নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠেই আনন্দ খুঁজে পাই ।

মায়াবী ছায়া

জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।

মায়াবী ছায়া › বিস্তারিত পোস্টঃ

।। শুন হে ।।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০

এ হাতটি ধর হে



দুঃখ বিলাসী



ধরেছ তো?



বল তো হে নবীন



কেন করছ এ জীবন



অতি তুচ্ছময়



তোমার হ্বদয়ের চোখ দিয়ে



দেখ তো প্রতিটি হ্বদয়কে



তোমাকে ফুলে ফুলে



নতুনে নতুনে সাজাতে।



অনেক গুলি মানুষ



অনেক গুলি স্বপ্ন



চেয়ে আছে তোমার দিকে



তোমাকে প্রানে প্রানে



হাসিতে হাসিতে ভরে দিতে।



অনেক গুলি ভবিষ্যত



অনেক গুলি ভালবাসা



চেয়ে আছে তোমার দিকে



তোমাকে সুরে সুরে



স্নেহে স্নেহে বুঝিয়ে দিতে...



তুমি একা নও



নও আর দুঃখ বিলাসী



তুমি স্বপ্নচারী



শুধুই স্বপ্ন বিলসী



তুমি পার তোমার স্বপ্নের



সবকটি নদী পাড়ি দিতে



তবে আজ আর দেরি কেন



সব দুঃখ কষ্ট ভুলে



এগিয়ে যাও....।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লেখা,,,,,,,,

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু । ভাল থাকুন। শুভ কামনা।

২| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতাটি খুব সুন্দর

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪০

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ।ভাল থাকুন। শুভ কামনা।

৩| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪১

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি।ভাল থাকুন। শুভ কামনা।

৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার

২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪১

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।ভাল থাকুন। শুভ কামনা।

৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ৩:৫৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ++++ :-)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।

৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২২

এহসান সাবির বলেছেন: দারুন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:
প্লাসায়িত করা গেলো :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

অদৃশ্য বলেছেন:





আপনাকেতো প্রায় ব্লগে দেখি... তাহলে নিয়মিত লিখেন না কেন?

এই লিখার পর প্রায় আড়াই মাস পেরিয়ে গ্যাছে! ... নতুন লিখা দিন...

আশাজাগানিয়া লিখাটি খুব ভালো লেগেছে আমার...

শুভকামনা...

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।
লিখা লিখিতে আমার হাত নেই এখন শুধু পড়তেই আনন্দ পাচ্ছি :)
লিখাতে চেষ্টা করব ইনশাল্লাহ।
ভাল থাকুন :)

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:

বাহ্ বেশ আশা জাগানিয়া লেখা !

ভালো লাগলো মায়াবী ...



অদৃশ্যও দেখি আমার মনের কথাটাই বলে দিলো ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।
ইনশাল্লাহ লিখব।
ভাল থাকুন :)

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১২

ডট কম ০০৯ বলেছেন: আরো লিখুন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

মায়াবী ছায়া বলেছেন: ইনশাল্লাহ ।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

শায়মা বলেছেন: কবিতার মত ছবিতাও এক্সসেলেন্ট!:)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভাল থাকুন পাশে থাকুন।:)

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: তবে আজ আর দেরি কেন

সব দুঃখ কষ্ট ভুলে

এগিয়ে যাও....।

সুন্দর কবিতা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

হৃদয় রিয়াজ বলেছেন: ইন্সপায়ারিং। ভাল লাগল পড়ে। ধন্যবাদ কবি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

মায়াবী ছায়া বলেছেন: ভাল লেগেছে শুনে আমারও ভাল লাগল ।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

শ্যামল জাহির বলেছেন:






মায়াবী ছায়া, নাকি কায়া
বুঝি নাতো কিছু(!)
তবু সবাই ছুটছি কেবল
আলেয়ার-ই পিছু!

হৃদয় চোখে যদিও দেখি
নদীগুলো শান্ত,
প্রান্ত খোঁজে পান্থ আমি
ক্লান্ত সদা ভ্রান্ত!

তবুও; শোন হে’র ডাকে কষ্ট ভুলে প্রান্ত খুঁজুক পথিক।
ভাল লাগলো অনেক ‘শোন হে’র’ ডাক!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

মায়াবী ছায়া বলেছেন: বাহ অনেক সুন্দর লিখেছেন তো ।ভাল লাগল।
অনেক ধন্যবাদ।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

আমার ব্লগেতো যাওয়া ভুলে গেছেন :(

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.