নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠেই আনন্দ খুঁজে পাই ।

মায়াবী ছায়া

জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।

মায়াবী ছায়া › বিস্তারিত পোস্টঃ

।। বৃষ্টি বিলাসী ।।

২১ শে জুন, ২০১৩ রাত ১:৫৯

মেয়ে.....

আজ আকাশে মেঘ ভাসবে

তোমার আঙ্গিনা জুড়ে....

আজ আকাশে বৃষ্টি ঝড়বে

তোমার ঘরের চালে......

টাপুর টুপুর বৃষ্টিতে

তালে তালে গেয়ে নিও

মন উতলা কোন সুর......

মেয়ে.....

আজ জলে পদ্ম ফুটবে

তোমার পুকুর জুড়ে.....

নতুন জলে পা ডুবিয়ে

পদ্ম তুমি তুলে নিও....

মেয়ে তুমি আলতো পায়ে

নুপুর পরে সেই জলে নেচে নিও.....

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ২:৪৯

একজন আরমান বলেছেন:
স্বল্প এবং সুন্দর।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৩

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

২| ২১ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৪

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

৩| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: মেয়ে তুমি আলতো পায়ে
নুপুর পরে সেই জলে নেচে নিও..
সুন্দর ।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৪

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুধু বলবো ভালো লেগেছে !

২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫০

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

৫| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৫

সপ্নাতুর আহসান বলেছেন: যদি আমার ভুল না হয় তাহলে একটি কমেন্ট করেছিলাম। আপনি কি মুছে দিয়েছেন?

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মায়াবী ছায়া বলেছেন: সপ্নাতুর আহসান আমি বড়ই দুঃখিত ও লজ্জিত । আপনি আমার ব্লগের নিয়মিত পাঠক ।নিয়মত উৎসাহ দিয়ে আসছেন।
আমি এই পোস্ট এ আপনার কমেন্ট এর রিপ্লাই দিয়েছিলাম কিন্ত বানান ভুল হওয়ায় রিপ্লায় টা মুছতে গিয়ে ভুল ক্রমে আপনার কমেন্ট টা মুছে ফেলেছি ।আমি টাইপ টা ভাল পারি না ।ব্লগ ও নতুন ।
আশা করি বুঝতে পেরেছেন ক্ষমা সরূপ দেখবেন।

৬| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

মাক্স বলেছেন: :)

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

৭| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম.....


ভাল লাগলো।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

৮| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল ++++

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৬

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৯

সপ্নাতুর আহসান বলেছেন: আমি মনে করেছিলাম কমেন্ট পছন্দ হয় নাই, তাই মুছে দিয়েছেন। ভীষণ রাগ হয়েছিল। এ ধরণের ভুল হলে কমেন্ট দিয়ে জানিয়ে দেয়া উচিৎ।
আমি নিজেও এই ধরণের কাজ করেছিলাম প্রথম দিকে এবং থ্রেট খেয়েছিলাম আমার একজন নিয়মিত পাঠক + আমার খুব প্রিয় একজন ব্লগারের কাছে।
তিনি যেহেতু আমাকে মাফ করে দিয়ে এখনও আমাকে উৎসাহ দিয়ে চলেছেন তাই আপনাকেও ক্ষমা করে দিলাম। না হলে আপনাকে অনুসরণ বাতিল করে দেয়ার সিধ্বান্ত নিয়েছিলাম।
যাই হোক ভাল থাকুন, ভাল লিখুন।

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৭

মায়াবী ছায়া বলেছেন: কমেন্ট অপছন্দের কোন কারন নেই । বরং কমেন্ট এ উৎসাহ পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, মাফ পেলাম শুনে স্বস্তি পেলাম । এ ধরনের ভুল যেন না হয় খেয়াল রাখব । ভাল থাকুন সব সময়।

১০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:২০

বেলা শেষে বলেছেন: মেয়ে.....
আজ জলে পদ্ম ফুটবে
তোমার পুকুর জুড়ে.....
নতুন জলে পা ডুবিয়ে
পদ্ম তুমি তুলে নিও....
মেয়ে তুমি আলতো পায়ে
নুপুর পরে সেই জলে নেচে নিও.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.