![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।
১/আমি সেই খড়কুটো,,,, যে কোন দিন বৃক্ষ লতা পাতা হয়ে জন্মায়নি এই মাটির বুকে,,,,,!!
২/ ছায়ার সীমানা ধরে লাইন টেনে টেনে দেখি একটা আস্ত বৃক্ষ দাঁড়িয়ে আছে,,,,পাতাহীন,,,, শাখাহীন,,,, কাষ্ঠলহীন,,,, বহু খুজে খুজে একমুঠো অক্সিজেনও দেখা মিলে না ,,,,!!
৩/চোখ বুজে শুনে যাই পৃথিবীর ক্রন্দন
আজ হৃদয়ে নেই কোন কথা
চোখে নেই কোন জল
অনুভবে নেই কোন মর্মব্যাথা
শুধু বিবেকহীন সময়ের কাটা ঘুরিয়ে দিয়ে
নির্বাক হারিয়ে যাওয়া !!
৪/ নিরর্থক ভাবনারা
চেনা অচেনা গলিতে ঢুকে
পেঁচিয়ে যায় মাথার ভিতর
এখানে জঞ্জাল আগাছা
নেই ছায়ার অতল
মৃত নিঃশ্বাস ডুব দিক
অতলের ভিতর....!!
৫/ হে সময়ের ভেঁপু
কিসের দাপে এসে দাঁড়াও
এই বিভৎস পৃথিবীতে
আমি এখন ছুটছি খুঁজছি
মেঘহীন আকাশ
আকাশহীন পৃথিবী
মন্ডুহীন পৃথিবী মানব !!
৬/ কখনও বাস্তবতা হেরে যায় স্বপ্নের কাছে
কখনও বা স্বপ্ন বাস্তবতার কাছে
স্বপ্নের জয় বাস্তবতা থেকে ঢের গুন বেশি
আমি বাস্তব, স্বপ্নের জয় হবে কি !!?
৭/ আকাশে বিদুৎ চমকানোর মত
ঝড়ের তান্ডবের মত
সাগরের বিশাল ঢেউ এর গর্জনের মত
মানুষ পারে না ভিতর বাহির এক করে দিতে
সে থাকে মধ্য রাতের মত
বড় শান্ত নিশ্চুপ হয় তো পাষন্ড।।
৮/ সব কিছু হতে হয় না
কিছু অপূর্নতার মাঝেও
সুখের ছোঁয়া থাকে
সে সুখ খুব কদরে
মনের মাঝে পাখির বাসার মত
গড়ে নিতে হয়।।
৯/ উচু পাহাড়ারের দুঃখটা
শেষ বিকেলে
আমার জানলায় এসে
ঠেকে যায়।।
১০/ আকাঁ স্বপ্ন
রং তুলির ছোঁয়ায়
দূরে সরে যায়
ফ্রেমে বাঁধিয়ে
ঘরে তোলা আজ
অসাধ্য হয়ে যায়।।
১১/ মাঝে মাঝে ভাবনারা বিদেহি আত্নার মত
ঘুরে ফিরে আদৃশ্য চারদেয়ালে
ধ্বনি প্রতিধ্বনিতে উচ্চারিত হয়
ভয়ংকর জীবনের গল্পনামা!!
১২/ বাস্তব সে তো কঠিনে মোড়ানো সরল পথ
অন্ধকারে ঢাকা কোন আলোর ছায়া ।।
আমি পারি না সরলে চলতে
পারি না আলোতে নামতে ।।
আমি নিজেই একটা অবাস্তব !!
১৩/ এত কিছুর পরও
আমরা ভাল থাকতে চাই
ভাল থাকার অভিনয়ে আমরা
মাঝে মাঝে হেরে যাই।।
১৪/ ধুলো পড়ে
জীবন ছবির ফ্রেমে
বোকা মাকড়সা
তাতে জাল বুননের
হাস্যকর রসিকতায় মেতে চলে,,,,!!
১৫/ এই প্রকৃতি থাকুক যে যার মত
তোমার স্বাধীনতা হাসি উচ্ছলতা
থাকুক আপন মনের মত
আমি আছি পৃথিবীর ওপারে
হয় তো কোন ভিনদেশি তারা হয়ে,,,!!
১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩১
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ নিরন্তর।। ভাল থাকুন।।
২| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১
পথিক মানিক বলেছেন: বাহ !!! দারুন তো ভাল লাগা রেখে গেলাম ....
১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৩
মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগা রেখে যাওয়ায় নিরন্তর ধন্যবাদ।। ভাল থাকুন।।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬
লাবনী আক্তার বলেছেন: কখনও বাস্তবতা হেরে যায় স্বপ্নের কাছে
কখনও বা স্বপ্ন বাস্তবতার কাছে
স্বপ্নের জয় বাস্তবতা থেকে ঢের গুন বেশি
আমি বাস্তব, স্বপ্নের জয় হবে কি !!?
৭/ আকাশে বিদুৎ চমকানোর মত
ঝড়ের তান্ডবের মত
সাগরের বিশাল ঢেউ এর গর্জনের মত
মানুষ পারে না ভিতর বাহির এক করে দিতে
সে থাকে মধ্য রাতের মত
বড় শান্ত নিশ্চুপ হয় তো পাষন্ড।।
এক কথায় চমৎকার!!
সবগুলোই ভাল লাগছে।
১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪১
মায়াবী ছায়া বলেছেন: নিরন্তর ধন্যবাদ আপু।পোস্ট দেওয়ার সময় ভয় ছিল হয় তো কেউ পড়বে না।এখন অনেকেরই ভাল লেগেছে দেখে খুব খুশি লাগছে,,,,এটা আমার জন্য অনেক আনন্দ ও উৎসাহের।। ভাল থাকুন আপু।।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪
মামুন রশিদ বলেছেন: ভালো লাগছে ।
১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৬
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই ভাল লাগায়।। আপনার উপস্থিতি পাঠ ও কমেন্ট অনেক আনন্দের।। ভাল থকুন।।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩১
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪
মায়াবী ছায়া বলেছেন: ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল :-) ......অসংখ্য ধন্যবাদ,,,,শুভকামনা।।।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রতিটি অনু লিখনই চমৎকার হয়েছে।
শুভকামনা।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৭
মায়াবী ছায়া বলেছেন: তাই,,,,,জেনে ভাল লাগলো।। অজস্র ধন্যবাদ রইল।।ভাল থাকা হোক সব সময়।।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৮
মায়াবী ছায়া বলেছেন: নিরন্তর ধন্যবাদ,,,, শুভকামনা।।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪২
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ পাঠের জন্য।। ভাল থাকুন।।
১০| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮
সাইলেন্স বলেছেন: চমৎকার সব কবিতা, ইস আপনার পোস্টগুলো কিভাবে যেন আমার নজর এড়িয়ে গিয়েছিল।
০৬ ই মে, ২০১৪ সকাল ৭:৪৩
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ সময় করে পাঠের জন্য,,,,,।।
১১| ০৬ ই মে, ২০১৪ সকাল ৭:৪৭
মেঘপিয়ন বলেছেন: মায়াবী র মিনি মিনি পোস্ট বিগ বিগ ভালো ই লাগলো
+
০৬ ই মে, ২০১৪ সকাল ৮:১৩
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ মেঘপিয়ন জেনে ভাল লাগলো।। শুভকামনা।।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
অজানিতা বলেছেন: "কখনও বাস্তবতা হেরে যায় স্বপ্নের কাছে
কখনও বা স্বপ্ন বাস্তবতার কাছে
স্বপ্নের জয় বাস্তবতা থেকে ঢের গুন বেশি
আমি বাস্তব, স্বপ্নের জয় হবে কি !!?" ...... ভালো লাগা রেখে গেলাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০২
অদৃশ্য বলেছেন:
লিখাগুলো চমৎকার... ভালো লেগেছে খুব
শুভকামনা...