নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠেই আনন্দ খুঁজে পাই ।

মায়াবী ছায়া

জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।

মায়াবী ছায়া › বিস্তারিত পোস্টঃ

।। একাকিত্বের আয়োজন ।।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

তুমি আর এক টুকরো নীল

তাতেই আমার স্বর্গ সুখ বসবাস

একাকিত্বকে সঙ্গী করে

আমি চেয়েছি তোমাকে

তুমি আর একাকিত্ব এক নও

তাই ফের চলে যাওয়া সেই তুমি

একাকিত্ব আজও আমার

বন্ধু হয়ে থাকে সেই কবে থেকে

দুই একটা পাখিকে আমি

জানলার পাশে দাড়িয়ে

রোজ চাল খেতে দেই

সেই কি আনন্দ তুমি যদি দেখতে...

স্বপ্নের ফানুস উড়িয়ে রাতের আকাশ

আলোকিত করি

আমার অন্তরময় এতটুকু অলোকিত হয় কিনা যদি কখনও তুমি জানতে পেতে...

এই বরফ গলা শীতে

ছোট ম্যাওটাকে উষ্ণতা দিতে কমতি নেই

এই দু হাতে

ভালবাসা বুঝি এমনই হয় যদি তুমি বুঝতে...

ছোট্ট ছোট্ট করে ভালবাসার পংক্তিতে ভরে উঠা

অশ্রু জল কালিতে কবিতায় রাত ভোর হয়

আমি তো এত কিছুই পারি

শুধু তোমার অদৃশ্য ছায়াতে ছোঁতে পারি না

তোমার ঘরময় অন্ধকারে আলোক প্রদীপ জ্বালাতে পারি না...

একটা একটা করে প্রদীপ ভাসিয়ে দেই জলে

যদি কোন একটি তোমার কাছে গিয়ে পৌছে...

একটা একটা করে চিরকুট উড়িয়ে দেই

দখিন খোলা হাওয়াতে

যদি পৌছে যায় কোন ভাবে তোমার কাছে

তাহলে হয়তো এই ভোর সন্ধ্যায়

একাকিত্বকে আমি আরও জমজমাট আয়োজন করতে পারি.... !!

মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
হুমম, সুন্দর হৈসে ছায়া ||

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সময় করে লিখা পড়ার জন্য কৃতজ্ঞতা রইল।

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

নীল েমঘ বলেছেন: অসাধারন হয়েছে ...
:) :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন মেঘ আপু। ভাল থাকুন।।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

শক্তি শুধা বলেছেন: অসাধারণ হয়েছে। আপনার মনের কথাগুলো যেনো চোখের সামনে ভাসছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ মনযোগ দিয়ে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভাল থাকুন সবসময়।।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

সুমন কর বলেছেন: মোটামুটি ভাল লাগল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

মায়াবী ছায়া বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হোলাম! কৃতজ্ঞতা।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু অংশ বেশ সুন্দর।
কিছু অংশ আরেকটু ভালো হতে পারতো।
কিন্তু অনুভূতির প্রকাশ নিয়ে দ্বিধা নয়, ভালো লাগা জানাতে চাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সময় করে এই অধমের লেখা পড়ে মন্তব্য জন্য। পরিপূর্ন সুন্দর লিখতে যে পারি না। চেষ্টা থাকবে।।
। কৃতজ্ঞতা রইল।ভাল থাকুন কবি।।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

মামুন রশিদ বলেছেন: ভালো হৈসে কবিতা!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সময় করে লিখা পড়ার জন্য কৃতজ্ঞতা রইল।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

ইখতামিন বলেছেন:
ছোট্ট ছোট্ট করে ভালবাসার পংক্তিতে ভরে উঠা
অশ্রু জল কালিতে কবিতায় রাত ভোর হয়

++++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

মায়াবী ছায়া বলেছেন: এতগুলো প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ । শুভ কামনা নিরন্তর।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

হাসান মাহবুব বলেছেন: +

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪

মায়াবী ছায়া বলেছেন: প্লাসে আনন্দিত। অসংখ্য ধন্যবাদ।।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

বটবৃক্ষ~ বলেছেন:




প্রতিটা লাইনই ভালোলেগেছে আপি!! :) :)

প্রেমে পড়ে যাচ্ছি আপনার কবিতার!

:D :#) :#>

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২

মায়াবী ছায়া বলেছেন: হাহাহা : D
নিজেকে বড়ই ভাগ্যবান মনে করছি আমার আবল তাবল লিখার প্রেমে পরল কেউ।। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আপু ! শুভকামনা সব সময়ের !

১০| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা। ভাল হয়েছে । :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সময় করে লিখা পড়ার জন্য কৃতজ্ঞতা রইল।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।।ভাল থাকুন।।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২২

শায়মা বলেছেন: বাহ আপুনি!!!:)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯

মায়াবী ছায়া বলেছেন: আপ্নার উপস্থিতি অনেক আনন্দের।। অনেক ধন্যবাদ আপু শুভেচ্ছা রইলো !

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

মায়াবী ছায়া বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। শুভ কামনা নিরন্তর ।।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! সুন্দর লিখেছেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

মায়াবী ছায়া বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১২

এহসান সাবির বলেছেন: দারুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইলো !

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৮

আফ্রি আয়েশা বলেছেন: অনুভূতির সুন্দর প্রকাশ
ভালো লাগলো :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সময় করে লিখা পড়ার জন্য কৃতজ্ঞতা রইল আপু।। শুভ কামনা।।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

অদ্বিতীয়া আমি বলেছেন: একাকিত্বকে আমি আরও জমজমাট আয়োজন করতে পারি

অনুভূতির কথা গুলো ভাল লাগলো

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

মায়াবী ছায়া বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন আপু সবসময়।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

ইখতামিন বলেছেন:
প্রতিটা লাইন অসাধারণ হয়েছে।
নিচের লাইনগুলো অনেক অনেক অসাধারণ।


ছোট্ট ছোট্ট করে ভালবাসার পংক্তিতে ভরে উঠা
অশ্রু জল কালিতে কবিতায় রাত ভোর হয়
আমি তো এত কিছুই পারি
শুধু তোমার অদৃশ্য ছায়াতে ছোঁতে পারি না
তোমার ঘরময় অন্ধকারে আলোক প্রদীপ জ্বালাতে পারি না...


যদি কিছু মনে না করেন, তাহলে বলবো- একাকিত্বতার স্থানে একাকিত্ব হবে। এখানে "তা" অপ্রয়োজনীয়। ভুল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

মায়াবী ছায়া বলেছেন: কবিতা,শব্দ ভান্ডার,ব্যাকরন এর জ্ঞান খুব কম আমার তবুও খুব সাহস করেই কিছু লিখে ফেলছি এভাবেই। এডিট করেছি দেখুন তো ঠিক আছে কি না?
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা । এবাবেই পাশে থাকুন।শুভ কামনা।।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

একলা ফড়িং বলেছেন: প্রতিটা লাইনেই চমৎকার ভালো লাগা!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

মায়াবী ছায়া বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। সুন্দর কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন ফড়িং আপু।।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতা ভাল ই হল
ধন্যাবাদ , ছায়া তুমি আসলে থাক কোথায়
জানতে মঞ্চায়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সময় করে লিখা পড়ার জন্য কৃতজ্ঞতা রইল। আমি আছি ছায়াতে মায়াতে এই বাংলার পথে ঘাটে :) হিহিহি,,,,,,,
শুভ কামনা নিরন্তর।

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

একজন সৈকত বলেছেন:
সুন্দর!

"এই বরফ গলা শীতে" - শীতে বরফ জমে জানি, গলেও বুঝি?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

মায়াবী ছায়া বলেছেন: কমেন্টে ধন্যবাদ । আমার এখানে শীতেও বরফ গলে ;) ভাল থাকবেন সবসময় ।

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

ডট কম ০০৯ বলেছেন: একাকীত্ব টা বেশী লাগল।

কবির ভাবনা জুরে একাকীত্বের ই বাস। হাহহাহাহ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪

মায়াবী ছায়া বলেছেন: হুম একাকীত্বের মাঝে নিশ্চুপ সুখ বিরাজ করে তাই ভাবনা জুরে তারই বাস,,,, ,,, :)
ধন্যবাদ আরমান ভাই।

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

লাবনী আক্তার বলেছেন: ভালবাসা বুঝি এমনই হয় যদি তুমি বুঝতে...
ছোট্ট ছোট্ট করে ভালবাসার পংক্তিতে ভরে উঠা
অশ্রু জল কালিতে কবিতায় রাত ভোর হয়
আমি তো এত কিছুই পারি
শুধু তোমার অদৃশ্য ছায়াতে ছোঁতে পারি না
তোমার ঘরময় অন্ধকারে আলোক প্রদীপ জ্বালাতে পারি না...
একটা একটা করে প্রদীপ ভাসিয়ে দেই জলে
যদি কোন একটি তোমার কাছে গিয়ে পৌছে...




অনেক ভালো লাগল। একাকীত্ব দূর হোক কবির।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৭

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু শুভেচ্ছা রইলো !

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৯

মায়াবী ছায়া বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৮

রাসেলহাসান বলেছেন: সুন্দর!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪২

মায়াবী ছায়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সব সময়ের !

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭

জুন বলেছেন: ভালবাসা বুঝি এমনই হয় যদি তুমি বুঝতে...
ছোট্ট ছোট্ট করে ভালবাসার পংক্তিতে ভরে উঠা


চমৎকার! দারুন লিখেছেন মায়াবী ছায়া।
+

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সময় করে লিখা পড়ার জন্য কৃতজ্ঞতা রইল।

২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

অদৃশ্য বলেছেন:






মায়াবী লেখা...



মায়াছায়ার জন্য
শুভকামনা...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন কবি ! শুভকামনা সব সময়ের !

২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

বেলা শেষে বলেছেন: ছোট্ট ছোট্ট করে ভালবাসার পংক্তিতে ভরে উঠা
অশ্রু জল কালিতে কবিতায় রাত ভোর হয়
আমি তো এত কিছুই পারি
শুধু তোমার অদৃশ্য ছায়াতে ছোঁতে পারি না
তোমার ঘরময় অন্ধকারে আলোক প্রদীপ জ্বালাতে পারি না...
beautiful, telling but very smartway....

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯

মায়াবী ছায়া বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: একাকি জমাট বাধা প্রেমময় উপখ্যান... অভিনন্দন..

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সময় করে লিখা পড়ার জন্য কৃতজ্ঞতা রইল।

৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

একজন আরমান বলেছেন:
দারুন !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫২

মায়াবী ছায়া বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.