![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন বন্যপ্রাণীদের রক্ষা করতে কিছু একটা করি। মানুষ হিসাবে আমাদের বাচার যতটুকু অধিকার আছে এই পৃথীবীতে আমাদের আগে আসার ধরুন সকল বন্যপ্রাণীর ও আরো বেশী অধিকার আছে। মানুষ হিসাবে আমরা শ্রেষ্ট তার প্রমান কি এই যে আমরা সব প্রানী মেরে সাফ করে দিব !!!!!! আমরা তাই করছি
প্রশ্নঃ সুন্দরবন আমাদের কি কাজে লাগে?
উঃ কোন কাজেই লাগে না। শুধু শুধু বিরাট একটা জমি ফালতু পড়ে আছে।
প্রশ্নঃ সুন্দরবনে কারা থাকে?
উঃ কিসব ফালতু বাঘ, হরিন, সাপ, পোকা মাকড় থাকে। বাঘে অনেক মানুষ মারে, আহত করে। বাঘ না থাকলে অনেক মানুষের জীবন রক্ষা হত।
প্রশ্নঃ কোনটি বেশী দরকার, সুন্দরবন বা বিদ্যুৎ?
উঃ অবশ্যই বিদ্যুৎ! সুন্দরবন কোন দরকারই নাই, বরং সুন্দরবন কেটে ফেললে অনেক জমি পাওয়া যাবে, সেই জমি অনেক কাজে লাগবে, দেশের উন্নয়ন হবে, দেশের দারিদ্র কমবে, দেশ ধনী হবে। শুধু টাকা, টাকা আর টাকা আসবে।
প্রশ্নঃ বিদ্যুৎ প্রকল্পের জন্য কি অন্য কোথাও জমি পাওয়া যায় না?
উঃ এই ছোট দেশে জমির খুব প্রয়োজন। অন্য কোথাও জমি পাওয়া গেলে অন্য কাজে ব্যবহার করা যাবে। তাছাড়া সুন্দরবন সাফ করতে পারলে জমি বাড়বে।
প্রশ্নঃ সুন্দরবন ধ্বংস হলে পরিবেশের ক্ষতি হবে না?
উঃ পরিবেশ আবার কি? পরিবেশ কি খায় না মাথায় দেয়? পরিবেশ কি টাকা দেয়? ফালতু প্রশ্ন
সুন্দরবন প্রশ্নে এইসব প্রশ্নের এইরকম উত্তর শুনে যারা আমাকে পাগল, ছাগল বা আবাল ভাবছেন তাঁদের অভিনন্দন!!
কিন্তু সরকারকে এসব ভাববেন না তাহলে দেশদ্রোহীর মামলা হয়ে যেতে পারে!!!
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১
মাইন রানা বলেছেন: হা লাল যদি না হয় তাহলে ১৬ কোটি মানুষের কাছে থেকে রক্ত নিয়ে লাল করা হবে।
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯
ঢাকাবাসী বলেছেন: ম্যালা টাকার লেনদেন হইসে নাকি, এখন হাজার চিল্লাইলেভি কুছু হবেনা। কারবার সাপা। পরিবেশ ঐটা আবার কি?
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
অতিক্ষুদ্র বলেছেন: এমনি থাকনের, চাষবাসের জায়গায় নাই, সুন্দরবন পুরা কাইট্যা ফালাইলে কত্তখান জায়গা বাহির হইবো, দ্যাশ লাল হইয়্যা যাইবো।