নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠেই আনন্দ খুঁজে পাই ।

মায়াবী ছায়া

জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।

মায়াবী ছায়া › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে শিক্ষা নিয়ে...

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

আবার রক্তে লাল হল শহর...ক্ষয়ে গেল শত প্রান পাখি...ভেঙ্গে চূরমার হল শত প্রানের স্বপ্ন....সহস্র সহস্র চোখের ফোঁটা...আর দীর্ঘ শ্বাস....

এতে কার বা কি আসে যায়....???



আমাদের চোখ প্রান দেখতে দেখতে এতটা নিলজ্জ নিঠুর হয়ে গেছে মনে হয় কোন সিনেমা হলে বসে সিনেমা দেখছি একটু পর সব থেমে যাবে....



সত্যিই কি থেমে যায়.....???



যে মা তার সন্তান হারায়...

যে সন্তান তার বাবা মা হারায়...

যে ভাই তার বোন হারায়

যে মানুষ টি তার স্বজন হারায়...

তাদের কান্না তাদের হারানো শোক

সত্যিই কি থামে....???



বার বার এমন অপ্রীতিকর ঘটনা থেকে কেন আমরা শিক্ষা নিচ্ছি না...?

এই প্রাসাদ গড়ার কারিগর এই দেশ গড়ার কারিগর...যাদের হাতে সপে দেই আমাদের শত স্বপ্ন তারা আজ কোথায়...বের করে আনা হোক তাদের সোনার মহল থেকে এই সিনেমা দেখতে...



শত প্রানের মাঝে একটি প্রান হানীর ব্যথা একটি প্রানের ভাঙ্গা স্বপ্নের আর্ত ব্যথা তাদের শরীরে ডুকিয়ে দেওয়া হোক...

ডুকানোর পর জানতে চাই শত প্রানকে কি জবাব দিবে...কি আপরাদ ছিল তাদের...???



মানুষের প্রানে কেন পশুর স্থান...???



জীবন থেকে শিক্ষা নিয়ে...

মানুষ হো....তোরা মানুষ হো....!!



মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

কে বা কারা বলেছেন: গতকাল এক যৌথ সাংবাদিক সম্মেলন করে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ বলেছে, রাজনৈতিক সহিংসতা আর অনিশ্চয়তা অব্যাহত থাকলে শ্রীলঙ্কার মতো বাংলাদেশও বিশ্ববাজার হারাতে পারে।

আচ্ছা!

"
প্রসঙ্গত, মঙ্গলবারের ফাটলের পর ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক আহত হন।

তখন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার ভবনটি পরিদর্শন শেষে বলেছিলেন, ফাটলের অবস্থা অস্বাভাবিক নয়। একটি দেয়ালের প্লাস্টার খসে গেছে ও আরেকটি পিলারের সামনে ফাটল দেখা দেছে। এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনার শঙ্কা নেই, জানিয়েছিলেন জনাব কবির। একই কথা বলেছিলেন ভবন মালিক ও স্থানীয় সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
"



এমতাবস্থায় যখন রানা প্লাজা ধ্বসে লাশের মিছিল তৈরি হয় কিংবা তাজরীনে আটকে রেখে শ্রমিকদেরকে পুড়িয়ে মারা হয়, সেটার জন্য কার ফঁসি চান আপনি?

১. নামকাওয়াস্তে একটা বিল্ডিং তৈরি করে শ্রমিকদেরকে একটা প্যান্টের চেয়েও কম [৫০ ডলার] মজুরি দিয়ে ক্রোড়পতি বনে যাওয়া মালিকগুলোর?

২. পুলিশ নামের যেসব সন্ত্রাসী এদেশের পরিস্থিতি জঘন্য করে রেখেছে অথবা টাকার বিনিময়ে সব অনিয়ম চলতে দিচ্ছে তাদের?

৩. [দুই হাজার টাকা বেতনের গার্মেন্ট শ্রমিকসহ] ১৬ কোটি জনগণের ট্যাক্স-ভ্যাটের টাকায় আমলা-মন্ত্রী-এমপি প্রশাসনের যেসব অমানুষ এগুলো ঘটতে দিচ্ছে তাদের?

Click This Link

০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।ভালো থাকুন ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১

রানিং ফ্ল্যাশ বলেছেন:




প্রকৃত মানুষ হওয়াটাই সবথেকে কঠিন কাজ।


ভালো থাকুন।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০০

মায়াবী ছায়া বলেছেন: হুম ।তবুও চেষ্টা চালিয়ে যাই।
ধন্যবাদ ।ভালো থাকুন ।

৩| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা +++++++++

ভালো থাকবেন সবসময় :)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০০

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।আপনিও ভালো থাকুন ।

৪| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৪৩

আদম_ বলেছেন: স্বাগতম

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০১

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ নিরন্তর।ভালো থাকুন ।

৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২১

হানিফ রাশেদীন বলেছেন: বেশ হৃদয়বাদী অনুভূতি, ভালো লাগলো অনেক।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০২

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা ।ভালো থাকুন ।

৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৩১

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০২

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।ভালো থাকুন ।

৭| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৮:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৩

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।ভালো থাকুন ।

৮| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

অদৃশ্য বলেছেন:





নতুন কিছু লিখছেন না যে... লিখুন


শুভকামনা...

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬

মায়াবী ছায়া বলেছেন: হুম লিখবো ইনশাল্লাহ ।
আপনার জন্য ও শুভ কামনা রইল।
ধন্যবাদ ।ভালো থাকুন ।

৯| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:১৩

লেখোয়াড় বলেছেন:
আবার রক্তে লাল হল শহর...ক্ষয়ে গেল শত প্রান পাখি...ভেঙ্গে চূরমার হল শত প্রানের স্বপ্ন....সহস্র সহস্র চোখের ফোঁটা...আর দীর্ঘ শ্বাস....
এতে কার বা কি আসে যায়....???

আসে যায়, আসে যায়, আমাদের সবার আসে যায়।
আমরা শুধু সময়ের প্রয়োজনে সংশোধন হতে পারি না।
তাই রক্ত বার বার ঝরে।

ব্যতিক্রমী কবিতা লেখার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন ব্যতিক্রমী হয়ে।

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মায়াবী ছায়া বলেছেন: কমেন্ট এ ধন্যবাদ ।
আপনিও ভালো থাকুন ।

১০| ০৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ভাল মানুষ হোয়ে থাকাটা সবচেয়ে কঠিন..ভালো লাগলো..++++++

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মায়াবী ছায়া বলেছেন: হুম ঠিক বলেছেন।কমেন্ট এ ধন্যবাদ ।
ভালো থাকুন ।

১১| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৩০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভাল্লাগছে. এমন লেখা আরো চাই

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৮

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.