![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।
কে বলে আগুন এটা
আমি তো দেখছি লক্ষ আলোর প্রদীপ...
কে বলে পুড়ে পুড়ে ছাই হচ্ছে
আমি তো দেখছি জ্বলে জ্বলে আলোকিত হচ্ছে....
ঐ যে যুগল তৃষ্ণার চোখে
জল গড়ে তবু নাকি তৃষ্ণায় সে মরে..
থর থরে মাটির বুকে নাকি
জন্মানোর নেশা আকড়ে থাকে...
আমি তো বিভোর অদৃশ্যে
জল কাদা মাটি মেখে
অন্য মানুষ সেজে থাকি......
আমি তো সেই প্রদীপের খোঁজে
লক্ষ প্রদীপের মাঝে
একটি প্রদীপ জ্বালাবে আলো
অন্তঃপুরের শত সহস্রের অমাবস্যাকে.....!!
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
সুমন কর বলেছেন: সুন্দর !!..
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৬
মায়াবী ছায়া বলেছেন: লিখাটি সুন্দর মনে করায় অসংখ্য ধন্যবাদ
ভাল থাকুন ।।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ইমরাজ কবির মুন বলেছেন:
মোটামুটি লাগলো ||
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১১
মায়াবী ছায়া বলেছেন: আমার কাছেও তবে মোটামুটি থেকে একটু কম লেগেছে
তবু কিছুতো একটা পোস্ট দেয়া প্রয়োজন আইডি যে পুরাটাই খালি.....
অনেক ধন্যবাদ সময় করে পড়ে কমেন্টের জন্য
ভাল থাকুন ।শুভ কামনা ।।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: জন্মানোর নেশা আকড়ে থাকে...
আমি তো বিভোর অদৃশ্যে
জল কাদা মাটি মেখে
অন্য মানুষ সেজে থাকি...
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
মায়াবী ছায়া বলেছেন: হুম মাঝে মাঝে কি থেকে যেন আমরা পালিয়ে বেড়াই
দেখেও দেখিনা বুঝেও বুঝি না ......
ধন্যবাদ সময় করে পড়ে দেখার জন্য... ভাল থাকুন সব সময় ।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৮
মায়াবী ছায়া বলেছেন:
সুন্দর কিছু লিখতে পারলাম কি
তবুও এই উত্সাহ অনেক বড় পাওয়া ।
ভাল থাকুন ।।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮
আমিনুর রহমান বলেছেন:
দারুন +++
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২১
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কমেন্টর জন্য অনেক ধন্যবাদ
ভাল থাকুন ।শুভ কামনা
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ঐ যে যুগল তৃষ্ণার চোখে
জল গড়ে তবু নাকি তৃষ্ণায় সে মরে..
থর থরে মাটির বুকে নাকি
জন্মানোর নেশা আকড়ে থাকে...
সুন্দর +
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
মায়াবী ছায়া বলেছেন: সময় করে পড়ে দেখার জন্য ধন্যবাদ আর কমেন্টের জন্য আরও একটু বেশী ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময় । শুভকামনা
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
হাসান মাহবুব বলেছেন: নাইস +++
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০
মায়াবী ছায়া বলেছেন: আমার ছোট ছোট লিখা গুলিতে আপনার উত্সাহ সব সময় পাচ্ছি এটা আনন্দময়,,,,,
অসংখ্য ধন্যবাদ
ভাল থাকুন ।।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
মায়াবী ছায়া বলেছেন: ''সুন্দর'' কথাটা অনেক বড় উত্সাহ পাওয়ার একটা শব্দ.....
নিয়মিত আমার এই যাচ্ছেতাই লিখা গুলি পড়ছেন কমেন্ট করছেন এটা অনেক আনন্দের
ধন্যবাদ জানবেন ভাল থাকবেন ...
শুভকামনা ।।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭
সোজা কথা বলেছেন: ভালোই।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
মায়াবী ছায়া বলেছেন: মরুব্বিরা সবাই ভাল বলেছেন ভাল না হয়ে কি পারে বলেন
সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন ....শুভকামনা ।।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা
অনেক লাগল ভাল
এমন লেখা আরও চাই
জ্বেলে কাব্য আলো
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
মায়াবী ছায়া বলেছেন: কমেন্টে সুন্দর ছন্দময় কবিতা...অনেক উত্সাহ আনন্দ পেলাম
শুভাকাক্ষিদের চাওয়া বিফলে যায় না .....
ভাল থাকুন সব সময় ।।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০
বেঈমান আমি. বলেছেন: হহাহাহহাহা
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
মায়াবী ছায়া বলেছেন: হিহিহিহিহিহিহি
কজনে এমন মন খুলে হাসতে পারে বলেন । আমার লিখা আপনাকে হাসাতে পেরেছে এটা অনেক আনন্দময়
ধন্যবাদ নিরন্তর
হাসতে থাকুন ভাল থাকুন ।।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫১
বেঈমান আমি. বলেছেন: কমেন্ট রিপ্লাই দেন না কেন আগের মত?
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮
মায়াবী ছায়া বলেছেন: মরুব্বিদের আগে আপনার রিপ্লাই দেই কি করে
সবুরে মেওয়া ফলে
এখন রিপ্লাই দেখে মেওয়া ফল খান :দ
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯
মোঃ ইসহাক খান বলেছেন: বেশ চমৎকার।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ
শুভ কামনা ।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
বোধহীন স্বপ্ন বলেছেন: আমি তো সেই প্রদীপের খোঁজে
লক্ষ প্রদীপের মাঝে
একটি প্রদীপ জ্বালাবে আলো
অন্তঃপুরের শত সহস্রের অমাবস্যাকে.....!!
এই শেষ লাইন গুলো কবিতাকে আরো গভীরে নিয়ে গেছে। ভালো লাগল।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
মায়াবী ছায়া বলেছেন: সবার উত্সাহে কিছু লেখার চেষ্টা করে যাওয়া....
আপনার কমেন্টেও অনেক উত্সাহ পেলাম । ধন্যবাদ নিরন্তর
ভাল থাকুন ।।
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লিখেছেন
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভাল থাকুন ।।
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭
শুঁটকি মাছ বলেছেন: সুন্দর হয়েছে!!!!!!!!১
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ
শুভকামনা ।।
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
অদৃশ্য বলেছেন:
মায়াবী হয়েছে... দারুন কিছু ফিলিংস তৈরি করলো... বা করছে...
মায়াছায়ার জন্য
শুভকামনা...
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ নিরন্তর
প্রথম থেকেই আমার প্রতিটা পোস্টে আপনাকে পাচ্ছি.... নিয়মিত সুন্দর কমেন্টে উত্সাহ দিয়ে যাচ্ছেন সত্যিই কৃতজ্ঞ ।। এভাবেই পাশে থাকুন ।ভাল থাকুন ।।শুভকামনা ।।
১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
একজন আরমান বলেছেন:
মাঝ থেকে শেষটা দারুণ লেগেছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
মায়াবী ছায়া বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।অনেক ধন্যবাদ
শুভকামনা
২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
লেখোয়াড় বলেছেন:
চারিদিকে এত এত অন্ধকার, তার মাঝে আলো জ্বালাবার জন্য আপনার আকাঙ্খা দেখে সত্যিই ভাল লাগল।
কেউ ভান করে অন্য মানুষ হয় আবার কেউ অন্ধকারে পড়ে অন্যমানুষ হয়।
সব অন্য মানুষ আপনার জ্বালিয়ে দেয়া আলোতে ভাল মানুষ হয়ে উঠুক।
আগুনের সেই পরশমনিটি আপনার কবিতার মূল বিষয় বলে মনে হয়েছে, জানিনা, ভুল হতে পারে।
তবে কবিতাটি আমার খুব ভাল লেগেছে।
ভাল থাকুন মায়াবী ছায়া, সবসময় আশার আলো হয়ে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৬
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।।
মূল বিষয় এমন টা"দুঃখ গুলিকে মিথ্যে শান্তনায় সুখ ভেবে নিয়ে সত্যিকারের সুখের অপেক্ষায়"
লিখাটা তেমন ভাবে ফোটে নি তবে এমন টাই লিখতে চেয়েছিলাম।।
ভাল থাকুন।
শুভ কামনা।।
২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল লাগল। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৪
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ নিরন্তর ।।
নতুন বছরের শুভেচ্ছা আপ্নাকেও
ইস আপ্নার শুভেচ্ছা অগ্রিম আর আমার টা লেট হয়ে গেল... তবে শুভেচ্ছা কিন্তু সব সময় তাজা ই থাকে
২২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: অনেক দিন পর আপনার লিখা পড়লাম। কোথায় ছিলেন ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৭
মায়াবী ছায়া বলেছেন: হুম অনেক দিন পর
ছিলাম আশেপাশেই
ধন্যবাদ জানবেন।
ভাল থাকুন।।
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ছোট তবে চমৎকার
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০২
মায়াবী ছায়া বলেছেন: নিরন্তর ধন্যবাদ তোমায়।।
আমার হাবিজাবি লিখায় তোমায় পাচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি এটা আমার জন্য অনেক আনন্দের।।
ভাল থেকো সব সময়।
২৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩
একলা ফড়িং বলেছেন: জল গড়ে তবু নাকি তৃষ্ণায় সে মরে! সুন্দর
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭
মায়াবী ছায়া বলেছেন: সব তৃষ্ণা কি জলে মিটে.....
ধন্যবাদ আপু।আপ্নার প্রপিক টা কিউট
ভাল থাকুন।।
২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
ডট কম ০০৯ বলেছেন: দারুন লিখো তো তুমি।
কবিতা মনে খুব ভাল লাগলো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১২
মায়াবী ছায়া বলেছেন: দারুন হয়েছে কি কিছু
শুনে ভাল লাগলো।
আপ্নার লিখাও অনেক চমৎকার।।
ধন্যবাদ।
শুভ কামনা।।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
েফরারী এই মনটা আমার বলেছেন: Click This Link