![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।
বিদায় বিষাদে আমি সর্বশান্ত
এ দু'হাতে দু'নয়নে শুধু অশ্রু ঢেউ
ঠায় বসে থাকি অন্ধকার অরন্যে
অন্ধ গগনে খুঁজে খুঁজে ফিরি
কেন দিলেম ফিরায়ে.....
আমি অন্ধ সর্বশান্ত
নেই কোন ভাষা
নেই কোন স্বর এই কন্ঠ মনিতে
কি দিয়ে কি করে
ফিরায়ে আনি আজ তোরে.....
মনের গহীনের অন্তর শুধু
তোরে ডাকে তোরই সুরে কাঁদে
এই ডাকে সেই সুরে
তুই ফিরবি কি আমার ঘরে
এক মুঠো আলো দিতে.... ।।
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮
মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। ভাল থাকুন ।
২| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮
রোজেল০০৭ বলেছেন: ঠায় বসে থাকি অন্ধকার অরন্যে
অন্ধ গগনে খুঁজে খুঁজে ফিরি
কেন দিলেম ফিরায়ে.....
শান্ত বিষাদ এর নান্দনিক প্রকাশ।
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯
মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।ভাল থাকুন ।
৩| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮
অপর্ণা মম্ময় বলেছেন: কেমন গানের একটা রিদম পেলাম পড়ে।
ছবিটা বেশ সুন্দর !
শুভেচ্ছা মায়াবী ছায়াকে ।
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০
মায়াবী ছায়া বলেছেন: তাই আপু?
লিখা লিখিতে হাত নেই। ব্লগে পড়ছি মাঝে মাঝে শখ হচ্ছে কিছু একটা লিখি আর ব্লগটাও খালি পরে আছে। এইতো লিখা শুরু ।
হুম ছবিটা আমার কাছেও ভাল লেগেছে।
অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। ভাল থাকুন ।
৪| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।
শুভেচ্ছা রইল।
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার লিখাও ভাল লাগচ্ছে । এভাবেই পাশে থাকবেন আশা করি। ভাল থাকুন ।
৫| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:২৬
বোকামন বলেছেন:
খুব সুন্দর !
শুভকামনা নিরন্তর।
ভালো থাকবেন।
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ নিরন্তর।
এভাবেই পাশে থাকবেন আশা করি। ভাল থাকুন
৬| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব সুন্দর!
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। এভাবেই পাশে থাকবেন আশা করি। ভাল থাকুন।
৭| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১
বটের ফল বলেছেন: শেষটা চমৎকার!!! ভালো লেগেছে। তবে যতি চিহ্নের ব্যবহারের বিষয়ে আরো নজর দেওয়ার সুযোগ আছে বলে মনে হয়।
ভালো থাকবেন মায়াবী ছায়া। আপনার লেখার হাত চমৎকার!!!! চালিয়ে যাবেন আশা করি।
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ব্লগ ও লিখা লিখিতে আমি নতুন । ব্লগ এ সুন্দর সুন্দর লিখা পরে আমিও একটু সাহস করলাম কিছু পারি কিনা । কিছু হয়েছে কিনা জানি না।তবে আপনাদের কমেন্ট এ উৎসাহ পাচ্ছি ।
এভাবেই পাশে থাকবেন আশা করি। ভাল থাকুন।
৮| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৭
সাদাত হোসাইন বলেছেন: বাহ!
ভালোলাগা!
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগায় উৎসাহ পেলাম ।অসংখ্য ধন্যবাদ ।
এভাবেই পাশে থাকবেন আশা করি। ভাল থাকুন।
৯| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।
কবিতায় ভাল লাগা রইল ++++
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ । কবিতা হয়েছে কিনা জানি না।তবে আপনাদের কমেন্ট এ উৎসাহ পাচ্ছি ।
এভাবেই পাশে থাকবেন আশা করি। ভাল থাকুন।
১০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: এত বিষাদ কেন চারপাশে !
কবিতায় ভালোলাগা !
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
মায়াবী ছায়া বলেছেন: আনন্দ বিষাদ নিয়েই জীবন। অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন। ভাল থাকুন ।
১১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৫
সোহাগ সকাল বলেছেন: সুন্দর কবিতা! অনেক ভালো লাগলো।
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মায়াবী ছায়া বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ।পাশে থাকুন। ভাল থাকুন ।
১২| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:০৯
অদৃশ্য বলেছেন:
সুন্দর হয়েছে লিখাটি... তবে শুরুটা বেশি সুন্দর
'' বিদায় বিষাদে আমি সর্বশান্ত
এ দু'হাতে দু'নয়নে শুধু অশ্রু ঢেউ
ঠায় বসে থাকি অন্ধকার অরন্যে
অন্ধ গগনে খুঁজে খুঁজে ফিরি
কেন দিলেম ফিরায়ে ''
শুভকামনা...
১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মায়াবী ছায়া বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগলো। এভাবেই পাশে থাকবেন আশা করি। ভাল থাকুন।
১৩| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:২৯
শ্রাবণ জল বলেছেন: বাহ।
বেশ লাগল বিষাদ কাব্য।
২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৮
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
হাসান মাহবুব বলেছেন: কেন দিলেম ফিরায়ে লাইনটার মধ্যে একটা ভিন্টেজ মন্টাজ আছে। বেশ!