বছর। আপনার চলতাছে ২৯। বাকি আছে ২৮ বছর। যদি এই বছরই বিয়া করেন তবে, এনজয় করবেন একবছর, বাচ্চা হইতে লাগবে আরো এক বছর। বাকি থাকলো ২৮-২ = ২৬ বছর।
এখন আমার কথা হইলো এই সময়ে কি আপনি আপনার ছেলেকে প্রতিষ্ঠিত করে বিয়ে করিয়ে যেতে পারবেন? যেটি আপনার বাবা আপনার ২৯ বছরেও পারল না?? তার আগে যদি মারা যান (আল্লাহ না করুক) তাহলে তো কথাই নাই। যদি আপনার প্রথম সন্তান মেয়ে হয় ২য়টি ছেলে হয় তাহলে আরো ৩/৪ বছরের ঠেলা। চিন্তা করে দেখুন। বয়স কিন্তু কমতাছে।
১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১
মাতবার বলেছেন: ভাইজান এত্ত হিসাব কইরা জীবন চলেনা।
আর বাংলাদেশের যে শিক্ষাব্যবস্থা+রাজনীতি তাতে লেখাপড়া শেষ করতেই ২৬/২৭ বছর চলে যায়। তারপর চাকরি এবং প্রতিষ্ঠা অবশেষে বিয়ে
তাইআমার মুনেকয় যারা আমার মত খাঁটি মধ্যবিক্ত পরিবারের সন্তান তাদের ক্ষেত্রে ৩০ এর আগে বিয়া করা সত্যিই কঠিন।
৫| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯
এন ইউ এমিল বলেছেন: আমি এত বালা কফাল লইয়া জন্মাইছিলাম চিন্তা করলে আমি নিজেরই টাসকি খাইবার মুনচায় বিবাহ করার সহি নিয়তে স পরিবারে একটামাত্র মাইয়ার বাড়িগিয়া মাইয়ার মুখের পানে তাকাইয়া পছন্দ হইয়াগেছে, ব্যাস বিয়াডা অই মাইয়ার লগেই অইয়া গেছে, দ্বিতীয় কোন মাইয়া দেখা লাগেনাই।
মাইয়া (এখনতো আমার বৌ ) ৯৯% ওকে খালি একটু ঘন ঘন বাপের বাড়ি যাওযার জন্য প্যান প্যান করে, (মশার প্যান প্যানানীতো মশারী টানাইলে আর শোনা যায়না কিন্তু এই প্যানপ্যানানী মশারী টানাইলে বাইড়া যায়
)
আল্লার কাছে অশেষ কৃতজ্ঞতা এমন একজনকে আমার জীবন সাথী করার জন্য
আমি আমার স্ত্রীকে অনেক ভালবাসি কিন্তু তারচেয়ে বেশি ভালবাসি আমার মা-বাবা কে
১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
মাতবার বলেছেন: লেখক বলেছেন: হাচাই বাই কফাল এক্কান আমনের
আন্নের কফালডা মোরে মাসখানের জন্য ভাড়া দিবেন ?
তাইলে সকাল বিকাল আন্নের কফালের লগে এই পুড়া কফালডা ঘসতাম
তয় বস আন্নের শেষ দু লাইনের জন্য এই অধমের সালাম নিবেন, আর আমার জন্য দোয়া করবেন।
৬| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০
কান্টি টুটুল বলেছেন:
.......এবং কোন অবস্থায় ই মেয়ের পরিবার আমাদের থেকে সম্পদশালী হইবার পারব না।
খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট !
এইটা মিস কর্লে কিন্তুক জীবনটা একদম চালকুমড়ার মোরব্বা হইয়া যাইবো।
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১
মাতবার বলেছেন: টুটুল ভাই এই জন্যই তো আমি পারিবারিক বিয়ার পক্ষপাতি, আমি জানি এবং বিশ্বাস করি বাবা, মা, ভাই, বোন আমাদের যতটা ভাল চায় এবং ভালবাসে আমরাও আমাদেরকে অতটা ভালবাসিনা।
৭| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
জানতে চায় বলেছেন:
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
মাতবার বলেছেন:
৮| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০
সপ্নাতুর আহসান বলেছেন: "
ভাতের চাইতে ডাইল উচা হইবার পারব না"
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫
মাতবার বলেছেন: হ ভাই আব্বায় কইছে।
৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭
নিশি কথক বলেছেন: হাতের মুঠোর চেয়ে যদি আমের আটি বড় হয় তাহলে নিয়ন্ত্রণ করা কঠিন। কখনও আবার হাত থেকে ফসকে বেরিয়ে যায়। আর একবার ফসকালে ওই আম খাওয়া প্রায় অসম্ভব।
সুতরাং আপনার বাবার সিদ্ধান্ত খুবই যৌক্তিক ও গ্রহনযোগ্য।
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
মাতবার বলেছেন: জটিল উদাহরন বস।
হ্যা আমি জানি এবং মানি আমার আব্বার সিদ্ধান্ত খুবই যৌক্তিক ও গ্রহনযোগ্য।
১০| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
অল্প বয়স্ক আঙ্কেল বলেছেন: “বিয়া করমু, তয় আব্বা আম্মার পছন্দে”
:#> আমিও :!> এইমতে বিশ্বাসী
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২
মাতবার বলেছেন: আহেন কোলাকোলি করি
১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
নস্টছেলে বলেছেন: আয় হায় পুলাডা অহনও জীবিত আছে
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০২
মাতবার বলেছেন: হয় ভাই
১২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১০
লেখোয়াড় বলেছেন:
+++++++++++
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
মাতবার বলেছেন: ধইন্যা
১৩| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
ফারজানা শিরিন বলেছেন: হায় মা !!!
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
মাতবার বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: নিজের অভিজ্ঞতা যদি না থাকে বাপজানের নিকট কিছু দ্বার নিন
হে হে