![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।
মাঝে মাঝে মনে হয়
এ দুঃখ বিলের পানি টুকু
দু'হাতে একটু একটু করে সেচে ফেলে দেই....
তাও কি সম্ভব ???
বড় শখ করে
এ দু'চোখের কাছে মিনতি করে
এ বিলের পানি ভরে ছিলাম একদিন...
আজ কেন এতে তিক্ত স্বাদ ???
এই মনে হওয়া
এই শখ সবই যেন খেয়ালিপনা !!
ঘুমিয়ে পরা শান্ত নগরীতে
আমি যেন অশান্ত ডাহুক পাখি
অজানা বিষাদে ডেকে আনি করুন সুর !!
এতে লাভ কি ???
বাতাসের কাছে এক ইচ্ছে জ্ঞাপন করেছিলাম
আমাকে উড়তে দিও...
আকাশটা আমার মত
বিষাদে নীল হয়
অভিমানে মেঘে মেঘে কালো হয়
দুঃখ ভরা মন নিয়ে
বর্ষা ঝরায়...
আমি না হয় শেষ কালে আকাশ হব
সব ইচ্ছে খেয়ালিপনা আশান্ততা ছেড়ে
আকাশে পাড়ি দিব !!
এক দিন আমি সত্যিকারে লক্ষ্মী হবো ।।
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১
মায়াবী ছায়া বলেছেন: দুঃখ বিলের পানি সেচতে আর বিষাদ ঝাড়তে তো সময় চাই তারপর ইচ্ছে পূরণ সব কিছু করার মাঝেই তো লক্ষ্মী হয়ে যাওয়া ।।
ভাল লাগায় আনন্দিত।পাঠে ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।।ভাল থাকুন।।
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭
শ্যামল জাহির বলেছেন: চমৎকার!
কবিতায় মুগ্ধ!
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯
মায়াবী ছায়া বলেছেন: চমৎকার কি কিছু লিখতে পেরেছি!!
তবুও এই উৎসাহে আমি অনেক আনন্দিত।
পাঠ ও কমেন্টে অশেষ ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময়।।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৩
মায়াবী ছায়া বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগল।
ধন্যবাদ।ভাল থাকুন।।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিষাদী শুরু কবিতায় লক্ষ্মী হবার প্রত্যয়।
কবিতায় আশাবাদ জিইয়ে আছে, স্বপ্নের খোলা দরজা।
দারুন।
ভালো লাগলো আপনার কবিতা।
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০
মায়াবী ছায়া বলেছেন: মায়াবীর হিজিবিজি ব্লগে স্বাগতম।।
পাঠ ও কমেন্টের জন্য কবিকে অশেষ ধন্যবাদ।
সকলের একটা বিষাদময় জগত থাকে যে কিনা বের হতে চায় প্রতিনিয়ত কিন্ত বিষাদময় ছায়া তার শিকড়ে আকড়ে বেঁধে রাখে ।তবুও সে স্বপ্ন দেখা চালিয়ে যায় একদিন সে লক্ষ্মীময় মানুষ হবে সবার কাছে।হয় তো অভিনয়ে হয় তো বা বাস্তবে ।।
পাশে থাকুন।।ভাল থাকুন সব সময় ।।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর কবিতা|
আপনার ছবিটাও চমৎকার ||
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬
মায়াবী ছায়া বলেছেন: তাই?
সুন্দর হয়েছে জেনে তো আমি উৎসাহ ও আনন্দে টগবগ।
হুম ছবিটা আমার কাছেও ভাল লেগেছে।।
অনেক ধন্যবাদ। ভাল থাকুন। পাশে থাকুন।।
৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার।
শেষ টায় মুগ্ধতা!
লক্ষী হবার স্বপ্ন পূর্ণ হোক!
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫
মায়াবী ছায়া বলেছেন: চমৎকার কি কিছু লিখতে পেরেছি!!
তবুও এই উৎসাহে আমি অনেক আনন্দিত।
পাঠ, কমেন্টে ও আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ ।
ভাল থাকুন পাশে থাকুন সব সময়।।
৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আমি না হয় শেষ কালে আকাশ হব
সব ইচ্ছে খেয়ালিপনা আশান্ততা ছেড়ে
আকাশে পাড়ি দিব !!
এক দিন আমি সত্যিকারে লক্ষ্মী হবো
আপনার লক্ষ্নী হবার আয়োজন সফল হোক।
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮
মায়াবী ছায়া বলেছেন:
সফল হোক!সফল হোক! এতো আশীর্বাদ বৃথা যাওয়ার উপায় নাই
ভালো থাকুন পাশে থাকুন সব সময়।।
৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭
কচি খান বলেছেন: It seems, you did not complete your saying... you have more to say !!
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
মায়াবী ছায়া বলেছেন: সব কথা বলে শেষ হয়না... কিছু কথা রয়ে যায় অগোচরে.....।।
পাঠ, কমেন্টে অশেষ ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময়।।
৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬
শায়মা বলেছেন: কবিতা পড়ার আগেই আমি ছবিতা দেখে মুগ্ধ!
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ আপু
ছবিটা দেখে আমিও প্রথম মুগ্ধ হয়েছিলাম
ঈদের শুভেচ্ছা রইল
১০| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬
ভারসাম্য বলেছেন: একদিন সবাই আকাশে পাড়ি দেব! তখন সবাই লক্ষ্মী !!
কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত গভীর এক বিষাদ। বিষাদ ভালবাসি তাই কবিতাও ভাল লেগেছে।
শুভকামনা।
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
মায়াবী ছায়া বলেছেন: বিষাদ যে ভাল না !!
আনন্দময় জীবন সকলের হোক ।।
ধন্যবাদ ।।
ভাল থাকুন ।।
১১| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১১
শহুরে আগন্তুক বলেছেন: ভালো লাগলো কবিতা ।
ঈদ মোবারক
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।।
ঈদের শুভেচ্ছা
ভাল থাকুন
১২| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬
সপ্নাতুর আহসান বলেছেন: বিষাদময় কবিতা হলেও পড়তে ভালই লাগল।
এক দিন আমি সত্যিকারে লক্ষ্মী হবো ।। এটা কি কবিতার লাইন নাকি এক্সট্রা?
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
মায়াবী ছায়া বলেছেন: কমেন্টে অশেষ ধন্যবাদ।
হুম এটা কবিতার লাইন
ভাল থাকুন
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩
হাসান মাহবুব বলেছেন: দুঃখ বিল। নতুন উপমা। বেশ লাগলো।
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন পাশে থাকুন
১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
অদৃশ্য বলেছেন:
চোখের জলেই যে বিল বানালেন সেই কিনা তিক্ততা দিতে শুরু করলো... ভাবছিলাম কেন? যে জল ঝরে গেলো, তবে তা কিসের জন্য?
লিখাটির ভাব খুব ভালো লেগেছে...
শুভকামনা...
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভকামনা আপনার জন্যও
১৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভালো লাগলো। অনেক দিন লিখেন না আপনি।।
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ।
লিখা লিখিতে হাত নেই।ব্লগে আসচ্ছি পড়ছি এতেই আনন্দ পাচ্ছি।
মাঝে মাঝে কিছু অকবিতা লিখে আইডি এক্টিভ রাখছি
এই তো।ভাল থাকুন ।।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩
লেখোয়াড় বলেছেন:
একদিন সত্যিই লক্ষী হবেন।
একদিন কেন? আজ কেন নয়?
দুঃখবিলাস কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।
শুভেচ্ছা।
মায়াবী ছায়া।