নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠেই আনন্দ খুঁজে পাই ।

মায়াবী ছায়া

জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।

মায়াবী ছায়া › বিস্তারিত পোস্টঃ

।। আর্শীবাদ ।।

১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

জানো ?

মিথিলার মতো ভাল থাকার রোগ হয়েছে আমার

তুমি যে আমায় এত ভাল থাকতে বল

ভাল না থেকে কি পারি বল ?

জানো আমি অবুঝ শিশু হয়ে গেছি

কিছুটা পাগলীও বটে

কারনে অকারনে শুধু হেসে যাই

বুঝে না বুঝেও শুধু হেসে যাই,

এই হাসি তোমার আর্শীবাদ ।

জানো দুঃখ জল উল্টো দিকে বয়

সমুদ্র থেকে নদী

নদী থেকে ঝরর্না

ঝরর্না থেকে হাওয়া মেঘ হয়ে গেছে

ফিরবেনা সেই দুঃখ মেঘ

দূর অনেক দূর পরবাসে হারিয়েছে,

সবই যে তোমার আর্শীবাদ ।

এত যে ভাল থাকতে বল

ভাল না থেকে কি পারি ???

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: ভালো থাকতেই হবে আপুনি!:)

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ আপুমনি।
হুম ভাল থাকার চেষ্টা সব সময় :)
আপনিও ভাল থাকুন সব সময়।
শুভ কামনা।।

২| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !
শায়মা আপি বলেছেন ভালো থাকতেই হবে !

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মায়াবী ছায়া বলেছেন: হুম আপুরা সব সময়ই বোনদের ভাল চান এখন ভাল না থেকে কি পারি :)
আপনিও ভাল থাকুন ।
অনেক ধন্যবাদ।।

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।
অভিনন্দন ! :)

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনাকেও অভিনন্দন।।

৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

জয়নাল আবেদীন বলেছেন: সুন্দর..।

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।।

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

অদৃশ্য বলেছেন:





'' সমুদ্র থেকে নদী
নদী থেকে ঝরর্না
ঝরর্না থেকে হাওয়া মেঘ হয়ে গেছে ''


___ আমারো মনে হয় দুঃখ উল্টো দিকেই বয়... পেছনে টেনে নিয়ে যেতে চায়... লিখাটি বেশ ভালো লাগলো...

শুভকামনা...

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ।
এভাবে উৎসাহ দিয়ে সব সময় পাশে থাকের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।।

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন।।

৭| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো থাকুন সব সময়

সুন্দর কবিতা

আপনি আমার পোস্টে কমেন্ট করলে অথবা আমার কমেন্টের উত্তর দিলে আমার নটি আসেনা কেন??? বুঝিনা শুধু আপনার ক্ষেত্রেই এটা হয়।

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনিও ভাল থাকুন।

হুম... কেন নটি আসেনা আপনার আমার কমেন্টের আমি ঠিক বলতে পারছি না। আমি মোবাইল এ ব্লগ পড়ি । কমেন্ট ও পোস্ট দেওয়াও হয় মোবাইল থেকেই,শুধু কমেন্ট এর রিপ্লায় দিতে পিসি তে ,তো ব্লগ এর অনেক কিছুই আমার ভাল জানা নেই। আশা করি ঠিক হয়ে যাবে এই সমস্যা।।

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল থাকাই চাই। সুন্দর কবিতা।শুভকামনা রইল।

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মায়াবী ছায়া বলেছেন: হুম ভাল থাকতেই হবে।
এভাবে আমরা একে অপরের মঙ্গল চাইলে ভাল না থেকে উপায় কি।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল।।

৯| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ধূর্ত উঁই বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !
শায়মা আপি বলেছেন ভালো থাকতেই হবে !

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

মায়াবী ছায়া বলেছেন: হুম সবাই কেই ভাল থাকা চাই।
ধন্যবাদ।।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ভালো থাকুন।

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন।।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার কবিতা, পিক টাও সুন্দর।

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

মায়াবী ছায়া বলেছেন: তাই?
পিকটা আমারও অনেক ভাল লেগেছে।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

জুন বলেছেন: ভালো থাকাটা জরুরী , তাও কি ভালো থাকা যায় ?
ভালোলাগলো

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১

সিদ্ধার্থ. বলেছেন: মিথিলা টা কে ?মহাভারতের মিথিলা ?

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৩

ধূর্ত উঁই বলেছেন: জুন বলেছেন: ভালো থাকাটা জরুরী , তাও কি ভালো থাকা যায় ? দারুন প্রশ্ন।

১৫| ২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩১

মাহফুজ তানিম বলেছেন: জানো ?
মিথিলার মতো ভাল থাকার রোগ হয়েছে আমার..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.