নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বই + মুভি

বই পড়তে ভালবাসি ।সেই সাথে মুভি ।বই আর মুভি পেলে এর কিছু চাই না।

ম্যাও

আমার সম্পরকে বলার কিছু নেই। আমি খুব সিম্পল বাট স্পেশিয়াল হওয়ার ইচ্ছা আছে। :)

ম্যাও › বিস্তারিত পোস্টঃ

থ্রি মিসটেক অফ মাই লাইফ এবং আমার কিছু কথা । B-)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬







বইয়ের নাম : থ্রি মিসটেক অফ মাই লাইফ



লেখক : চেতন ভগত



প্রকাশকাল : ২০০৮, ইন্ডিয়া



আমার রেটিং : ৯.৮/১০



জেনরে : ফিকশন , ড্রামা



ডাউনলোড লিঙ্ক (বাংলা অনুবাদ)



একজন লেখকের একটি বই তখনই বেস্ট সেলার হতে পারে যখন তার বই এর মাঝে পাঠক নিজেকে উজাড় করে দিতে পারে । পাঠক বইটি পড়বে আর মনে করবে সে নিজেও একটি চরিত্র । যেন সন কিছু তার সামনেই ঘটছে । বই আপনার মনের কথা বলবে , “আরে এইটা তো আমার সাথেও ঘটছে । ” যখন আপনার পারিপার্শ্বিক অবস্থার সাথে বইয়ের ঘটনা মিলে যাবে । শুধু আপনার নই । রহিম,করিম ইত্যাদি ইত্যাদি যখন বইটি পড়বে আপনার মতো তারাও একই ফিল করবে । নিজেকে আপনি যেখানে কল্পনা করবেন তারাও ওই একই জায়গায় কল্পনা করবে ,মোট কথা সবার সাথে মিলে যাবে। আর বই বেস্ট সেলার হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে । সেই হিসেবে চেতন ভগত এখন সফল লেখক । কারন তার প্রত্যেকটি বইই পাঠক আপন করে নিতে পেরেছে । ফলাফল প্রত্যেকটি বই এ বেস্ট সেলার । থ্রি মিসটেক অফ মাই লাইফ বইটি ইন্ডিয়ান ইতিহাসে ইংরেজি ভাষাই প্রকাশিত সবচেয়ে বেশী ব্রিকিত বই । এছড়াও বইটি হিন্দি এবং গুজরাটি ভাষায় ও অনুবাদিত হয়েছে (এবং অবশ্যই বেস্ট সেলার) ।



বইটি আসলে তিনজন যুবকের গল্প । তাদের জীবনের উথান পতনের গল্প। যেই গল্প আমাদের সমাজের গল্প । যেই গল্পকে আপনি ইচ্ছে করলে আপনার জীবনের গল্প বলেও চালিয়ে দিতে পারবেন । জীবন যুদ্ধ ,জীবন সংগ্রাম , অস্তিত্ব টিকেয়ে রাখার সংগ্রাম । আছে বন্ধুর প্রতি বন্ধুর ভালবাসা , মানুষের প্রতি মানুষের ভালবাসা , হানাহানি, রাজনীতি- সাম্প্রদায়িক দাঙ্গা । এ যেন আমাদের সমাজেরই প্রতিছব্বি ।





প্লট :



সাল ২০০০,আহমেদাবাদের ছোট এক শহরে বাস করে গোবিন্দ প্যাটেল , ইশান ,অমি । তিন বন্ধু । এদের মধ্যে গোবিন্দই বেশি স্মার্ট । কতব্য পরায়ান হিসেবে তার বেশ সুনাম ।সমস্ত কিছু পরিচালনার ক্ষেত্রে তার অসামান্য দক্ষতা । এর জন্য তার বন্ধুরা তার উপর নির্ভরশীল । মায়ের দোকান থেকে শুরু করে তার বন্ধুদের ভবিষ্যৎ নিয়তি সব ই তার ঠিক করে দিতে হয় । এছাড়রা ও তার আরেকটি বড় গুণ হল অঙ্কে খুব পারদর্শী ও । ইশান একজন প্রাপ্তন ক্রিকেটার । তারা এলাকাই সেই এ ছিল সেরা । ক্রিকেট ছাড়া ও কিছুই বুঝে না । অমি নিতান্তই বোকা টাইপের । তার নিজের কোন বিচার বুদ্ধি নেই । সে জানে তারা দ্বারা কিছুই হবে না । বন্ধুদের উপর ই তার ভরসা । গোবিন্দের জীবনের লক্ষ্য বড় ব্যবসায়ি হবে । এলাকায় তাদের ছোট ক্রিকেটের দোকান আছে । এই দোকান নিয়ে অনেক আশা গোবিন্দের । একদিন বড় বড় আরো দোকান হবে তাদের । সে লক্ষে ধীরে ধীরে এগুতে থাকে কিন্তু এক ভূমিকম্প তার সব আশা শেষ করে দেয় । তাকে মাটির সাথে মিশিয়ে দেয় । কিন্তু ও তো অন্য ধাতুতে গড়া । আত সহজে হার মানবে কেন । আবার গোবিন্দ যুদ্ধ শুরু করে । তার জন্য, ইশান আর অমির জন্য । এরই মধ্যে তার জীবনে আসে প্রেম , “বিদ্যা ” । সেই সাথে আসে বিরাট এক ঝামেলাও । কারন বিদ্যা আর কেও নয় তারই বন্ধু ইশানের বোন । বেঈমানি করেছে ও । বন্ধুর বিশ্বাসের সাথে বেইমানি করেছে । কি খেসারত দিবে ও এর জন্য । কি হবে যদি ইশান জানতে পারে গোবিন্দ – বিদ্যার কাহিনী । মেনে নিবেতো ?ওদিকে ইশান খোঁজ পেয়েছে এক ছোট্ট ক্রিকেটারের ,আলী । যার অসাধারণ প্রতিভা । নিজে যা করতে পারেনি তাই করবে ওর জন্য । বড় ক্রিকেটার করে গড়ে তুলবে ওকে । আসতে থাকে একের পর এক বাঁধা । সমস্ত চ্যালেঞ্জ জয় করতে হবে তাকে । কিন্তু আবারো ঝড় নেমে আসে ওদের জীবনে । শুরু হয় হিন্দু –মুসলিম দাঙ্গা । ওরা কি পারবে আলী এবং নিজেদের জীবন বাঁচাতে । নাকি বৃথা যাবে ওদের সমস্ত চেষ্টা ।



বি দ্র : আমি একজন পাঠক। ভালো রিভিউকার নই। অনেক সাহস করে এই অসাধারণ বই সম্পর্কে লেখার চেষ্টা করেছি । ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন ।



বইটি নিয়ে হিন্দি সিনেমা হচ্ছে । নাম : ক্যা পো চি । আশা করি মুভিটি দেখার আগে বইটি একবার হলেও পড়বেন ।





মুভি ট্রেলার লিঙ্ক : মুভি ট্রেলার লিঙ্ক :





মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

মাহমুদডবি বলেছেন: চেতনের লেখার হাত খুব ভালো। বিশেষ করে ( টু স্টেটস) বইটা আমার বেশি ভালো লাগছে।

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

poops বলেছেন: পড়সিলুম;

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

শার্লক বলেছেন: আচ্ছা ডাউনলোড করতেছি। :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

ম্যাও বলেছেন: পড়ে জানাবেন কেমন লেগেছে

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

পেন্সিল চোর বলেছেন: শেয়ার করার জন্য পেন্সিল চোরের পক্ষ থেকে ধন্যবাদ সাথে নতুন বছরের শুভেচ্ছা

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ। ডাউনলোড করলাম। :D

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

রেজিস্টার বলেছেন: গত সপ্তায় পড়লাম

৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

ম্যাও বলেছেন: পেন্সিল চোর কেও ধন্যবাদ ।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

পুলক20 বলেছেন: পড়ে দেখব। :)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: ডাউনলোড করলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

ম্যাও বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।পড়ে জানাবেন কেমন লেগেছে

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১২

আমিই মিসিরআলি বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.