![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- " হু , যাই । আর আসমু না এই বাসায় " প্রচন্ড রাগ দেখিয়ে বললো অরণ্য
-" আসতে বলছে কে ? যেখানে খুশী সেখানে চলে যা । তোর মত সন্তানের আমার কোন দরকার নাই" পাল্টা রাগ দেখালো অরণ্যের বাবাও
"প্লিজ তুমি থামো না । তুমিও কি অবুঝ হলা ছেলের মত ? প্লিজ থামো " । "তোমার ছেলেকে বলো তাড়াতাড়ি বের হয়ে যেতে , আর যেনো না আসে এইখানে" অরণ্যের মার কথায় কান না দিয়ে বলতে লাগলেন অরণ্যের বাবা ।
-" গেলাম আম্মু " দ্রুত পায়ে হাঁটা ধরলো অরণ্য ...
***
-"এই কি হইসে তোর , বলবিতো ? " জিজ্ঞেস করলো প্রান্ত
-"কিছুনা " কোন দিকে না তাকিয়েই জবাব দিলো অরণ্য
- "প্লিজ দোস্ত বল , দেখি সলুশন দিতে পারি কিনা " আবার বললো প্রান্ত
-"তোর সলুশনের কোন দরকার নেই আমার, আমার সমস্যার সমাধান আমিই করতে পারমু " বলেই ক্লাস থেকে বেড়িয়ে গেলো অরণ্য
প্রায় হ্যা করে তাকিয়ে আছে প্রান্ত । হটাত করে কি এমন হয়ে গেলো অরণ্যের , এমন ব্যাবহার তো আগে কখনো করেনি ও । কেমন পালটে যাচ্ছে সবাই , আনমনে ভাবতে থাকলো সে
***
-"এতক্ষন কল ধরোনি যে ?" ওপাশ থেকে জানতে চাইলো কেয়া
-"এমনি" ছোট্ট জবাব অরণ্যের
-"এমনি কেনো ?" আবার জানতে চাইলো কেয়া
-"এমনি" একি জবাব তার
-"আংকেলের সাথে আবার রাগারাগি করছো তুমি ?" সবজান্তার মত প্রশ্ন করলো কেয়া
-"হু" বিরসমুখের উত্তর অরণ্যের
- "আংকেল আন্টি তো সবসময় তোমার ভালো চায় , কেনো রাগারাগি করতে গেলে ? বাব-মার সাথে কেও এমন করে ?"
জবাব না দিয়ে কল কেটে দিল অরণ্য । সাথে সাথেই আবার রিং দিলো কেয়া , ফোন বন্ধ । অন্যকেও হলে খুব রাগ করতো কেয়া , কিন্তু অরণ্যের সাথে রাগ করা যায়না । এক বছরের উপর রিলেশন থাকার পরেও ছেলেটাকে ভালোভাবে বুঝে উঠতে পারেনি ও ।
***
"এখনো বাসায় আসেনায় অরণ্য ?" জানতে চাইলো অরণ্যের বাবা । সকালের সেই তেজী মনোভাব আর নেই ।
"রাগারাগি করার সময়ে মনে থাকেনা ? এখন ছেলের খোঁজ নিচ্ছো কেন ?"বললেন ওর মা
" রাগের সময় এত কিছু খেয়াল থাকে ? দেখো না কল দিয়ে কই ছেলেটা । আমি কল দেই , ঢুকেনা । তুমি দেখোনা একটু খোঁজ নিয়ে " আক্ষেপের স্বরে বললেন অরণ্যের আব্বু
"তুমি খুঁজো গিয়ে , আমার কি এতো ঠেকা পড়েছে ? খেয়াল থাকেনা একটাই মাত্র ছেলে তোমার ? রাগে গজগজ করতে করতে বললেন অরণ্যের মা ।।
এতক্ষন রাগ দেখালেও ফোন হাতে নিয়ে কল দিতে লাগলেন আদরের পুত্রের ফোন এ ...
**
রাত প্রায় ১১ টা বাজে ,
হাড়কাপানো শীতে কাপছে অরণ্য ।
বাসা থেকে বেরোনোর সময় জ্যাকেট টাও
নিয়ে আসেনি সে, এর
উপরে সারাদিনে কিছু খায়নি ও । সব
রাগ সব অভিমান জলাঞ্জলি দিয়ে ফোন
অন করলো সে । অন করার সাথে সাথেই
কল এলো , মা কল দিয়েছে । রিসিভ করেই
শুনতে পেলো মায়ের উদ্বিগ্ন গলা
"কিরে বাবা! এতক্ষন ফোন
অফ রেখেছিলি কেন ? আমাদের কথা কি তুই
ভাবিসনা ? মা বাবা কে কষ্ট দিতে তোর খুব
ভালো লাগে তাইনা ? প্লিজ বাসায় আয় ।
সারাদিন তোর বাবা একটা দানাও
মুখে তুলেনি । তোকে ছাড়া আমরা কিভাবে খাই
বল ? "
আধাঘন্টা পর বাসায় এসে দরজায় নক
করলো অরণ্য । সাথে সাথেই
দরজা খুলে দিলেন বাবা । বোঝাই যাচ্ছিল
তিনি ছেলের জন্য অপেক্ষায় আছেন । খুলেই
বুকে টেনে নিলেন অরণ্যকে । অরণ্য
কাঁদছে , কাঁদছেন বাবাও ।
ঐদিকে টেবিলে মা খাবার নিয়ে বসে আছেন ।
তার চোখেও অশ্রুধারা......
©somewhere in net ltd.