![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
!!! বিশেষ অসতর্কীকরন বিজ্ঞপ্তি: এই পৃষ্ঠার(পেইজের) লেখা গুলোর সাথে আগে পিছের উপর নিচের কারও সম্পৃক্ততা থাকা বা না থাকা একান্তই কাউয়াতালিয় পিলাজ ব্যক্তিগত (এখানে গত বলতে পটল তোলা বুঝান হয় নি) ব্যপার তার জন্য এর লেখক সম্পূর্ন দায়ি থাকিবে না !!! !!! বিদ্রঃ হাসলে পিলাজ মজা পাইলে লেখক দায়ি নয়। কেউ যদি মজা না পান পিলাজ অশ্রু বিয়োগ করেন সেক্ষেত্রেও এই কুখ্যাত পিলাজ ক্ষ্যাত লেখক দায়ি থাকবে না !!!!!! (ভুল ত্রুটি ক্ষমার অযোগ্য) !!! !!! কুখ্যাত ব্লগারের পরিচয় !!! !!! নাম- মাতবার !!!!!! কাম- গননাযন্ত্র বিদ !!!!!! শিক্ষা- শেষ পর্যন্ত (এ/প বাদে) !!!!!! বয়স- হিসাব কইরা নিয়েন (জন্মদিন-১০ জানুয়ারী, ১৯৮৪ ) !!!!!! জাপান ছাড়া অন্যকোন পান পছন্দ করিনা !!!!!! খেলাধূলার প্রতি স্থুল পক্ষপাতিত্ব আছে !!!!!!বাংলাদেশের কোন নীতিতে কোন আস্থা নেই !!!!!! প্রচন্ড সাহস !!!!! শুধু মেয়ে মানুষের সামনে গেলে হাটু সহ শরীর কাঁপে (নইজ্জা লাগে)!!!
বেশ অনেক দিন হল ব্লগ ও ব্লগার নিয়ে মিডিয়া, সাধারন মানুষ এবং আপামর ব্লগার সমাজ বেশ সরব। আমার মনেহয় এর পিছনে শাহবাগের এবং আমাদের রংধনু মিডিয়ার অবদান সবচেয়ে বেশি।
এদের কল্যানেই মানুষ জানল যে ব্লগার নামে এক প্রজাতি বসবাস করে এই বাংলায়। প্রথমে যখন শাহবাগ আন্দোলন শুরু হল তখন তারা ভাবল যাক বাবা অবশেষে আমাদের রক্ষাকর্তা ধরনীতে অবতরন করল, কিন্তু আমাদের মজ্জাগত বিশ্বাসঘাতকতা ও কিছু অতি উৎসুক মিডিয়ার বাড়াবাড়ির কল্যানে এবং কিছু সুবিদাবাদীদের ফায়দা লোটার কারনে হঠাৎ করে আমরা মানে ব্লগাররা হয়ে গেলাম নাস্তিক। আর এরপর এই বিষয়টা নিয়ে এত পরিমান পানি ঘোলা হল যে এখন এই পানি গাধার পানের ও অযোগ্য হয়ে পড়েছে।
পুরো দেশ আজ অস্থিতিশীল। চারদিকে মৃত্যু আর মৃত্যু। কারও কোন জীবনের নিরাপত্তা নেই, নেই কোন সম্পদের নিরাপত্তা। আর হঠাৎ করে আমরা যেন মানুষ থেকে হিংস্র পশুতে পরিনত হলাম, কেউ মানুষ হত্যা করে মজা পায়, কেউ ভাংচুর করে মজা পায়, কেউ কেউ আবার লাশ পড়লে তা নিয়ে ব্লগে উল্লাস করে মজা পাই। এরই নাম কি মানুষ! যারা নাকি সৃষ্টির সেরা! মানবতা আজ ধূলায় গড়াগড়ি খাচ্ছে।
নাস্তিক বিশেষনের পর নতুন একটা ব্লগ জুজুর আর্বিভাব ঘটল ব্লগে যার নাম বিটিআরসি জুজু। এই নিয়ে তথাকথিক সুশীল ব্লগারদের মধ্যে হায় হায় রব উঠল। এইখানে আমার আপত্তি আছে, কারন আমি যদি কোন অন্যায় করি আমাকে অবশ্যই শাস্তি পেতে হবে, হয়ত কেউ দু দিন পর পাবে কেউ দু দিন আগে। তবে সরকার দেরিতে হলেও এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে এই জন্য সরকারকে ধন্যবাদ।
আমি মনেকরি বা করতাম ব্লগ সত্যিকার অর্থেই ভদ্র তথা সভ্য লোকদের বিচরনস্থল। কিন্তু কিছু কিছু লেবেলধারীদের কল্যানে ব্লগ এখন আর আমার সেই স্বপ্নের ব্লগ নেই। আছে শুধু স্টিলের চশমা পরা দলবাজ/গালিবাজ আর তাদের দোসর।
আমাদের এই সামুতে লক্ষ লক্ষ ব্লগার আছে, কিন্তু নাস্তিকদের সংখ্যা হাতে গোনা যায়। আর নাস্তিকতায় আমার কোন সমস্যা নেই কারন আপনার বিশ্বাস আপনার কাছে আমার বিশ্বাস আমার কাছে। কিন্তু যখন কেউ নাস্তিকতার লেবেল লাগিয়ে কোন ধর্ম নিয়ে নোংরামি করে তখন তাদের অতি অবশ্যই আইনের আওতায় আনা উচিত, এবং আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা উচিত।
আমি জানি আমি কোন অন্যায় করিনি, সুতরাং আমার কিসের ভয়। তাই যদি কেউ আমাকে শুধুমাত্র ব্লগিং করার কারন নাস্তিক বলে আমি মনেকিছু করিনা, কারন আমি নাস্তিক নই। এবং আমার আইপি সহ অন্যান্য গোপন তথ্য গুলো বিটিআরসি/সরকারকে প্রদান করে আমার কোন সমস্যা নেই।
যদি ব্লগ কর্তৃপক্ষ তাদের নীতিমালা সঠিক ভাবে এবং সবার জন্য সমান ভাবে বাস্তবায়ন করত, তবে আমি নিশ্চিত আমাদের এই দিন দেখতে হত না।
সবাই ভাল থাকবেন।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭
মাতবার বলেছেন: ভাই আপনার বানী বুঝলাম না
২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: সহমত
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২
মাতবার বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১
আমরা তোমাদের ভুলব না বলেছেন: নাস্তিকতায় আমার কোন সমস্যা নেই কারন আপনার বিশ্বাস আপনার কাছে আমার বিশ্বাস আমার কাছে। কিন্তু যখন কেউ নাস্তিকতার লেবেল লাগিয়ে কোন ধর্ম নিয়ে নোংরামি করে তখন তাদের অতি অবশ্যই আইনের আওতায় আনা উচিত, এবং আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা উচিত।
পিলাস লন বস
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০
মাতবার বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: নাস্তিকতায় আমার কোন সমস্যা নেই কারন আপনার বিশ্বাস আপনার কাছে আমার বিশ্বাস আমার কাছে। কিন্তু যখন কেউ নাস্তিকতার লেবেল লাগিয়ে কোন ধর্ম নিয়ে নোংরামি করে তখন তাদের অতি অবশ্যই আইনের আওতায় আনা উচিত, এবং আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা উচিত।
........... এইটা এক্কেরে আমার মনের কথা।
+++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০
মাতবার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: রেডিও , টেলিভিশনের মাধ্যমে বহুজাতি বহু দল যেমন স্বাধীনতা
পায় , ব্লগ টি তেমন । আর অপরাধি ছাড়া গ্রেফতার বা হয়রানি হবে
সরকারেওই মুণ্ডপাত । কারন খুদ আওলিলিগ নেত্রি সহ তাদের মধ্যই
২৪ হাজার ব্লগার ।