নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠেই আনন্দ খুঁজে পাই ।

মায়াবী ছায়া

জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।

মায়াবী ছায়া › বিস্তারিত পোস্টঃ

।। অহেতুক এক জীবন ।।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৬

পড়ন্ত বিকেল...সূর্যের আলো ঢলে পড়েছে টিনের চালেতে...গাছের ডালের ফাঁক দিয়ে যখন শেষ বিকেলের আলো আধো আলো ছায়ার আমার ঘরে ঢুকেছে...

আমি যেন ঝাপসা স্মৃতিতে মগ্ন তখন...



খুবই ছোট্ট বেলার রং চটা কিছু স্মৃতি...সর্বদা রং ছড়িয়ে দিয়ে রঙ্গিন করার প্রচেষ্টা...পুরোন হয়ে গেছে সব রং তাই আর রঙ্গিন হয় না...ব্যর্থ প্রচেষ্টা...



খানিক ক্ষন পরে আমি ফিরে আসি আমার এই বর্তমানে...বর্তমান...সে তো বড়ই নিষ্ঠুর...ভবিষ্যতকে পায়ের তলায় আষ্টে পুষ্টে মারিয়ে ক্ষত বিক্ষত অতীত তৈরীতে ব্যস্ত...আমি যেন তাকিয়ে তাকিয়ে দেখে যাই...



দীর্ঘ নিশ্বাঃস ফেলে আমি এগিয়ে যাই ভবিষ্যতের দিকে...বড়'ই শঙ্কিত মনে পা ফেলি সামনের দিকে আধো আলোতে...ভাবছি আর ছুটছি আর একটু এগুলেই পাব হয়ত পথ চলার উজ্বল আলো... এ গলি ও গলিতে ছুটাছুটি...অবশেষে আন্ধকার আমাকে গ্রাস করে নিয়ে যায় অচিনপুরে...



শেষ অবধি আমি পৌঁছে যাই জীবন নামের প্রদীপের শেষ তলায়...যেখানে আমি নিজেকে আবিষ্কার করি নিজের প্রদীপের জ্বালানী রূপে...যে কিনা নিজেই খুঁজছে জীবনের আলো...!!

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:২৪

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, মায়াবী লিখা ||

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো ! ++

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ।এভাবেই পাশে থাকুন । ভাল থাকুন সব সময়।

৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: জীবনের প্রদীপ জ্বলে
যদিও আধারে থাকে ঢাকা
খুজে নিতে হয় প্রিয়
থাকবে তা হৃদয়ে আঁকা

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।এভাবেই পাশে থাকুন । ভাল থাকুন সব সময়।

৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ।এভাবেই পাশে থাকুন । ভাল থাকুন সব সময়।

৫| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো লেখা

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ।এভাবেই পাশে থাকুন । ভাল থাকুন সব সময়।

৬| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে লেখাটা। কয়েক জায়গায় শব্দ জোড়া লেগে গেছে। যেমন, পড়েছেটিনের । ঠিক করে নিয়েন।

শুভেচ্ছা।

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ।ঠিক করে নিয়েছি ।:)
এভাবেই পাশে থাকুন । ভাল থাকুন সব সময়।

৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

হালকা মেজাজের চমৎকার একটি লেখা। ++++++

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ।এভাবেই পাশে থাকুন । ভাল থাকুন সব সময়।

৮| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৪১

বৃতি বলেছেন: সুন্দর!

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।ভাল থাকুন সব সময়।

৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩

খেয়া ঘাট বলেছেন: শেষের লাইনগুলো অসম্ভব রকমের সুন্দর।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৬

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

১০| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:০২

সায়েম মুন বলেছেন: লেখার থিমটা খুব ভাল লেগেছে। অনেক টাইপো আছে। সময় পেলে ঠিক করে নিয়েন।

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ঠিক করে নিয়েছি ।:)
ভাল থাকুন সব সময়।

১১| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:০৪

কালোপরী বলেছেন: :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

মায়াবী ছায়া বলেছেন: :)

১২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

অংগীকার বলেছেন: আপনার লিখার মধ্যে গভীর অন্তদৃস্টির পরিচয় পাওয়া যায়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.