নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কত কিছু হয়ে গেলো , এখনো ভুলিনি তোমায়

দি ম্যাট্রিট্রিকস রিলোডেড

চলতে থাকি সামনের দিকে । পিছনের সব দুঃস্বপ্ন ভুলে গিয়ে

দি ম্যাট্রিট্রিকস রিলোডেড › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ -ভারত , এক অসম বন্ধুত্ব

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল প্রতিবেশী দেশ ভারত কে খুব বন্ধু মনে করে ।



আমরা এই বন্ধুত্তের নমুনা দেখতে পাই বিভিন্ন ভাবে ।



বন্ধু প্রতিম দেশ হিসেবে আমরা ভারতকে এই দেশের উপর দিয়ে বিনামূল্যে মালামাল পরিবহণের সুযোগ দিলেও ভারত আমাদের ন্যায্য পানির অধিকার টুকু দেয়নি ।



এরপরেও আমরা বন্ধু হিসেবে চাহিদামোতাবেক জিনিসপত্র দিয়েই যাচ্ছি ।



আর ভারত ?



এতো উপকারের মূল্য হিসেবে সীমান্তে উপহার দিয়ছে অসংখ্য লাশ :(( , সীমানার উপার থেকে নেশা দ্রব্য এই দেশে পাচার করে নষ্ট করেছে অসংখ্য মানুষের জীবন ।



পেয়াজ সরবরাহ না করে পেয়াজের দাম আকাশ্চুম্বি করার পিছনেও রয়েছে সেই বন্ধুত্ব ।



আমরা অসহায়ের মত তাকিয়ে দেখি , ফেলানির রক্ত ঝরা লাশের ছবি । পাইনা নুন্যতম ন্যায়বিচার ।



এরপরেও আমরা বন্ধুত্ব এর কথা বলি , আসলে এযে এক অসম বন্ধুত্ব

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.