![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো কথা হয়ত ভালো। কিন্তু তা সব সময় শুনতে ভালো লাগে না। মাঝে মাঝে ভালো কথা শুনলেও মেজাজ চরম খারাপ হয়। ধরন, আপনার মেয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কয়েকদিন পরেই গাইবান্ধা জেলায় এসি ল্যান্ড পদে যোগদান করবে। এমন সময় কেউ যদি আপনার সামনে ওয়াজ শুরু করে, " মহিলাদের চাকরি করা ঠিক না, মহিলারা চাকরি করলে ঘর দেখা শোনা করবে কে, সংসার চালাবে কে" ব্লা ব্লা ব্লা, তখন কিন্তু আপনার মেজাজ চরম খারাপ হবে। পৃথিবীর যত খারাপ শব্দ আছে তখন সেই ওয়াজ মারানি( ) সাহেবের নামের আগে পিছে যুক্ত করবেন। আবার ধরুন আপনি ডিভি লটারি পেয়ে গেলেন। আগামি মাসের ১৫ তারিখে ফ্লাইট। এমন সময় যদি কেউ আপনার কাছে এসে আমেরিকানরা দুনিয়ার কোন জায়গায় কি করসিলো তার বিবৃতি দেয়া শুরু করে তখন বিবৃতিবাজ(
) সাহেবের সাথেও আপনি আমেরিকানদের মত আচরন করবেন
এই জন্যই বোধ হয় কোন এক কালে কেউ বলেছিলেন,'ভালোবাসা ভালো নয়"। ভালবাসা এখনো ভালো নয়, তবে এর সাথে যুক্ত হবে "ভালো কথাও ভালো নয়"
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪
মায়াবী ঘাতক বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনা জানবেন ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫
মায়াবী ঘাতক বলেছেন: আপনাকেও
৩| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন: আমার এমনটি হয়েছে অনেকবার, ভালো কিছু শুরু করেছি শুরু হয়ে গেছে উপদেশ বাণী - এই দেশে ফ্রি তে অনেক কিছুই পাওয়া যায় তার মধ্যে অন্যতম - উপদেশ বাণী ।
আমার পোষ্টে লাইক দিয়েছেন - কমেন্ট আশা করছি, ভালো থাকুন ।
৩০ শে মে, ২০১৮ রাত ১০:২৭
মায়াবী ঘাতক বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩২
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: চিরচেনা বাঙালি স্বভাব।
১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০০
মায়াবী ঘাতক বলেছেন: ঠিক বলেছেন।
৫| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: যে সঠিক ইতিহাস জানে তাকে বেঠিক ইতিহাস পড়ানোটা মনে হয় বেশ বিশাল একখানা বোকামী।
২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৩
মায়াবী ঘাতক বলেছেন: ঠিক বলেছেন।
৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন।
আপনার প্রথম পোস্টটাতেও একটা মন্তব্য রেখে এসেছি।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
মায়াবী ঘাতক বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
বিপরীত বাক বলেছেন: typical bangal nature.