![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন বন্যপ্রাণীদের রক্ষা করতে কিছু একটা করি। মানুষ হিসাবে আমাদের বাচার যতটুকু অধিকার আছে এই পৃথীবীতে আমাদের আগে আসার ধরুন সকল বন্যপ্রাণীর ও আরো বেশী অধিকার আছে। মানুষ হিসাবে আমরা শ্রেষ্ট তার প্রমান কি এই যে আমরা সব প্রানী মেরে সাফ করে দিব !!!!!! আমরা তাই করছি
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ছেলেদের সামনেই অর্ধশতাদিক ছাত্রীর স্কুল ড্রেসের জামার ফুলহাতার অর্ধেকটা কেটে দিয়েছেন। এতে চরম অপমানিত হয়ে অনেক শিক্ষার্থী ক্লাসেই কান্নায় ভেঙে পড়েন। তাঁদের বাবা মা নিজেদের মেয়েদের ইজ্জত আব্রু বাঁচাতে আসহায় হয়ে আজ আন্দোলন করছে।
নিজেদের ইজ্জত ও সন্মান রক্ষার্থে কেউ কেউ ধর্মীয় কারণে মেয়েরা হিজাব ও ফুলহাতা জামা পড়ে কারণ হিজাবের সাথে হাফহাতা জামা হাস্যকর ও অর্থহীন। এইসব ছাত্রীদের বাবা মা ইভটিজিং থেকে নিজের মেয়েদের রক্ষা করতে তাঁদের হিজাব পড়তে উৎসাহ দেন মেয়েরাও নিজের ইচ্ছায়ই হিজাব পড়ে।
কিছু প্রশ্নঃ
মেয়েরা যদি ফুলহাতা পড়ে ক্লাসে আসতে না পারে তবে স্কুলে জোহরের নামাজ তারা কি করে পালন করবে? হাফহাতা জামা পড়ে কি মেয়েরা নামাজ পড়তে পারবে? নাকি কোন মেয়ে নামাজ পড়তে চাইলেও তাকে নামাজ পড়তে দেয়া হবে না।
কোন হিন্দু মেয়ে যদি ধর্মীয় কারণে হাতে শাঁখা ও কপালে সিধুর দিয়ে আসে সেও কি অপরাধ করেছে?
কোন বোদ্ধ বা খ্রিস্টান ছেলে মেয়ে যদি তাঁদের ধর্মীয় কোন পোশাক পড়ে আসে সেও কি অপরাধ করেছে?
তারা কোথায়?
প্রত্যেকেরই চিন্তা, বিবেক ও ধর্মের অধিকার রয়েছে বলে যে সব চুচিলরা কিছু হলেই হইহই রইরই করে উঠে তারা আজ কোথায়?
ধর্মীয় কারণে কেউ কিছু হলেই মাবাধিকার, ব্যাক্তি স্বাধীনতা, প্রগতিশীল ইত্যাদি বলে যে সব বুদ্ধি হারামীরা ঘেউ ঘেউ করে উঠে তারা এখন কি করে?
যদি উল্টো হতো
আজ যদি বরং উল্টো হত যেমন হিজাব বা ফুলহাতা না পড়ে আসায় মেয়েদের অপমান করা হত তখন এই সব চুচিলদের চুলকানি আর বুদ্ধি হারামীরা ঘেউ ঘেউ কি পরিমাণ বেড়ে যেত ভাবুন।
পশ্চিমা বিশ্বের এমনকি ইসরাইল, ভারতের আর্মিতে পর্যন্ত ধর্ম পালনে ও ধর্মীয় পোশাকে ছাড় আছে সেখানে সামান্য স্কুলের মেয়েদের এমন অপমান কি ভয়াবহ ভাবুন। এ কেমন স্বাধীনতা? এ কেমন ধর্মীয় অধিকার? এ কেমন মানবতা?
ছবিঃ ইন্টারনেট
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭
মাইন রানা বলেছেন: জোড় করে কাউকে সেকুলার বানানো যায় না। ধর্মীয় আধিকার একটি জোড়ালো অধিকার।
এইসব হারামী চুচিলদের কথা শুনলে থাবরাইতে ইচ্ছা করে।
২| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৪১
পানকৌড়ি বলেছেন: মানবাধিকার কর্মী মিজানুর রহমান সাহেব এখন কেন জানি চুপসে গেছেন ।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৯
মাইন রানা বলেছেন: বলদের মুখ দিয়ে হাম্বা ডাক বের হয় গর্জন নয়
দালাল দিয়ে দালালি হয় মানবাধিকার রক্ষা হয় না।
৩| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৯
হেডস্যার বলেছেন:
আগে দেখতে হবে ফুল হাতা জামা স্কুল ড্রেস কোডের বাইরে যায় কি না ?
যদি না যায় তাহলে স্কুল কর্তৃপক্ষের দোষ, আর গেলে এই বিষয় নিয়া যারা বেহুদা হাউকাউ করতেছে তাগোরে সিটিএন।
আমার স্কুলে যদি হাফপ্যান্ট পরা নিয়ম হয় তাহলে হাফপ্যান্ট পরেই আসতে হবে, ফুল্প্যান্ট বা আন্ডারওয়্যার চলবে না।
যারা ইজ্জত গেল, ইজ্জত গেল বইলা রব তুলতেছে তারা কি স্কুলের পোষাকের নিয়ম জান্তো না?
ফুল হাতা জামা পরতে দেয় এমন কোন স্কুলের তো অভাব নাই। সে ক্ষেত্রে উদয়নে না পড়াই বুদ্ধিমানের কাজ হইত।
কেউ কি জোর করে স্কুলে ভর্তি করাইছে?
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩
মাইন রানা বলেছেন: ধর্ম ব্যাপারটা সকল ড্রেস কোডের বাহিরে। ধর্মীয় স্বাধীনতার উপরে কোন নিয়ম নেই। আর্মিতে পর্যন্ত ধর্মীয় কারণে সৈনিকরা দাড়ি রাখতে পারে। ভারতের শিখ সৈনিকরা মাথায় পাগড়ি পড়তে পারে।
ক্যাডেট কলেজেও মেয়েরা হিজাব পড়তে পারে।
যদি ড্রেস কোড কাউওকে ধর্ম পালনে বাঁধা দেয় সেই ড্রেস কোড বদলানো দরকার।
৪| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
নবকবি বলেছেন: হেডস্যার মহোদয়ের মনন নামের মতোই মনে হচ্ছে।
মুরগী শাহরিয়ার, সুলতানা কামাল, মিজানুর রহমান সহ ভারতের দালাল আর পাশ্চাত্যের পশ্চাৎদেশ দেখে ঘেউ ঘেউ করা কোনো সুশীলকে এখন দেখতে পাবেন না।
শাহবাগে আরেকটা জমায়েত দেন। দেশের কোথাও একটা ওয়াজ মাহফিলের আয়োজন হোক তখন দেইখেন এইসব আওয়ামী চামাচাগুলার কি হাম্বা হাম্বা।
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
মাইন রানা বলেছেন: মিডিয়া নির্ভর এইসব চুচীলরা শুধু মিডিয়াতেই চুলকানি দেখাতে পারে। সাধারণ মানূষের সাথে এদের কোন সম্পর্ক্য নেই।
কোন আলেম ধর্মীয় কারণে কোন বক্তব্য দিলে, ধর্মের কোন নিয়মের যেমন পর্দার, হিজাবের কথা বললে তারা ঘেউ ঘেউ করে উঠে কিন্তু ড্রেস কোডের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছাত্রীর জামার ফুলহাতার কেটে দিয়েছেন তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই সব চুচীলরা আসলে মানবতার শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু।
৫| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
জহির উদদীন বলেছেন: আর যাই করেন কেউ হেডস্যারের লুংগি ধরে টানাটানি বা ফুটা কইরা দিয়েন না......উনাকে শাহবাগি চুশিল মনে হইতেছে.....
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০
মাইন রানা বলেছেন: সকলের মত প্রকাশের অধিকারকে আমি শ্রোদ্ধা করি। হেডস্যারের বক্তব্যের আমি ভিন্নমত প্রকাশ করলেও তাঁর মতামত দেবার অধিকার আছে।
৬| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধর্মীয় কারণে কেউ কিছু হলেই মাবাধিকার, ব্যাক্তি স্বাধীনতা, প্রগতিশীল ইত্যাদি বলে যে সব বুদ্ধি হারামীরা ঘেউ ঘেউ করে উঠে তারা এখন কি করে?
ইনারা কচ্ছপ গোত্রের কিনা!!!!
একন মাথা ভেত্রে ঢুকিয়ে আচেন!!! এখন উপ্রে দিয়া ট্রাক চালায় দেন মাগার মাথা বের করবে না!!!!!
এইরকম বিবেকহীন সকলের প্রতি থুহ!
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
মাইন রানা বলেছেন: একজন আলেম যদি বলেন যে আমাদের ইসলাম ধর্মের নিয়মে আছে মেয়েরা হিজাব, ফুলহাতা জামা পরবে তখন তারা হইহই রইরই করে উঠে। আলেমকে বেইজ্জত আর মধ্যযুগীয় বলে গালাগালি করে শেষ করে ফেলে।
এখন মেয়েদের জামার হাতা কেটে অপমান করেছে তারা স্কুলের ড্রেস কোড মনে করে উট পাখির মতো মাথা গুজে আছে।
এইসব চুচীলদের ঘৃণা করি।
৭| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
বিডি আমিনুর বলেছেন: চুসিলরা এখন চুষার কাজে বিজি আছেন ।
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
মাইন রানা বলেছেন: টিভি ও মিডিয়ার চামচামি করতে করতে তারা ব্যাস্ত। আজ পর্যন্ত কোন চুচিল হাজার লোকের সমাবেশ করতে পারে না কিন্তু মিডিয়ায় তারা মনে হয় দেশের কর্নদার
৮| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
রাজ্জাক রাজ বলেছেন: আমাদের ঐ তথাকথিত শুসীল সমাজ আজ চুপ কেন??? আর যদি কোথাও হিজাব বাধ্যতামূলক করত করত তাহলে আমাদের ছুফা নাস্তিকবাদী হারামির বাচ্চাদের কথার দাপটে কোন চ্যানেল শান্তিমত দেখা যেত না।
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মাইন রানা বলেছেন: হিজাব বাধ্যতামূলক!!!!!!! মাথা খারাপ!!!
কোন আলেম ওলামা যদি এই কথাও বলে যে ইসলামের ড্রেস কোড হল মেয়েরা হিজাব পালন করবে তাহলেই দেখবেন তাঁদের চুলকানির রোগ কি পরিমান বেড়ে গেছে।
৯| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
বাংলার আকাশ বলেছেন: চুথিয়ারা চুপ কেন ? কোনো জাবব নাই ... পাবেনও না।
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
মাইন রানা বলেছেন: আজ যদি বরং উল্টো হত যেমন হিজাব বা ফুলহাতা না পড়ে আসায় মেয়েদের অপমান করা হত তখন দেখতেন তাঁদের অবস্থা!!!!!
১০| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২
নষ্ট ছেলে বলেছেন: নারীবাদী গুলা আসলে এক একটা মাগিবাদী!
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মাইন রানা বলেছেন:
১১| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই সমস্ত জ্ঞানপাপী সুশীলদের স্রেফ জুতাপিটা করা উচিত!
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০
মাইন রানা বলেছেন: বুদ্ধি হারামীদের কারণেই আজ দেশের এই করুন অবস্থা। সাধারণ স্কুলের মেয়েরাও নিজেদের ইজ্জত আব্রু রক্ষা করতে পারছে না।
১২| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
হেডস্যার বলেছেন:
"তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে,
উঁকি মারে আকাশে"
"ঐ দেখা যায় তালগাছ, ওই আমাদের গাঁ"
১৩| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
জায়েদ ইকবাল বলেছেন: sob gula madarchod
১৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩৯
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: কানা মিজান লিমনের পায়ের জন্য কান্না করলে তার পুতুতে বাঁশ দিমু
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৭
মুজিব রহমান বলেছেন: সমাজে কিছু অর্বাচিন থাকে। এরা সময় সুযোগে মাথা চাড়া দেয়। এগুলো শাহবাগ আন্দোলনের পরিনতি। ধর্ম পালন করা মানুষের সাংবিধানিক অধিকার। এটা ওরা ভুলে গিয়েছে।