নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বই + মুভি

বই পড়তে ভালবাসি ।সেই সাথে মুভি ।বই আর মুভি পেলে এর কিছু চাই না।

ম্যাও

আমার সম্পরকে বলার কিছু নেই। আমি খুব সিম্পল বাট স্পেশিয়াল হওয়ার ইচ্ছা আছে। :)

ম্যাও › বিস্তারিত পোস্টঃ

কেন চেতন ভগতের বই , মুভি সব হিট ???????? B-)

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০৮

আমি চেতন ভাগতের পাঙ্খা ফ্যান । তাই উনারে নিয়া আলোচনা করতেই ভালো লাগে ।









লেখক কিভাবে বেস্ট সেলার হবে ? জানতে চান ? চেতন ভাগতকে জিজ্ঞেস করুন । বেচারার সব বইই বেস্ট সেলার । ইন্ডিয়ায় এমন একজন লেখক আর আসে কিনা সন্দেহ । কেন তিনি বেস্ট সেলার । কি আছে তার বই তে । কি এমন জিনিস আছে তার বইতে শুধু ইন্ডিয়ায় না বাংলাদেশর পাঠকরাও গোগ্রাসে গিলতে থাকে তার বই । তার বইতে আছে সমাজের বাস্তব চিত্র । আছে আশা আকঙ্খার গল্প । স্বপ্ন ভঙ্গের গল্প । আছে এমন এমন চরিত্র যাকে দেখে মনে হবে এইতো আপনার জীবনের কাহিনি । প্রতিটা চরিত্র কে মনে হবে বাস্তব । সবচেয়ে বড় কথা আপনি ওর বই পড়ে হাসবেন , কাঁদবেন আবার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করবে । এক কথায় আপনার ইমোসন নিয়ে খেলবে । মুভি বলুন আর বই বলুন যেই খানেই যান চারিত্রিক ক্যামেস্ট্রি সব চেয়ে উল্লেখযোগ্য ব্যাপার । এই ক্ষেত্রে উনার মত সফল লেখক খুব কম পাওয়া যাবে । উনার এমন কোন বই নাই যেই বইতে চারিত্রিক ক্যামেস্ট্রি ঠিক মতো হয় নাই । মূলত উনি ইয়ং জেনারেশন

আর জন্য লেখেন । আর এই ক্ষেত্রে উনার উপজীব্য বিষয় হল প্রেম- ভালোবাসা , বন্ধুত্ব । "বন্ধুত্ব" এই শব্দ টাকে মার্ক করে রাখুন । কারন এই একটা জিনিস কে উনার মতো ভাল করে ফুটিয়ে তুলতে খুব কম লোকই পারে । ভালোবাসা ,বন্ধুত্বর এক অপূর্ব সংমিশ্রণ হল তার বই । একজন মানুষের মনের কথা বলতে পারলেই, আমার আপনার আবেগকে ছুঁয়ে যেতে পারলেই সেই বই বেস্ট সেলার ।



খুব কম লোকই আছে যার সব বই হিট এবং সাথে ওই বই এর থেকে বানানো মুভিও হিট । তাদের মধ্যে চেতন ভগত একজন । তার "ফাইভ পয়েন্ট সামওয়ান" হিট তার থেকে বানানো মুভি "৩ ইডিয়ট" হিট । "থ্রী মিসটেক অফ মাই লাইফ " হিট ,তার থেকে বানানো মুভি "ক্যা পো ছে " হিট । "২ স্টেট" হিট , মুভি আসছে সামনে , হিট হবে ড্যাম শিউর । "রেভুলিউসন ২০২০" হিট । মুভি হিট হবে আশা করা যায় ।



:) B-)



আমাদের বই সম্পর্কিত গ্রুপ -



Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩

তাসজিদ বলেছেন: a real genius.

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:২০

রাখালছেলে বলেছেন: ফাইভ পয়েন্ট সামওয়ান
থ্রী মিসটেক অফ মাই লাইফ

বইটগুলার লিংক দিলে খুশি হব । লেখকের নাম আগে জানা ছিল না ।

৩| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৬

ম্যাও বলেছেন: রাখালছেলে - এই খানে দেখুন

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.