নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠেই আনন্দ খুঁজে পাই ।

মায়াবী ছায়া

জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।

মায়াবী ছায়া › বিস্তারিত পোস্টঃ

।। হাওয়ার পালকিতে নিস্তব্দ কথামালা।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

দু'চোখ আকাশের দিকে তাকাতেই দেখি

মেঘে মেঘে গুঞ্জন

সূর্য রশ্মিতে রশ্মিতে অনুরাগ

বাতাসে বাতাসে বিরবির

সবুজে সবুজে উকিজুকি !!

আমি নাকি বদলে গেছি

ভাল নেই

নেই আগের মত.......

কে রে বললো তোদের ?

আমার নীলাভ হৃদয়টাকে

জিজ্ঞেস করে দেখ

আছি আগের মত

বেশ ভাল

ঠিক আমার মত !!

শুধু সবুজ হৃদয়টা নীলাভ হয়ে গেল.....!!



♣♣♣♣♣♣♣♣♣♣♣♣



কি অদ্ভুত বিশ্বাস তুলে রাখি

নিরবে নিভৃতে যে ভেঙ্গে চলে

বিশ্বাস সে তো সোনায় মোড়ানো হীরে

কেন তারে তুলে দেই যারে তারে

আমি আজ বুঝে নেই

বুঝা হোক

বুঝে নিয়ে চলা হোক

যে পথে চলেছিলাম দূর বহু দূর

নেই মায়া জালের পিছু টান

কিছু সত্য নিষ্ঠা বিশ্বাস তুলে রাখি

তুলে রাখি তুলে রাখা হোক

দূর বহু দূরের লাগি

শুধু ছায়া পথের লাগি..........।।



♦♦♦♦♦♦♦♦♦♦♦♦



সুমধুর শব্দাবলী পরে রয় একাকী

তপ্ত ব্যথিত সুরে

আমাদের কাঁধে করে কেঁদে বেড়ায়

বেদনাবিহ্বল ঘুরে ফিরে

নীরবে নিঃশেষে করে শেষ ।



হে বেদনা

এবার মাথার উপর থেকে সর

মুক্তি দাও মুহুর্তের তরে !!



★★★★★★★★★★★★★★★



তারপর গোধূলি-আধাঁরে

মেতেছিল আলো

দেখেনি শুনেনি কেউ

শরতের নীরবতার ঢেউ

বিন্দুতে বিন্দুতে তৃষ্ণা মিটায়ে

শিশিরে জমেছে মায়া

আমি ছায়াহীন প্রান

তুলিয়া লয়েছি নির্জনতার পাল।।



♠♠♠♠♠♠♠♠♠♠♠♠



জানলার কাঁচে

ছোঁয়ে ছোঁয়ে পরা শিশিরের মতো

আমিও চুপটি করে হারিয়ে যেতে পারি!!

শেষ বিকেলের সোনালী রোদের মতো

আমিও ডুব দিতে পারি!!

যদি চাওয়া গুলি তোমায় ছোঁতে পারে

তাহলে অন্ধগগনের উজ্জল তারা দুটি

আমরাও হতে পারি !!

মন্তব্য ৭২ টি রেটিং +২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

রূপা কর বলেছেন: হে বেদনা
এবার মাথার উপর থেকে সর
মুক্তি দাও মুহুর্তের তরে !!

++++++্

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

মায়াবী ছায়া বলেছেন: প্লাসে আনন্দিত। অসংখ্য ধন্যবাদ লিখা পড়ায়।
ভাল থাকুন।।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০১

সায়েদা সোহেলী বলেছেন: হে বেদনা
এবার মাথার উপর থেকে সর
মুক্তি দাও মুহুর্তের তরে !

অনেক গুলো প্লাস মায়াবী

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

মায়াবী ছায়া বলেছেন: অনেক গুলি প্লাসে অনেক আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ।।ভাল থাকুন সোহেলী আপু।।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুমধুর শব্দাবলী পরে রয় একাকী
তপ্ত ব্যথিত সুরে
আমাদের কাঁধে করে কেঁদে বেড়ায়
বেদনাবিহ্বল ঘুরে ফিরে
নীরবে নিঃশেষে করে শেষ ।

সুন্দর ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

মায়াবী ছায়া বলেছেন: আপনার মনযোগী পাঠের জন্যে অশেষ কৃতজ্ঞতা। ভাল থাকুন সব সময় ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

অরুদ্ধ সকাল বলেছেন:

কি অদ্ভুত বিশ্বাস তুলে রাখি
নিরবে নিভৃতে যে ভেঙ্গে চলে
বিশ্বাস সে তো সোনায় মোড়ানো হীরে


প্রতিটি স্তবকেই দারুন সব কথার ব্যাবহার। শব্দ নিয়ে খেলা। ভালো লাগলো কবিতা। সুন্দর ভাবনায়+

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

মায়াবী ছায়া বলেছেন: পাঠের জন্য এবং আপনার অনুপ্রেরনাদায়ী মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ।।ভাল থাকুন।।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুধু সবুজ হৃদয়টা নীলাভ হয়ে গেল.....!!
এই লাইনের ওজন অনেক !
ভালো লেগেছে !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

মায়াবী ছায়া বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো। অনেক ধন্যবাদ। শুভ কামনা ।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

জালিস মাহমুদ বলেছেন: হুম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

মায়াবী ছায়া বলেছেন: হুম ভাল থাকুন।। :)

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

বেলা শেষে বলেছেন: Good Poem, আমার দীরঘকালের ইচ্‌ছে ছিল একবার করে হলেও আমি প্রতিটি "Blog" দেখবো এবং পড়বো । আমার আশা সফল হবার পথে, আপনার পোষ্‌ট পড়তে পেরে আমি ধন্য. Salam & Respect to you...
অনেক অনেক ভালো থাকবেন।
...good writing , good post,
Thenk you very much

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

মায়াবী ছায়া বলেছেন: আপনাকেও সালাম ।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনার সুন্দর মন্তব্যের জন্য । ভাল থাকুন,সাথেই থাকুন ।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন সব কয়টাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

মায়াবী ছায়া বলেছেন: আপনার মনযোগী পাঠের জন্যে অশেষ কৃতজ্ঞতা কবি। অনেক ভাল থাকবেন ।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: সুন্দর !

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

মায়াবী ছায়া বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

অদিব বলেছেন: হে বেদনা
এবার মাথার উপর থেকে সর
মুক্তি দাও মুহুর্তের তরে !!


মানব জাতির বহু প্রাচীন এক চাওয়া! ভালো লেগেছে আপনার কবিতা!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

মায়াবী ছায়া বলেছেন: সর্বকালের এই চাওয়াটা আমাদের তাড়িয়ে বেড়ায়।
বেদনা সরে যাবে আশায় অপেক্ষায়,,,,,,,
সুন্দর কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

বিশ্বাস নিয়ে কথাটা ছুঁয়ে গেল...

তাইতো...

শুভেচ্ছা রইল, মায়াবী ছায়া ।।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

মায়াবী ছায়া বলেছেন: হুম এ বিশ্বাসেই টিকে থাকে সম্পর্ক গুলি। আমরা আর কিছু না পারি এই বিশ্বাসের মাধ্যমেই সুখের ভিত্তি তৈরী করতে পারি।কিন্তু এটা সমাজে বড় অভাব,,,,,,,,,,,,
অনেক অনেক কৃতজ্ঞতা আপ্নার উপস্থিতি পাঠ ও মন্তব্যে।খুব সুন্দর থাকুন ।শুভেচ্ছা আপ্নাকেও

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

মায়াবী ছায়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার জন্য । ভালো থাকুন।সাথেই থাকুন ।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩২

হার্ড হিটার বলেছেন: sobai bolse valo kopita liksen

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ :D

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

অদৃশ্য বলেছেন:






প্রথমত, সাধু চলিতের মিশ্রন না ঘটালেই দেখতে শুনতে ও পাঠ করতে তা বেশি ভালো লাগে... আপনি সাধু ভাষাটা বাদ ডি্যে দএখুন ওটা আরও সুন্দর দেখাবে আমার বিশ্বাস...

প্রথম লিখাটি অসম্ভব সুন্দর... আর তার পরেরগুলোও
খুব ভালো লেগেছে...


কবিতায় থাকুন...
শুভকামনা...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

মায়াবী ছায়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নিয়মিত আপনার মনযোগী পাঠের মাধ্যমে সুন্দর করে ভুল গুলি ধরিয়ে দিচ্ছেন অশেষ কৃতজ্ঞতা। হুম সাধু চলিত মিশ্রনে লিখা হয়ে গেছে খেয়াল করা হয় নি। পরবর্তিতে নজর রাখব,,,,
ভাল থাকুন খুব।।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা
ভাললাগা +

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

মায়াবী ছায়া বলেছেন: প্লাসে আনন্দিত। অসংখ্য ধন্যবাদ পরিবেশ বন্ধু।। ভাল থাকুন।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

একলা ফড়িং বলেছেন: নিস্তব্ধ কথামালা ভাল লাগলো, ছবিটাও সুন্দর :)


শেষের কবিতাটায় কয়েকটা টাইপো আছে, ঠিক করে নেবেন :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

মায়াবী ছায়া বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা মন্তব্যে । খুব ভাল থাকুন ।
হুম টাইপো ঠিক করেছি।দেখুন তো ঠিক হল কিনা?

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর লাগলো..

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

মায়াবী ছায়া বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০

বেলা শেষে বলেছেন: ।। হাওয়ার পালকিতে নিস্তব্দ কথামালা।।
...not only this one ....how you had written a lot of Poems?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

মায়াবী ছায়া বলেছেন: :D
কিছু গুচ্ছ লিখা।
ধন্যবাদ।।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সব কটাই ভালো লাগলো, তবে নিচের অংশটুকু মনে দাগ কেটে গেলোঃ


জানলার কাচে
ছুঁয়ে ছুঁয়ে পড়া শিশিরের মতো
আমিও চুপটি করে হারিয়ে যেতে পারি!!
শেষ বিকেলের সোনালি রোদের মতো
আমিও ডুব দিতে পারি!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

মায়াবী ছায়া বলেছেন: স্বাগতম আমার ব্লগে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে । শুভকামনা।।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

পাঠক১৯৭১ বলেছেন: পড়তে ভালোই লাগলো!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১১

মায়াবী ছায়া বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৯

বেঈমান আমি. বলেছেন: ব্লগে কমেন্ট রিপ্লাই না দেওয়া বেয়াদবির সমতুল্য ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

মায়াবী ছায়া বলেছেন: X(

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০০

এম এ কাশেম বলেছেন: চমৎকার কবিতা
ভাল লেগেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২

মায়াবী ছায়া বলেছেন: কমেন্টে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: বাতাসে বাতাসে বিরবির
সবুজে সবুজে উকিজুকি !

মানে কী?

সবুজ হৃদয় নীল হয়ে গেল ?

:) ভালো হয়েছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৪

মায়াবী ছায়া বলেছেন: কিছু কাল্পনিক ভাবনা।।
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।।

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

আমি ময়ূরাক্ষী বলেছেন: মুগ্ধতা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

মায়াবী ছায়া বলেছেন: স্বাগতম আমার ব্লগে আপু। অনেক অনেক কৃতজ্ঞতা মন্তব্যে । ভাল থাকুন খুব।।

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমিও চুপটি করে হারিয়ে যেতে পারি!!...........................++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

মায়াবী ছায়া বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা । খুব ভাল থাকুন ।

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

অদ্বিতীয়া আমি বলেছেন: জানলার কাঁচে
ছোঁয়ে ছোঁয়ে পরা শিশিরের মতো
আমিও চুপটি করে হারিয়ে যেতে পারি

হে বেদনা
এবার মাথার উপর থেকে সর
মুক্তি দাও মুহুর্তের তরে !!


ভাল লেগেছে আপু সবগুলোই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

মায়াবী ছায়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপু।। ভাল থাকুন,সাথেই থাকুন ।

২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

আফ্রি আয়েশা বলেছেন:
তুমি তো খুব ভালো লিখো :)
সব গুলি-ই দারুণ লেগেছে !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

মায়াবী ছায়া বলেছেন: তাই? !:#P
অনেক ধন্যবাদ আপু।
ভাল থাকুন সব সময়।।

২৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

মহামহোপাধ্যায় বলেছেন: ভাল লাগল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।
ভাল থাকুন।। :)

৩০| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:৫১

ডট কম ০০৯ বলেছেন: হে বেদনা
এবার মাথার উপর থেকে সর
মুক্তি দাও মুহুর্তের তরে !!

দারুণ।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১:০৬

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।
ভাল থাকুন।।

৩১| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:১১

ডট কম ০০৯ বলেছেন: আমি আরমান ভাই কেমতে বুজলা ? #:-S

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৩১

মায়াবী ছায়া বলেছেন: :D

আপনার ব্লগের"নাম বিভ্রাট সমাধান জরুরী প্লিজ মডারেটর ভাই বোন লোগ একটু নজর দেন।" এই পোস্ট থেকে,,,,,,,,
!:#P

৩২| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৪

রাসেলহাসান বলেছেন: আমি নাকি বদলে গেছি
ভাল নেই
নেই আগের মত.......


অনেক সুন্দর।।

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৭

মায়াবী ছায়া বলেছেন: শুভ সকাল।। ধন্যবাদ, ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।। ভাল থাকুন।।

৩৩| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

রহস্যময়ী কন্যা বলেছেন: জানলার কাঁচে
ছোঁয়ে ছোঁয়ে পরা শিশিরের মতো
আমিও চুপটি করে হারিয়ে যেতে পারি!!


সো সুইট.................

সামুতে এখনো লুতুপুতু করার ইমুটা অ্যাড করলো না এখনো B-) /:)

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২০

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ আপু :-)
লুতুপুতু কিছু হয়েছি কি এখানে,,,,?

৩৪| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

আমিনুর রহমান বলেছেন:



পাঠে মুগ্ধতা +++

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৫

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল।।ভাল থাকুন।।

৩৫| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: +++++

অনেক সুন্দর আপু

কেমনা আছেন ??

১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

মায়াবী ছায়া বলেছেন: অজস্র ধন্যবাদ :-)
আল্লহামদুলিল্লাহ ভাল আছি,, তুমি কেমন আছো?
শুভকামনা।।

৩৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:২১

ইমিনা বলেছেন: সব কয়টা সুন্দর :)
আপু কি আমার উপর কোন কারনে এখনও রাগ করে আছেন ?
:( :(

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২১

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু,,,,,।।

কিন্তু আপু আমি তো কোন করনে রাগ করি নি,,, কেনো এমন মনে হল,,,, অকে সময় করে একদিন ফেবুতে কথা বলে নিব,,,ভাল থাকুন আপু,,,শুভকামনা।।
কোন রাগ নয়,,কোন অভিমান সব সময় হাসি খুশি বন্ধুত্ব,,,:-) :-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.