![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।
১))ওধারে আধাঁর
আষাঢ়ের ঝড়ো হাওয়ায়
ছিটকে পরে আছে
কদম কলি
কাঁদা মাটি রাস্তায় !!
এধারে রঙ্গিন ঝাড়বাতি
টিম টিমে আলোয়
পরে রয়
শূন্য ফুলদানি !!
২))এই রাতের মতই নিস্তব্দ নিথর নিঃশ্বাস
কবে যে ঘুমিয়ে গেছে...
ঘুটঘুটে আধাঁরের বুকে যে অচেনা একলা পাখি
রোজ রাতে কাঁদে-
তাকেও তো খুঁজে খুঁজে পায় নি অবশেষে কোন জোনাক আলো
এই নিস্তব্দতা যে যার মত,
নিথর নিঃশ্বাস আরও দীর্ঘশ্বাস...
আমি এক মুঠো দীর্ঘশ্বাসকে মুক্তি দিয়েছিলাম
ডানার ভর করে উঠে যেতে,
এক মুঠো দীর্ঘশ্বাস মুক্ত আমি সেই একলা পাখি,,,,,!!
৩))যত টুকু বুনন,,,ঠিক ততটুকুই
যত টুকু ভুল,,,ঠিক ততটুকুই
এ বিশ্বময় আধাঁরে হাতরে পাবে ঠিক যত টুকু রেখেছিলে,,,,
নিজের অচেনা স্থির ছায়ায়
পাবে না যখন কোন মায়া,
রৌদ্রদগ্ধ প্রান্তরে ছিল শুধুই ধুধু মরুভূমি
দৃশ্যমান হবে হয়ত,,,,
হাতের মুঠোতে কোন আঙ্গুলি
হয় তো থাকে নিশ্চুপ ঘুমিয়ে,,,
তপ্ত বালুকণার মরিচিকায়
গলে গলে ক্ষয়ে যাচ্ছে
লিখা হয় নি কোন কাগজের পাতায় সেই সব,,,,
হয়ত,,,আমাদের সবই অদেখা অজানা রয়ে যাবে এই বিশ্বময় আধাঁরে,,,, !!
৪))সারা রাত টুপটাপ জল গড়ে পাতাদের চোখ বেয়ে... অন্ধ আকাশ নিঃসঙ্গ বেদনায় নৈশব্দের মন্ত্র জপে চলে... আকস্মিক জোনাকিরা ভুল করে আলোক ছটায় পুনঃ পুনঃ জন্ম তুলে দেয় আধাঁরের গ্রীবায় !!
৫))আধাঁরের গন্ধ মাখা ছোপ ছোপ জলরেখা পথে
নিস্তব্দ নিঃশ্বাসেরা পার্থিব হাওয়ার ফ্রেমে করে এ নগরী ঘুরে বেড়ায়,
ঘুংগুরের আওয়াজ বরফ খন্ডে ঢুকে
স্থির জাদুঘরে রাত্রিকালীন উৎসবে মেতে থাকে,
রজনীর নয়নে ফোটায় ফোটায় আশ্চর্য রুক্ষনীল
ধ্বনিত হৃদপিন্ডে ঝিঁঝির আর্তনাথ,
শাই শাই শব্দে সে আজ আসছে
পৃথিবী সে ছায়ায় ঢেকে যাবে আসছে....
একটু একটু করে শাই শাই ঝিরিঝিরি হাওয়ার মাতালে.......!!
৬))ছায়ার মত এক কাল নৈঃশব্দ এসে
ঢেকে ফেলে আমায়
আমি অন্ধকার থেকে আগত
এক অন্ধ পথিক
মিশ্র হাওয়ার পাল আমাকে জানিয়ে গেল তাদের দুঃখ
মৃত্তিকার গভীরে ক্ষুড়ছে যে সরযন্ত্র
তা জানিয়ে গেল পিপীলিকার দল
তবুও আমি জাগি না জাগা হল না
নৈঃশব্দের সর্বনাশ থেকে,,, !!
৭))এই আধাঁরেই শুধু তোমার হাতটি খুঁজি ,,,দুটি হাত এক হলেই আলো ফোটবে এখনই,,,,,,!!
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ রইল।।
২| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১
মামুন রশিদ বলেছেন: চমৎকার লিখেছেন । ভালো লেগেছে ।
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯
মায়াবী ছায়া বলেছেন: নিরন্তর ধন্যবাদ রইল,,, ভাল থাকুন।।
৩| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতাগুলো।
১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০২
মায়াবী ছায়া বলেছেন: নিরন্তর ধন্যবাদ রইল পাঠ ও মন্তব্যে।। শুভকামনা।।
৪| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
বৃতি বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখছি মায়াবী ছায়া। ভালো আছেন নিশ্চয়ই? অনেক ভালো লাগা থাকল কবিতাগুলোতে
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৯
মায়াবী ছায়া বলেছেন: আল্লহামদুলিল্লাহ,, ভাল আছি। আশা করি আপ্নিও ভাল আছেন আপু।। নিজেকে ভাগ্যবতী মনে করছি অনিয়মিত এই মায়াবী ছায়াকে মনে রেখেছেন।। ফেবুতে নিয়মিত কিন্তু ব্লগে নিয়মিত হয়ে ঊঠা হচ্ছে না। নিরন্তর ধন্যবাদ রইল।। শুভকামনা।।
৫| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২০
ইমিনা বলেছেন: অনেক দিন পর দেখতে পেয়ে ভালো লাগছে
সবগুলো কবিতাই সুন্দর
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১২
মায়াবী ছায়া বলেছেন: হুম আপু অনেক দিন পর।। আশা করছি ভালই ছিলেন।। আপ্নাকেও আমার ব্লগে দেখতে পেয়ে সত্যিই অনেক ভাল লাগছে।। ধন্যবাদ, নিরন্তর ভালবাসা রইল।।
৬| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮
লাবনী আক্তার বলেছেন: চমৎকার সব কথার বুনন।
প্রতিটা কবিতাই অসাধারন হয়েছে। মুগ্ধপাঠ। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। কবিতা পড়ে খুব ভালো লাগল।
শুভেচ্ছা জানবেন।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৮
মায়াবী ছায়া বলেছেন: নিরন্তর ধন্যবাদ ও ভালবাসা রইল আপু এত সুন্দর মন্তব্যের জন্য।। শুভকামনা।।
৭| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩
মায়াবী ছায়া বলেছেন: নিরন্তর ধন্যবাদ জানবেন। আপ্নার এই নিয়মিত পাঠ ও মন্তব্য আমার জন্য অনেক ভালোলাগার।। শুভকামনা রইল।।
৮| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০১
অতনু অর্ঘ বলেছেন: অনেক ভালো হয়েছে... ভালো থাকুন এবং আরও লিখতে থাকুন...
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ রইল।। আপ্নার মন্তব্য পেয়ে খুশি হলাম।। লিখার চেস্টা থাকবে।। শুভকামনা।।
৯| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০২
সুমন কর বলেছেন: সবগুলো সুন্দর!
ভাল লাগল।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ রইল,, সব গুলি লিখা ধৈর্য্য ধরে পড়ার জন্য।। ভাল থাকুন।। শুভকামনা।।
১০| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: আধারকাব্য ভাল লেগেছে। তবে বাংলা একটা গান আছে জীবনও আধারে......
সুন্দর ।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮
মায়াবী ছায়া বলেছেন: আধাঁর বড্ড ভাল লাগে,,,আধাঁরের বুকে টিপটিপ জোনাক আলো,,,,চন্দ্র,,,নক্ষত্র,,,, সব যেন এই আধাঁরের গুনেই সুন্দর,,,, :-)
অনেক ধন্যবাদ রইল পাঠ ও মন্তব্যে,,,,,ভাল থাকুন।।
১১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:০২
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর !
সারা রাত টুপটাপ জল গড়ে পাতাদের চোখ বেয়ে... অন্ধ আকাশ নিঃসঙ্গ বেদনায় নৈশব্দের মন্ত্র জপে চলে... আকস্মিক জোনাকিরা ভুল করে আলোক ছটায় পুনঃ পুনঃ জন্ম তুলে দেয় আধাঁরের গ্রীবায় !!
অনেক ভালো লেগেছে ,বিশেষত কয়েকদিনের ওয়েদারের সাথে মিলে গিয়েছে ...
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০১
মায়াবী ছায়া বলেছেন: নিরন্তর ধন্যবাদ রইল আপু। :-)
হুম,, এদেশের প্রতিটা ওয়েদারই সুন্দর,,, কিছু লিখিয়েই ছাড়ে,,,, :-)
শুভকামনা রইল।।
১২| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৪
ডট কম ০০৯ বলেছেন: দারুন আবেগ নিয়ে লেখা কথামালা!! ভাল হইছে।
অনেকদিন পর আপনার ব্লগে এলাম। ভাল আছেন তো?
শুভ কামন সকল সময়ের জন্য।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩
মায়াবী ছায়া বলেছেন: আল্লহামদুলিল্লাহ,,,, ভাল আছি। আপ্নি কেমন আছেন?
অনেকদিন পর আপ্নাকে দেখে ভাল লাগল।
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ নিরন্তর। শুভকামনা।।
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ রইল। ভাল থাকুন।।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২
বাংলার পাই বলেছেন: দারুণ!