নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের বন্যপ্রণী সংরক্ষন করুন

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন

মাইন রানা

আসুন বন্যপ্রাণীদের রক্ষা করতে কিছু একটা করি। মানুষ হিসাবে আমাদের বাচার যতটুকু অধিকার আছে এই পৃথীবীতে আমাদের আগে আসার ধরুন সকল বন্যপ্রাণীর ও আরো বেশী অধিকার আছে। মানুষ হিসাবে আমরা শ্রেষ্ট তার প্রমান কি এই যে আমরা সব প্রানী মেরে সাফ করে দিব !!!!!! আমরা তাই করছি

মাইন রানা › বিস্তারিত পোস্টঃ

বিস্ময়কর সামুদ্রিক পাখি আলবাট্রস এর কথা

১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৫





মহান সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি হল এই পাখি যে তার লম্বা ও সরু ডানায় ভর করে বাতাসে একবারও ডানা না ঝাপটয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারে এবং ভ্রমণ করতে পারে হাজার মাইলেরও বেশী। বিজ্ঞানীরা উড়তে পারার এই আশ্চর্য ক্ষমতার নাম দিয়েছেন প্রকৃতির এক অলৌকিক প্রকৌশলী হিসাবে। আর সেই হল পৃথিবীর সবচেয়ে বড় পাখি (উড়তে সক্ষম) আলবাট্রস। এদের ওজন ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের ডানার প্রশস্ততা পৃথিবীর সব অন্য পাখির চেয়ে অনেক বড় হয়, দৈর্ঘ্য প্রায় ১১ ফুট মানে প্রায় দুইজন মানুষের সমান।



আরও কিছু অজানা তথ্যঃ



* আলবাট্রস তার প্রেমিকা/প্রেমিকা বাছায়ের ক্ষেত্রে অনেক বছর সময় নেয় এবং সঙ্গী মারা না গেলে তার সাথেই বাকি জীবন থাকে।

* এদের প্রজনন হার খুবই কম, এক প্রজনন ঋতুতে মাত্র একটি ডিম দেয় এবং সব প্রজনন ঋতুতে আবার ডিম দেয়না।

* বাচ্চাদের মুখে তুলে দেবার খাবার সংগ্রহের জন্য এরা হাজার হাজার কিলোমিটার পথ উড়ে বেড়ায়। এমনকি দশ হাজার (১০,০০০) কিলোমিটার পথ পাড়ি দিয়েও সন্তানের জন্য খাবার নিয়ে আসে।

* এদের বাচ্চারা উড়তে শেখার পর দীর্ঘদিন সাগরেই কাটয়ে দেয় এবং অনেক বছর এমনকি ৫ থেকে ৭ বছর আর ডাঙ্গায়ই আসে না।

* পৃথিবীতে বর্তমানে একুশ (২১) প্রজাতির আলবাট্রস পাখি পাওয়া যায়। উত্তর আটলান্টিক ছাড়া প্রায় সব সাগরেই এদের বিস্তার রয়েছে এবং সতের (১৭) প্রজাতিই পাওয়া যায় দক্ষিণ গোলার্ধে।







আলবাট্রসরা আজ মহাবিপদেঃ



২১ টি প্রজাতির মধ্যে ১৯ টি প্রজাতিই আজ বিলুপ্তির পথে (IUCN 2010)। সাগরে মাছ ধরতে যাওয়া নৌকাগুলি আলবাট্রস পাখি ব্যাপকভাবে নিধন করে চলছে। খাবারের টোপ ফেলে বড়শিতে আটকে তাদের শিকার করে চলছে। এই মানুষগুলি প্রতিবছর এক লক্ষেরও বেশী আলবাট্রস এবং আরও তিন লক্ষের বেশী অন্যান্য সামুদ্রিক পাখি হত্যা করে চলছে।



তথ্য ও ছবিঃ ইন্টারনেট

মাইন রানা

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১৪

নীল আশিক আকাশ বলেছেন: :|

১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১৬

মাইন রানা বলেছেন: :(

২| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১৬

গাজী সালাহউদ্দিন বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য ।

আমি স্রষ্টার আরেক বিষ্ময়কর সৃষ্টি ময়ূরকে পোষ্ট দিলাম । আপনার নিচেই আছে । দেখেছেন তো ?

২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫০

মাইন রানা বলেছেন: হা দেখেছিলাম

চমৎকার সব ছবি!!

৩| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২১

আসফি আজাদ বলেছেন: আমাদের কাজই হচ্ছে অকাজ করা, সৃষ্টি করতে পারি না কিছু তবে ধ্বংশ করতে ওস্তাদ X((

২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫১

মাইন রানা বলেছেন: হা ঠিক আমরা আজ সকল জীবের নিকৃষ্ট!!

৪| ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৯:১৯

ঈষাম বলেছেন: এরা না থাকলে একদিন আমরাও থাকবোনা! :|

২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫১

মাইন রানা বলেছেন: ঠিক কথা প্রকৃতি না থাকলে আমরাও থাকবনা

৫| ০৫ ই মে, ২০১২ রাত ৮:২৭

শায়মা বলেছেন: এত সুন্দর পাখি হত্যা বন্ধ হোক।

৬| ০৫ ই মে, ২০১২ রাত ৮:৩০

রাতুল_শাহ বলেছেন: পাখি হত্যা বন্ধ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.