![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বালাবো আলো এই আঁধারও রাতে যদি তা দেখিতে পাও....মায়াবী ছায়া হয়ে থাকব এই বসুধায় ।
♣হে আশ্চর্য দীপ্তিময় রাত
জেনেছো ঘুমন্ত মানবের অন্তরাল ছুঁয়ে
হৃদয়ের পরিতাপে জ্বলছে যে আগুন
শিয়রে বসে কি অনুধাবন করবে?
এবার ঠিক এখানটায় কান পেতে শুনো
কোথায় সে অস্ফুট স্বর,,,কোথায়,,,?!
আরো গভীরে শুনো, কান পেতে শুনো
এখানে জন্ম এখানেই মৃত্যুর ডাক
ডাকছে কোন অজানা শোক পাখি -
শুধু মাঝ পথে এ কেমন দুঃস্বপ্নের ছায়া
ছুঁয়েছিল আমায়-
হে রাত,,,শোক রাত,,,চিরনিদ্রায় যাও-
বিদায় !!
♣ ভারি হয়ে গেছে সে উষ্ণ বাতাস,
মাঘের শেষ বিকেলে
আলো থেকে রোদ-রোদ থেকে তাপ
দূরে সরে যেতে যেতে শীতল হয়ে গেছে কে কবে,
সন্ধ্যের নিভু আলোটা ঘুমিয়ে গেছে কখন
সহোদর প্রান পাখি নিষ্পলক দৃষ্টিতে
নিঃসহ যন্ত্রনায় তখনো স্তব্দ !!
অবশেষে টুপটাপ যন্ত্রনার আর্তনাদ
মিশে গেলো সে বাতাসে !!
♣ নীলে নীল নীলাম্বর
হয়েছিল যে আকাশ
পূর্ব পশ্চিমে,
কুঞ্জলতার ফাঁকে কুহু সুরে
ডেকেছিল যে পাখি
এই হাওয়ার মাতালে,
আমি সব দৃষ্টি- সব শ্রবণ
সক্রিয় রেখেই বেঁচে ছিলাম
এই প্রকৃতির মাঝে,
প্রকৃতিতে ঝড় হয়
ভোর হয়-
আবার বসন্তও বয়
রাত হয়-
ঘুরে ফিরে হাওয়ার পাক
ফিরে আসে টলমল আখিঁ পল্লবে!
দু এক ফোঁটা স্বপ্ন
কি নিষ্ঠুর অগোচরে ঝরে পরে
মাঘের সর্বনাশে !
শুধু স্মৃতি ফিতেয় স্টাফ হয়ে থাকে
সেই সব নীলাম্বর সুর খানা
যা আজ আর বেঁচে নেই !!
♣ নিঃশব্দ রাতের আকাশের বুকে
হয়তো কোন কাল মেঘ ঘুমিয়ে গেছে
এখানে তুমি নেই,নেই নিমজ্জিত সেই চোখের ভাষা,
সময়ে সাথে কথোপকথন লুপ্ত প্রহরী হয়ে থাকে কোন রাজপথে,
এখানে আমি নেই
আছে শুধু ধুলোবালি দগ্ধ ছাই-
ওইপারে তুমি পাহাড়ে হয়ে
মিশে গেছো কাল মেঘের বুকে,
ভাষারা তাই গর্জে উঠে
বুকে লুকানো নিভু নিভু অগ্নি স্পর্শ করে,,,!!
♣ হয় তো,
সময়ের পালায়
সময়টা বিকৃতি হয়-
তবুও,
সময়ের পথ ধরে
সময়টাই এগিয়ে যায়,,,!!
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক সুন্দর ।
শুভেচ্ছা কবি
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫
তুষার কাব্য বলেছেন: দারুন !
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১১
হাসান মাহবুব বলেছেন: ++
৬| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ রইল।।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।।
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগা++++++
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ সুন্দর!
১১| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৪
খায়রুল আহসান বলেছেন: মাঘের শেষ বিকেলে
আলো থেকে রোদ-রোদ থেকে তাপ
দূরে সরে যেতে যেতে শীতল হয়ে গেছে কে কবে, - চমৎকার বলেছেন।
১২| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন।
নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !