![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।
সব মিলিয়ে অল্প সল্প সে গল্প
টাপুরটুপুর বেহিসাবী ঝরনার জল
ভেবেছিলেম কাগজের নৌক বানিয়ে
ভাসিয়ে দিব
কাগজ আর কোথায় পাই বল? -
সব তো জ্বলে পুড়ে ছাড়খার ছাই,,,, !!
এ আমার উদ্যান শস্যকণার উৎসব
এখানে অস্তিত্বের বীজ বুনে
মৃত্তিকা ক্ষুড়ে ক্ষুড়ে একটা নাম না জানা
নেইমপ্লেড খুঁজে চলি,,,,,!!
এ আমার স্বর্গ
অনুভূতি সপে দিয়ে ভিখারীর শুন্য ঝুলি
মাথার নীচে গুজে দিবা স্বপ্নে ডুবি,, ,!!
এ আমার ঝরা পাতা
শুন্য ঝুলিতে কুড়ে নিয়ে শুনাই ঘুমপাড়ানি গুনগুন গান,,,
বহুপথ ঘুরে ঘুরে খুজে পাওয়া এ আমার পরম পাওয়া গাছের পাতা-
ভেবেছিলেম বলে দিব
এ আমার ঝরে যাওয়া সোনালী বেলার
একটি গাছের একটি পাতা,,,,!!
২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
মায়াবী ছায়া বলেছেন: পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ রইল কবি।
শুভকামনা।।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
মায়াবী ছায়া বলেছেন: নিরন্তর ধন্যবাদ ও শুভকামনা রইল।।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।
২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
মায়াবী ছায়া বলেছেন: ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো। ভাল থাকুন।।
৪| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
একনীল বনসাই বলেছেন: এ আমার ঝরা পাতা
শুন্য ঝুলিতে কুড়ে নিয়ে শুনাই ঘুমপাড়ানি গুনগুন গান,,,
বহুপথ ঘুরে ঘুরে খুজে পাওয়া এ আমার পরম পাওয়া গাছের পাতা-
২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ রইল।।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: এ আমার স্বর্গ
অনুভূতি সপে দিয়ে ভিখারীর শুন্য ঝুলি
মাথার নীচে গুজে দিবা স্বপ্নে ডুবি,, ,!!
অসাধারণ।
ভালো লাগা জানবেন।
২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ জানবেন। শুভকামনা।।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ, দারুন।
পাতা কাব্য বেশ লাগলো।