নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ হিসাবে যত রকম দোষ গুণ থাকা দরকার সবটুকুই আছে। এক কথায় বললে, অর্ধেক শয়তান, অর্ধেক ফেরেশতা।

মাতবার

!!! বিশেষ অসতর্কীকরন বিজ্ঞপ্তি: এই পৃষ্ঠার(পেইজের) লেখা গুলোর সাথে আগে পিছের উপর নিচের কারও সম্পৃক্ততা থাকা বা না থাকা একান্তই কাউয়াতালিয় পিলাজ ব্যক্তিগত (এখানে গত বলতে পটল তোলা বুঝান হয় নি) ব্যপার তার জন্য এর লেখক সম্পূর্ন দায়ি থাকিবে না !!! !!! বিদ্রঃ হাসলে পিলাজ মজা পাইলে লেখক দায়ি নয়। কেউ যদি মজা না পান পিলাজ অশ্রু বিয়োগ করেন সেক্ষেত্রেও এই কুখ্যাত পিলাজ ক্ষ্যাত লেখক দায়ি থাকবে না !!!!!! (ভুল ত্রুটি ক্ষমার অযোগ্য) !!! !!! কুখ্যাত ব্লগারের পরিচয় !!! !!! নাম- মাতবার !!!!!! কাম- গননাযন্ত্র বিদ !!!!!! শিক্ষা- শেষ পর্যন্ত (এ/প বাদে) !!!!!! বয়স- হিসাব কইরা নিয়েন (জন্মদিন-১০ জানুয়ারী, ১৯৮৪ ) !!!!!! জাপান ছাড়া অন্যকোন পান পছন্দ করিনা !!!!!! খেলাধূলার প্রতি স্থুল পক্ষপাতিত্ব আছে !!!!!!বাংলাদেশের কোন নীতিতে কোন আস্থা নেই !!!!!! প্রচন্ড সাহস !!!!! শুধু মেয়ে মানুষের সামনে গেলে হাটু সহ শরীর কাঁপে (নইজ্জা লাগে)!!!

মাতবার › বিস্তারিত পোস্টঃ

৩ বছর হইয়া গেল :(

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

সবাই কেমন আছেন?



আমি বা আমার দেশ কোনটাই ভাল নেই :(



আজ অনেক দিন পর সামুতে আসলাম। আর এসেই দেখলাম আমার ব্লগের বয়স ৩ বছর পার হইছে।



সামু কি এখনও সেই আগের সামু আছে ১ বছর আগে যে রকম দেখেছিলাম (শুধু গালা গালি আর দল কানা অন্ধদের দালালি, আর সামুর কিছুটা একচোখা নীতি)।



নাকি ভাল হয়ে গেছে?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অভিনন্দন ভাইয়া।

আসলেই সামু আর সেই আগের সামু নেই।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

মাতবার বলেছেন: তাই তো মনে হচ্ছে :(

আমি যে সামুরে কি পরিমান পছন্দ করি, তা আমার বন্ধুরা যানে, আপনিও কিছুটা যানেন ফয়সাল ভাই।

কিন্তু এখন আর ভাল লাগেনা।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: welcome to back . বড়ই দুঃখ ভাই, সামু আর সেই আগের সামু নেই।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

মাতবার বলেছেন: হুমম :(

তাইলে আবার Back to the Pavilion :(

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

জনাব মাহাবুব বলেছেন: অনেক দিন পর আসলেন আপনাকে অভিনন্দন।

সামু আগের তুলনায় অনেক ভাল আছে। গত ৫/৭ মাস কোন ক্যাচাল, কাদা ছোড়াছুড়ি, বিভিন্ন জনকে বিভিন্ন ট্যাগ দেওয়া, অশ্লীল ভাষায় গালিগালাজ একেবারেই ছিল না বললেই চলে। কিন্তু ইদানিং কিছুদিন ধরে আবার সেই নোংরা পরিবেশ ফিরে আসছে।

এই নোংরা পরিবেশটা দুর করার জন্য কি আমাদের কোন কিছুই করার নেই? :( :( :( :( :(

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

মাতবার বলেছেন: ধন্যবাদ।


কে কি করবে?

কে শুনবে আমাদের মত আম জনতার কথা?

না শুনবে মডু না শুনবে যারা পরিবেশ খারাপ করছে :(

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

এম এ কাশেম বলেছেন: কানা ছেলে ভাল হয় কভে শুনেছেন কোথাও?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

মাতবার বলেছেন: :(( :(( :((

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: ওয়েলকাম ব্যাক!!! !:#P

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

মাতবার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.