![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।
কবি আজ ক্ষমতাশীল
আজ তার ভান্ডারে
সহস্র সহস্র পরশ পাথর...!!
নিমিষে সে পারে তার
কবিতায় এক যুগের সৃষ্টি দিতে
কত সহস্র মানুষের মনে হাতিয়ার তুলে দিতে !
কবি আজ পারে আকাশের বুকে
আলোর ঝর্না ঝরাতে
কখনও মেঘে ভেসে রংধনু ছোঁয়ে দিতে ...!
কবি আজ পারে তার আধমরা গাছে
ফুলের মেলা বসাতে
পারে সে গাছের ঢালে
কিশোরির মন দোলাতে ।
আজ সে পারে মরা ঝিলে শাপলা ফোটাতে
পারে টিয়ের গলায় সুর বাঁধতে
পারে শত ভলোবাসায় রং ঢালতে,
শুধু পারে না তার কবিতার
প্রেয়সীকে সম্মুখে আনতে
পারে না দু'চোখের জল দিয়ে
তাকে ছোঁয়ে দিতে,
পারে না সে দুঃখ গুলিকে কৌটয় ভরে তালা দিতে !!
কবি তুমি সকলের,
তোমার সকল সৃষ্টির মাঝে
প্রেয়সীকে ছোঁয়ে দিও
আপন করে কাছে পেও !!
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ আপু। ভাল থাকুন ।
২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ++++
কয়েকটা টাইপো আছে সম্ভবত , রং ধনু ( রংধনু ) , ছোঁয়ে ( ছুঁয়ে ) , আধ মরা ( আধমরা ) , প্রয়সী ! ( প্রেয়সী ) , কৌটয় ( কৌটায় ) , পেয়ো ( পেও ) ।
ভালো থাকবেন সবসময়
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ঠিক করে দিয়েছি । এভাবেই পাশে থাকুন।
ভাল থাকুন ।
৩| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কবি তুমি সকলের,
তোমার সকল সৃষ্টির মাঝে
প্রেয়সীকে ছোঁয়ে দিও
আপন করে কাছে পেও !!
++++
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৪| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:১৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। টাইপোগুলোর কথা অপূর্ণ বলে দিয়েছে।
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । এভাবেই পাশে থাকুন । ভাল থাকুন সব সময়।
৫| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮
আদরেজহক বলেছেন: কবি তুমি সকলের,
তোমার সকল সৃষ্টির মাঝে .।.।.।.।
ভালো লাগল ........................................
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
৬| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিরা সব পারেনা ! অপ্রাপ্তি কবির জন্ম দেয় !
কবিতায় ভালোলাগা !
২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
৭| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৭
অদৃশ্য বলেছেন:
মায়াবীছায়া
লিখাটি খুবই ভালো লেগেছে আমার...
কবিরা অনেক কিছুই কি পারে ! আমি ভাবি কিভাবে !
কবিরা তাদের কবিতার প্রেয়সীকে সম্মুখে আনতে পারেনা... সত্যই কি?
আমি ভাবি ভিন্ন... হয়তো পারে ঠিক তা মায়াবীছায়ার মতোই... যে প্রেমী সেই বোঝে...
আপনি আগের লিখাটির মন্তব্যের উত্তর দেননি কিন্তু...
শুভকামনা...
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২২
মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
হু্ম কবি তার কবিতায় কল্পনা জগতের অনেক কিছুই ফুটিয়ে তুলতে পারে এমনকি তার কল্পনার প্রেয়সীকে নিয়েও অনেক কিছু লিখে । বাস্তবে কি অমন করে পায়?।যে কল্পনার কল্পনাতেই রয়ে যায় ।
আমি মোবাইল এ ব্লগ ইউজ করি তাই মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে যায় ।
এভাবেই পাশে থাকুন আপু। ভাল থাকুন সব সময়।
৮| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩
আরজু পনি বলেছেন:
কবি সকলের...এই কথাটা ভালো লাগলো বেশি।
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২২
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:২৭
একজন আরমান বলেছেন:
কবিকে সত্যিই ক্ষমতাশীল মনে হল।
দারুন কবিতা।
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৩
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
১০| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি ত বিষাদ যাত্রার গোপন কথা লিখে চলে খস খসে হলুদাভ কাগজে!
কবিতা ভালো লাগলো!
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৩
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
১১| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৮
সপ্নাতুর আহসান বলেছেন: খুবই ভালো লেগেছে
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৪
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
১২| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩২
হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৪
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
১৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো।
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৫
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
১৪| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:০২
সাদাত হোসাইন বলেছেন: "কবি আজ পারে আকাশের বুকে
আলোর ঝর্না ঝরাতে
কখনও মেঘে ভেসে রংধনু ছোঁয়ে দিতে ...!
কবি আজ পারে তার আধমরা গাছে
ফুলের মেলা বসাতে
পারে সে গাছের ঢালে
কিশোরির মন দোলাতে । "
বাহ! ভালো লাগলো।
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২৫
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
১৫| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৩১
শ্রাবণ জল বলেছেন: কবিদের আসলেই অনেক ক্ষমতা।
কবিতা ভাল লেগেছে।
শুভ কামনা, ছায়া।
২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৯
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
১৬| ২২ শে জুন, ২০১৩ সকাল ৯:০৫
সপ্নাতুর আহসান বলেছেন: হুম কবির ভান্ডারে সহস্র সহস্র পরশ পাথর দেখা যাচ্ছে। কবিতা ভাল হয়েছে।
২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৯
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।
১৭| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:০২
অদৃশ্য বলেছেন:
হয়তো বাস্তবেও পায়... তবে কল্পনার অংশটুকু বেশি সুন্দর হয়...
মোবাইল থেকে ব্লগিং আমার কাছে খুবই পেইনফুল...
আর আমাকে আপু বললেন কেন... আমার লিখার শেষে আমি কিন্তু আমার নাম ব্যবহার করি... কথা হবে
শুভকামনা...
২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৫
মায়াবী ছায়া বলেছেন: দুঃখিত।আপনার নাম টা আগে খেয়াল করি নি।শুভ কামনা রইল।ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ২ নং ভাললাগা!