নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠেই আনন্দ খুঁজে পাই ।

মায়াবী ছায়া

জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।

মায়াবী ছায়া › বিস্তারিত পোস্টঃ

।।আনমনে কথা হোক।।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৩৯

১// দেখ এই মাছরাঙা চোখের জল শুকিয়ে গেছে, বলতে পার বাঁধ দিয়ে বেঁধে রেখেছি,,,,খুব প্রয়োজন ছিল যে, আমি ত আর মাছ নই যে জল আমার এত ভাল লাগবে,,,,বরঞ্চ জলে ডুবে ডুবে আমি শ্যাওলা হচ্ছিলাম আঁইশ বেঁধে বেঁধে আমি পিচ্ছিল মাছ হচ্ছিলাম ভুলে যাচ্ছিলাম আমি মানুষ ছিলাম,,,,আমার নিশ্বাসে কেন জল ঢুকে যায়,,,,?এই অনাকাক্ষিত খোলস কেটে কেটে আমি ক্লান্ত,,,,চোখ মেলে কিচ্ছু দেখি না আর,,,,পৃথিবীর কোন কোণে নীল রাঙা খোলা আকাশ ঠায় দাঁড়িয়ে থাকে,,,, আদরে মাখা সবুজ মাঠ বিছিয়ে রাখে মমতার জাল,,,,,, মাতাল হাওয়া ঘাস ফুলে উড়াউড়ি সাত রাঙা প্রজাপতি যত্নে রাখে ভালবাসা,,,,চোখ মেলে আমার সে সব কিচ্ছুটি দেখা হয়ে উঠে না,,,,,,!!





২// বোবা মনে দিন দিন বেড়ে উঠা বৃক্ষটি ...ফুল ফলহীন জন্মানো অভিশাপ পুষে বেড়ে চলেছে শত বছর ধরে... নিশ্চুপ কষ্ট গুলি এদিক গিয়ে ঠেকলো যখন পায়ে নিচে শীতে বরফ আর গ্রীষ্মে ধুধু বালু কনা দেখে মনে পরলো এখানে বেঁচে থাকার দিন কেটে কেটে জ্বালানী হচ্ছে... আমি দৃষ্টিহীন স্পর্শে বুঝে নেই চোখের কোন কোণে জল কোন কোণে জমেছে কালি... ভাষাটা শব্দহীনই থাকে তবু ফুসফাস বাতাস এসে কানে ঝাপটা মারে, বুকের ভিতর কাপন তুলে মনে করিয়ে দেয় শেষ কালে একটা রক্ত চক্ষু স্বপ্ন ছিল আমার,,,, যাকে তোমার করিডরে সাজাতে গিয়ে দেখি তুমি বাজারের ফর্দ তুলে দিয়ে বললে টু লেট.... !!







৩// জীবন পথে কতটা আর চাওয়া যায় কতটা পথই বা চলা যায় এমনি করে...ঘুরে ফিরে দিন রাত কাটিয়ে আমি ঘুরছি এ নিয়মে...তোমাকে দেখা হয় না ভোর সন্ধ্যায় নিশিথে সূর্য রাঙ্গা শিশিরে...আমি তো একটা মায়াময় ছায়ার পাশে চুপটি করে ঘুমিয়ে থাকি কবে তুমি ডেকে তুলে নিয়ে বলবে.... পথ শেষ এসো নতুন পথে দুজনে হাত রেখে চলি...... !!





৪// পুড়ে পুড়ে সব ছাড় খাড় হয়ে যাক তবুও আমি,,, নিথর হয়ে পড়ে রইব,,,,, জানি কেউ নেই তুলে ধরার,,,,এই সব নয় কোন মায়া কান্না বা আদর পাওয়ার অজুহাত ,, তবুও আমি পড়ে রইব নরম মাটির গন্ধ শুকে মাটির বুকে,,, আচ্ছা দুঃখ টাকে কি পুষে রাখতেই হবে,,,এই যে আমি ঘরময় আন্ধকার নিয়ে বসে আছি,,,তবুও তো বেঁচেই আছি ,,, অন্ধকার টাকে ভাল না বাসলে কবেই যে মরে যেতাম,,,, এই যে বেঁচে আছি মাঝে মাঝে তো ভুলেই যাই,,,,,,আচ্ছা মানুষ বেঁচে থাকে কিভাবে,,,,, শুধু নিশ্বাস নিলেই, ,,, তাহলে তো আমি বেঁচেই আছি,,,, তবে কেন এমনটা মনে হয় মাঝে মাঝে,,,,, জানো,খুব ইচ্ছে করে অভিনয় টা শিখে ফেলি বা কোন জাদুময় মন্ত্র,,,,, কিভাবে যেন কাঁদতে কাঁদতে হেসে ফেলতে যায়,,, কিভাবে যেন চোখের পানি টা উধাও করে দিতে হয়,,,,, আমাকে জানতে হবে,,,,,

কি হবে হেসে বা কেঁদে,,,,এই নীরবতা মন্দ কি? ভাবছি মিথ্যে বলা শিখব,,,,ভাল আছি বলাটা কি খুব বেশি মিথ্যে হবে,,,,চারপাশ থেকে আওয়াজ আসে এটা পাপ ওটা পাপ,,,,, পাপ হলেও শিখতে হবে,,,, আমার নিশ্বাস পুন্যতাকে হারিয়ে ফেলেছে সেই সৃষ্টিকালে,,,,,,!!

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

মাঝে মাঝে একটু আধটু মিথ্যে বলতেই হয়। পাপ পুণ্যের দ্বৈরথেই পিষ্ট জীবন।

০৬ ই মে, ২০১৪ সকাল ৭:৪৯

মায়াবী ছায়া বলেছেন: ভাল আছি একথা ভাবা এক রকম মেডিটেশন এর মত কাজ করেকরে।। ধন্যবাদ পাঠে।। ভাল থাকুন সত্যিকার ভাল থাকার মত।।

২| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভালো লাগলো কথাগুলো।

০৬ ই মে, ২০১৪ সকাল ৭:৫১

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ সময় করে পাঠ ও মন্তব্য করার জন্য।। শুভ কামনা।।

৩| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:১১

অদৃশ্য বলেছেন:






যার অন্তর চোখ আছে তার আর চোখ না মেললেও চলে... অন্তর চোখ সবসময়ই খোলা... আর তাতে অন্যরাও অনেক নাজানা নাদেখা কিছু দেখে ফেলে...


লিখাগুলো চমৎকার লেগেছে আমার... যাকে বলে সত্যই মায়াবী লিখা...

শুভকামনা...

০৬ ই মে, ২০১৪ সকাল ৭:৫৭

মায়াবী ছায়া বলেছেন: আপ্নার প্রতিটা কমেন্ট খুব চমৎকার,,,,উৎসাহ মূলক,,, ধন্যবাদ নিরন্তর।।। ভাল থাকুন সত্যিকার ভাল থাকার মত।।

৪| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর! সহজ সহল ভাবে অভিব্যক্তি বহিঃপ্রকাশ! ভালো লাগল।

০৬ ই মে, ২০১৪ সকাল ৭:৫৯

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।। শুভকামনা নিরন্তর।।

৫| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:১৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

০৬ ই মে, ২০১৪ সকাল ৮:০২

মায়াবী ছায়া বলেছেন: সময় করে পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ।। শুভকামনা।।

৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:২৭

মামুন রশিদ বলেছেন: আনমনে কতকথা ভালো লেগেছে ।

০৬ ই মে, ২০১৪ সকাল ৮:০৪

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ নিরন্তর।। ভাল থাকা হোক সব সময়।।

৭| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার, মায়াবি সব লেখা।

০৬ ই মে, ২০১৪ সকাল ৮:০৮

মায়াবী ছায়া বলেছেন: মায়াবি লিখা হল কি,,,!! মনোযোগী পাঠ ও কমেন্টের জন্য নিরন্তর ধন্যবাদ আপ্নাকে।। সত্যিকার ভাল থাকার মতই ভাল থাকুন।।

৮| ০৬ ই মে, ২০১৪ সকাল ৮:২১

সেলিম আনোয়ার বলেছেন: প্রত্যেকটি সুন্দর হয়েছে। দারুণ লিখেছেন।জটিল কিছু বিষয়ের সহজ বহিপ্রকাশ ।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল।।

৯| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:০২

সপ্নাতুর আহসান বলেছেন: লেখাগুলো চমৎকার। বেদনাবোধটাকে আমি চরম ভয় পাই, সব সময়ই এড়িয়ে চলতে চেষ্টা করি। কারণ এটা জীবনের গতি শ্লথ করে দেয়।

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ রইল। :-)
বেদনাবোধ এড়িয়ে চলতে পারলে ভাল,,, হুম একদম ঠিক বলছেন,,এটা জীবনের গতিকে শ্লথ করে দেয়,,, আমার এড়িয়ে যাওয়া হয়ে উঠে না।।
ভাল থাকবেন,,,।।

১০| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

মায়াবী ছায়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ রইল। ভাল থাকুন।। :-)

১১| ১৭ ই মে, ২০১৪ সকাল ৯:২৬

শায়মা বলেছেন: কি হবে হেসে বা কেঁদে,,,,এই নীরবতা মন্দ কি?

ওয়াইজ ডিসিশন আর সুন্দর কাব্য!

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ আপু,,,,ভাল লাগলো আপ্নার মন্তব্যে,,,,শুভকামনা।। :-)

১২| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামহোয়্যারইন ব্লগের কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা নিয়ে একটা পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করবে। ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেয়া আছে।

ফেইসবুকে আমরা মনে হয় কানেকটেড না। সম্ভব হলে আমাকে প্লিজ এ্যাড করুন।

শুভেচ্ছা।

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

মায়াবী ছায়া বলেছেন: সরি, আমি অনেক দেরি করেই আপ্নার কমেন্ট দেখেছি। ফেবুতে রিকুয়েস্ট দেওয়া হয়েছে। ধন্যবাদ।ভাল থাকুন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.