![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।
হে প্রিয়....প্রিয়তম
আকাশে চোখ মেলো
কেতকীর কুজ্ঞ পাখিরা
মেলেছে ডানা
ঐ সুদূরে...
এসো আজ
পাখি হই
মেলি ডানা
হারাই কোন
দূর অজানায় ....!!
* * * * * * * * * * * *
হে সখা মোর
কপালে লাল টিপ
জ্বলছে সূর্য কিরনের মত
পথে আর আধাঁর কই খোঁজ ?
ক্লান্তহীন প্রদীপ জ্বলে জ্বলে
পথ হয়েছে যাদুময় মায়ার মত
হে বন্ধু মোর
পাশে এসে বসো.......!!
* * * * * * * * * * * * * * *
হে ব্যথা জাগানিয়া বাঁশি
উদিত চন্দ্রের মত
নীরব ভঙ্গিতে হানা দিয়ে
নিশিগন্ধায় একি শুধাও
অমৃত সুর !
আমি এ লীলায় লাজ লীলাবতী !!
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।
কেতকী=কেয়াফুলের গাছ :: কুজ্ঞ= লতাগৃহ(পাখির বাসা) ।।
ভাল থাকুন ।।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫
সুমন কর বলেছেন: ভাল লাগল।
কেতকী = কেয়াফুল বা তার গাছ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১
মায়াবী ছায়া বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো আমারও ।
হুম তাই হবে ।
ভাল থাকুন সব সময় ।।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২
বেঈমান আমি. বলেছেন: বাপরে।কি কঠিন কথাবার্তা।চালায় যান।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২
মায়াবী ছায়া বলেছেন: কঠিন মনে হল.....
তবে শব্দ দু'টা সুন্দর ।।
ধন্যবাদ আবারও ।।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬
ুব গস বলেছেন: ভাই খুব ভালো লাগলো
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩১
মায়াবী ছায়া বলেছেন: জি ভাই ....অনেক ধন্যবাদ ।।
আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো
ভাল থাকুন ।।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
অদৃশ্য বলেছেন:
তিনটি লিখাই চমৎকার হয়েছে... তবে আমার কাছে শেষেরটা হ্যাভোক...
মায়াছায়ার জন্য
শুভকামনা...
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ
আপনার জন্যও শুভকামনা রইল
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে। +
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪০
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে মায়া ||
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪২
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন ।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হে সখা মোর
কপালে লাল টিপ
জ্বলছে সূর্য কিরনের মত
পথে আর আধাঁর কই খোঁজ ?
ক্লান্তহীন প্রদীপ জ্বলে জ্বলে
পথ হয়েছে যাদুময় মায়ার মত
হে বন্ধু মোর
পাশে এসে বসো.......!!
++++++
অনেক ভালো লাগলো
শুভ কামনা
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল লেগেছে জেনে ভাল লাগলো...
ভাল থাকুন ।।
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তিনটা আলাদা করে আবার এক সাথে পড়লাম।
বেশ লাগলো।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ।।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৮
এম এ কাশেম বলেছেন: চমৎকার লিখেছেন ...।
অনেক শুভ কামনা।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০২
মায়াবী ছায়া বলেছেন: পড়ে দেখার জন্য ধন্যবাদ
কমেন্টের জন্য আরও ধন্যবাদ ....
শুভকামনা ।।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভালো হয়েছে তো।
১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ আপু .....
শুভ কামনা ।।
১২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
বটবৃক্ষ~ বলেছেন:
শেষের টা বেশি সুন্দর হয়েছে!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১
মায়াবী ছায়া বলেছেন: বৃক্ষ আপু অনেক ধন্যবাদ
আপ্নাকে দেখে অনেক ভাল লাগলো।।
ভাল থাকুন আপু ।।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
বেঈমান আমি. বলেছেন: কেতকীর কুজ্ঞ মানে কি?