নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠেই আনন্দ খুঁজে পাই ।

মায়াবী ছায়া

জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।

মায়াবী ছায়া › বিস্তারিত পোস্টঃ

।। এক টুকরো নীল ।।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১

আকাশে মেঘ

বাতাসে ঝির ঝির বৃষ্টি

মাধবীলতা ফোঁটায় ফোঁটায়

নুয়ে পরা অবুঝ ক্ষন

আমার অপলক দৃষ্টি

সব কিছুতেই আনন্দ

মনে পড়ে এমন কোনদিনে

কে যেন কানে মধু ঢেলে দিয়েছিল

এরপর থেকে আমি

এমন দিনে কিছু শুনতে পাইনা

শুধু দেখে যাই....

যা দেখছি তাতেই লাগে ভালো

এমন কোন বিকেল আকাশ দেখছি

পাখির পাখনা ঝপটানোতে মগ্ন নয়ন

তুমি এসে বললে কপালে নীল চন্দিমা আকোঁ

পড়ে নাও নীলাচল আকাশী

আর রং ধনুর ঝনঝন

আজ আমারা আকাশে উড়াল দিবো

মেঘের ভেলায় ভেসে ভেসে

ভালোবাসার মধুচন্দিমা

আমি এসে দেখি তুমি নেই

নেই বৃষ্টির ফোঁটা

শুষে নিয়েছে রাক্ষসী মাটি

ছড়িয়ে দিয়েছে বিষাদ ঘ্রান ।

হে আকাশ

আমাকে এক টুকরো নীল দাও

দু'চোখে মেখে আমি নীলে ডুব দেই ।।

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন +++++

ভালো থাকবেন সবসময় :)

১০ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।আপনিও ভাল থাকুন ।শুভ কামনা।

২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৫

অদৃশ্য বলেছেন:



হে আকাশ
আমাকে এক টুকরো নীল দাও
দু'চোখে মেখে আমি নীলে ডুব দেই


_______ বেশ লিখেছেন... খুব ভালো লাগলো আমার



শুভকামনা...

১০ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৪

মায়াবী ছায়া বলেছেন: আপনার ভাল লাগায় খুশি হয়েছি। পাঠের জন্য ধন্যবাদ। শুভকামনা ।

৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৩

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ভালো লেগেছে..সামনে আরও লিখবেন আশা করি..++++

১০ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৭

মায়াবী ছায়া বলেছেন: আপনার ভাল লাগায় খুশি হয়েছি।
লিখালিখিতে হাত নেই আমার। আপাদত পাঠক। পাঠ করতে করতে এমনি করে আবারো লিখা হবে ইনশাল্লাহ।
পাঠের জন্য ধন্যবাদ। শুভকামনা ।

৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

একজন আরমান বলেছেন:
আমাকে এক টুকরো নীল দাও
দু'চোখে মেখে আমি নীলে ডুব দেই ।।


শেষটা দারুন লেগেছে।

১০ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৯

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন ।শুভ কামনা । :)

৫| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩৯

তুষার আহাসান বলেছেন: ৫ নং ভাল লাগা।

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার আনন্দ বেদনার কাব্য ।
প্রতিভার বিচ্ছুরণও বটে !
অভিনন্দন কবি ।

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা। আমি যে কবি নই :)
ভাল থাকুন।

৭| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২

পরিবেশ বন্ধু বলেছেন: স্বপ্ন ছোঁয়া মন
কবিতায় অভিনন্দন

১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা ।ভাল থাকুন।:)

৮| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৬:০৬

বোকামন বলেছেন:






বাহ্ ! খুব সুন্দর সাবলীল লেখা ....।
বেশ ভালো লাগলো

শুধু দেখে যাই....
যা দেখছি তাতেই লাগে ভালো

এভাবেই ভালোলাগা চোখে লেগে থাকুক:-)
শুভকামনা রইলো সম্মানিত মায়াবী ছায়া
ভালো থাকবেন। খুব ভালো।

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মায়াবী ছায়া বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো। অনেক ধন্যবাদ ।
এভাবেই পাশে থাকবেন আশা করি ।
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।
ভালো থাকবেন। খুব ভালো।

৯| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৪

বটের ফল বলেছেন: হে আকাশ
আমাকে এক টুকরো নীল দাও
দু'চোখে মেখে আমি নীলে ডুব দেই ।।


অসাধারন ফিনিশিং। চালিয়ে যাবেন আশা করি।

ভালো থাকবেন আশা করি, আর ভালো রাখবেন আপনার আশেপাশের সবাইকে।

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকে উৎসাহ পেলে চলবে।:)
অনেক ভাল থাকুন ।

১০| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:০২

সোনি সুলতানা বলেছেন: নেই বৃষ্টির ফোঁটা
শুষে নিয়েছে রাক্ষসী মাটি
ছড়িয়ে দিয়েছে বিষাদ ঘ্রান ।
হে আকাশ
আমাকে এক টুকরো নীল দাও
দু'চোখে মেখে আমি নীলে ডুব দেই ।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৭

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

১১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব সুন্দর হৈসে কবিতাটা ||

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।

১২| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৯

বৃষ্টিধারা বলেছেন: বেশ ভালো লাগলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.