নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হিসাবে যত রকম দোষ গুণ থাকা দরকার সবটুকুই আছে। এক কথায় বললে, অর্ধেক শয়তান, অর্ধেক ফেরেশতা।

মাতবার

!!! বিশেষ অসতর্কীকরন বিজ্ঞপ্তি: এই পৃষ্ঠার(পেইজের) লেখা গুলোর সাথে আগে পিছের উপর নিচের কারও সম্পৃক্ততা থাকা বা না থাকা একান্তই কাউয়াতালিয় পিলাজ ব্যক্তিগত (এখানে গত বলতে পটল তোলা বুঝান হয় নি) ব্যপার তার জন্য এর লেখক সম্পূর্ন দায়ি থাকিবে না !!! !!! বিদ্রঃ হাসলে পিলাজ মজা পাইলে লেখক দায়ি নয়। কেউ যদি মজা না পান পিলাজ অশ্রু বিয়োগ করেন সেক্ষেত্রেও এই কুখ্যাত পিলাজ ক্ষ্যাত লেখক দায়ি থাকবে না !!!!!! (ভুল ত্রুটি ক্ষমার অযোগ্য) !!! !!! কুখ্যাত ব্লগারের পরিচয় !!! !!! নাম- মাতবার !!!!!! কাম- গননাযন্ত্র বিদ !!!!!! শিক্ষা- শেষ পর্যন্ত (এ/প বাদে) !!!!!! বয়স- হিসাব কইরা নিয়েন (জন্মদিন-১০ জানুয়ারী, ১৯৮৪ ) !!!!!! জাপান ছাড়া অন্যকোন পান পছন্দ করিনা !!!!!! খেলাধূলার প্রতি স্থুল পক্ষপাতিত্ব আছে !!!!!!বাংলাদেশের কোন নীতিতে কোন আস্থা নেই !!!!!! প্রচন্ড সাহস !!!!! শুধু মেয়ে মানুষের সামনে গেলে হাটু সহ শরীর কাঁপে (নইজ্জা লাগে)!!!

মাতবার › বিস্তারিত পোস্টঃ

!:#P !:#P আসেন কদমবুচি করি !:#P !:#P (পা দুই খান বাড়ান আমি আইতাছি)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

পড়তে, দেখতে এবং লিখতে লিখতে সামুতে ২ বছর পার হইছে !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

ব্লগার পরিসংখ্যানও খাটাশ;) না :P ব্লগ আইডি-63756



সামুতে যা পড়ি এবং করি: সকল B-)ফান:) পোস্ট পড়ার চেষ্টা করি এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধূলা, সিনেমা নিয়ে পোস্টগুলো পড়ি এবং সম্ভব হলে কমেন্টস করি। বাংলাদেশকে নিয়ে করা পোস্ট গুলোও মিস করিনা। ইসলাম ধর্ম নিয়ে আলোচনা গুলোও পড়ার চেষ্টা করি।ভাললাগে গঠনমূলক আলোচনা এবং সমালোচনা।



সামুতে যা পড়িনা এবং করিনা: X(ধর্ম নিয়ে চুলকানিমূলকX(( পোস্ট ঘৃনা করি। X(রাজনীতিতেX(( হাইপার এলার্জি থাকার কারনে এই জাতীয় পোস্ট গুলো এড়িয়ে চলি। সাধারনত :-* স্টিকি :-*, :-* নোটিশবোর্ড :-* , :-*নির্বাচিত :-*, :-*গল্প ও কবিতা:-* থেকে ১০০ গজ দূরে থাকি। :!> প্রেম ভালবাসা :#> (হাইপার এলার্জি আছে) নিয়ে পোস্ট পারত পক্ষে পড়িনা। সাধারনত মেয়েদের পোস্টে কমেন্টস করিনা তবে কমেন্টস যোগ্য হলে কমেন্টস করার চেষ্টা করি (অটঃ কিছু ছেলেদের দেখেছি যারা নিজেদের X(সু/চুশিলX(( বলে মনে করে এবং মেয়ে নিকে কিছু লিখলে :Pলুল:P ফালাইয়া পুরা সামু ভিজাইয়া ;) ফালায়) এবং ও অতি অবশ্যই তথাকথিত /:) VIP, Celebrity /:) ব্লগারদের এড়িয়ে চলার চেষ্টা করি।



ভাল লাগে: :D সামু এবং সাধারন বা আম্র ব্লগারদের :D



খারাপ লাগে: কিছুক্ষেত্রে :(( বিতর্কিত মডারেশন :((



সব কিছুর পরও :) মডারেশনকে :) ধন্যবাদ আমাদের মত আম পাবলিকদের !:#P ব্লগিং !:#P করার সুযোগ দেওয়ার জন্য।



সকলকে B-) ধন্যবাদ



ভাল থাকবেন



ভালবাসি আমার ধর্ম, আমার পরিবার এবং আমার দেশ। এই তিনের উপর কোন প্রকার আগ্রাসন বরদাশত করবনা।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

কালোপরী বলেছেন: শুভেচ্ছা :)

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

মাতবার বলেছেন: ধন্যবাদ :)

ভাল থাকবেন ।

২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

বোকামন বলেছেন: শুভকামনা সম্মানিত ব্লগার....
সাথেই থাকুন যা কিছু ভালো ...

৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৫

মাতবার বলেছেন: খাইছে রে আমি "সম্মানিত ব্লগার" :(

ভাই শুধু "ব্লগার" বললেই এই অধম খুশি :)

"সম্মানিত" অপবাদ না দিলেই নয়?

অবশ্যই চেষ্টা করি এবং করব যা কিছু ভাল তার সাথে আমৃত্যু থাকার।

মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন :)

৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০

শান্তা273 বলেছেন: দুই বছর পূর্তির শুভেচ্ছা। !:#P !:#P !:#P
শুভ কামনা থাকল আগামী দিন গুলোর জন্য।

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩

মাতবার বলেছেন: ধন্যবাদ :)

আপনার জন্যও শুভ কামনা থাকল।

ভাল থাকবেন :)

৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :) শুভেচ্ছা।

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮

মাতবার বলেছেন: ধন্যবাদ :)

ভাল থাকবেন।

৫| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৪

কাজী মামুনহোসেন বলেছেন: দুইমাস বয়সী বচ্চার পক্ষ থেকে,

পড়তে, দেখতে এবং লেখতে লেখতে ২ বছর পার করা সিনিয়র ভাইকে শুভেচ্ছা। ;) :)

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

মাতবার বলেছেন: বাকি চাহিয়া থুক্কু সিনিয়র বলিয়া :#> :!> নইজ্জা:#> :!> দিয়েন না :#> :!>

ধন্যবাদ :)

ভাল থাকবেন।

৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা রইল মাতবর সাব :)

অব্যহত থাকুক এই পথচলা।

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯

মাতবার বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই :)

ভাল থাকবেন।

৭| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ইচ্ছে করেই মাতবর লিখেছি কারণ আমরা চাই দ্রুত মাতবার সাব বর বেশে সজ্জিত হউক ;)

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

মাতবার বলেছেন: ভাই পাত্রী পাই নাই :(

তাই লেট হচ্ছে :-P

আমিও চাই "দ্রুত মাতবার সাব বর বেশে সজ্জিত হউক " ;)

৮| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৬

পেন্সিল চোর বলেছেন: শুভকামনা রইলো পেন্সিল চোর থেকেও।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

মাতবার বলেছেন: ধন্যবাদ পেন্সিল চোর :)

ভাল থাকবেন।

৯| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: দুই বছর পূর্তির শুভেচ্ছা.................. অনেক অনেক।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১২

মাতবার বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ :)

ভাল থাকবেন।

১০| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: দুই বছর পূর্তির অনেক শুভেচ্ছা..........
আপনার রুচি আর আমার রুচি একসমান

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

মাতবার বলেছেন: ধন্যবাদ :)

জেনে ভাল লাগল যে আমার মন মানসিকতার সমমনা মানুষ আপনি :D

আসেন কোলাকুলি কর :)

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.