![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন বন্যপ্রাণীদের রক্ষা করতে কিছু একটা করি। মানুষ হিসাবে আমাদের বাচার যতটুকু অধিকার আছে এই পৃথীবীতে আমাদের আগে আসার ধরুন সকল বন্যপ্রাণীর ও আরো বেশী অধিকার আছে। মানুষ হিসাবে আমরা শ্রেষ্ট তার প্রমান কি এই যে আমরা সব প্রানী মেরে সাফ করে দিব !!!!!! আমরা তাই করছি
হিন্দু মেয়েকে ধর্ষণের প্রতিক্রিয়ায় কিছুক্ষণ আগে এক ইসলাম বিরোধী ব্লগার (ট্রোজান হর্স ) ইসলামকে দায়ী করে ইসলাম ধর্মের চরম অবমাননা ও নবী (সঃ) কে অশ্লীলভাবে হেয় করেছেন।
স্ক্রীন শট
সেই পোস্টের লিংক
গাজীপুরের টঙ্গীর এক মেধাবী ছাত্রীকে অপহরণ করে ধর্মান্তর ও ধর্ষণ করার খবর নিয়ে ধর্ম বিদ্রোহীরা দুইদিন থেকে এর জন্য ধর্মকে দায়ী করে তীব্রভাবে ইসলাম বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে।
চলছে ইসলামকে দায়ী করে চরম উস্কানিমূলক পোষ্ট
লিংক ১
লিংক ২
এই দেশে হিন্দু ধর্ষকও আছে। কয়েকজন হিন্দু যুবক এক মুসলিম মেয়েকে অপহরণ করে ৮ মাস আটকে রেখে নির্যতন করেছে। টঙ্গীর হিন্দু মেয়ের মতো এখানেও অপরাধীরা কৌশলে হিন্দু ধর্মকে ব্যবহার করেছে। তারা মুসলিম মেয়েটির কপালে সিঁদুর দিয়ে তাকে হিন্দু পরিচয় দিতে চেয়েছে।
বিস্তারিত
আর কিছু খবর
মুসলিম এক কিশোরীকে অপহরণ করে ১৩ দিন ধরে পাশবিক নির্যাতন চালিয়েছে হিন্দু যুবক (সেপ্টেম্বর ২০১১), পরিমল এর কাহিনীতো সবার জানাই।
উপরের ঘটনার জন্য কি হিন্দু ধর্ম দায়ী? যারা হিন্দু মেয়েকে ধর্ষণ ও ধর্মান্তর করার জন্য ইসলাম ধর্মকে দায়ী করছে তাঁদের কাছে প্রশ্ন
আসলে ধর্ষনের শিকার হচ্ছে আধিবাসী, শিশু, তরুণী, গৃহবধূ, প্রতিবন্ধী মেয়ে সবাই।
খুব সাম্প্রদায়িক সময়ের কিছু ধর্ষণের খবরঃ
জাতীয় দৈনিকে সাম্প্রতিক ধর্ষণের কিছু শিরোনাম
'চলন্ত বাসে তরুণী ধর্ষিত (প্রথম আলো ২৪-০১-২০১৩)'। 'সাভারে ছাত্রী ধর্ষণের শিকার, বান্ধবীসহ গ্রেপ্তার ৪'। 'শিশু ধর্ষণের শিকার, চিকিৎসায় গাফিলতি (প্রথম আলো ০১-০৬-২০১৩)। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ (প্রথম আলো ০৩-০৬-২০১৩)'। 'গোয়াইনঘাটে শিশু ধর্ষণের শিকার (প্রথম আলো ২৮-০৫-২০১৩)'। কিশোরগঞ্জে ছাত্রী ধর্ষণের শিকার (প্রথম আলো ২৭-০৫-২০১৩)'। ‘রাঙামাটিতে আদিবাসী ছাত্রী ধর্ষণ’ (সমকাল ২০১৩)। ‘এবার কক্সবাজারে তরুণীকে গণধর্ষণ শেষে হত্যা’ (বাংলাদেশ প্রতিদিন ২০১৩)
ধর্ষণ এখন সবচেয়ে বেশী ভারতে এবং ভারতের মধ্যে সবচেয়ে বেশী দীল্লীতে। ভারতের পুলিশের তদন্তেই এর প্রধান কারণ বের হয়েছে অশালীন পোষাক ও চলাফেরা, মিডিয়া, আইনের ব্যার্থতা, পরিবারের উদাসীনতা, প্রেমের নামে অবৈধ সম্পর্ক্য ইত্যাদি। আমেরিকা, কোরিয়া, ইউরোপেও ধর্ষণের মাত্রা ভয়াবহ। এর জন্য ধর্ম দায়ী নয়।
***অপরাধীর পরিচয় তাঁর অপরাধ দিয়ে ধর্ম দেয়ে নয়***
ধর্ষণ অনেক পুরোনো মারাত্নক সামিজিক অপরাধ যা বেড়েই চলছে। এর জন্য ধর্ম কোনভাবে দায়ী নয়। ভারতে অধিকাংশ ক্ষেত্রে যারা ধর্ষণ করে ও যারা ধর্ষিত হয় তারা সবাই হিন্দু আর বাংলাদেশে মুসলিম, কারণ সংখ্যাগরিষ্টতা।
তাই ইসলাম বিরোধী যেসব ব্লগার ও এক্টিভিস্ট একটি অপরাধের জন্য অপরাধীদের কথা না বলে শুধু ইসলামকে দায়ী করে বার বার উস্কানি মূলক পোষ্ট দিচ্ছেন তারা আসলে ধর্ষকের বিচার চান না। তারা এইসব অপরাধ থেকে ইসলাম বিরোধী প্রচার করে মানুষের মনে ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করতে চান।
২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২৩
মেদভেদ বলেছেন: ভারতের হিমাচল প্রদেশের মানালিতে এক আমেরিকান পর্যটক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ব্যাপারে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের আসামি করে একটি মামলা করেছে।
পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়স্কা ওই আমেরিকান নারী বাসের জন্য মহাসড়কে অপেক্ষা করছিলেন। এসময় তিন ব্যক্তি তাকে একটি ট্রাকে করে গন্তব্যে পৌঁছে দেয়ার প্রস্তাব দেয়। তারপর তারা তাকে কাছের এক বনে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা আজ সকালে থানা বিষয়টি অবহিত করেছেন।
এদিকে কলকাতা পুলিশ সোমবার এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ২১ বছর বয়স্কা এক আইরিশ দাতব্য কর্মীকে তার জন্মদিনের পার্টিতে ড্রাগ সেবন করিয়ে ধর্ষণ করেছেন।
ভারতে ব্যবসায়ীদের অন্যতম সংগঠন দ্য এসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি জানিয়েছে, বিশ্বব্যাপী ভারতের যৌন হামলার খবর প্রকাশিত হওয়ার পর ভারতে চলতি বছরে নারী পর্যটকদের আগমন ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে।
ডিসেম্বরে দিল্লির এক বাসে ২৩ বছর বয়স্কা এক মেডিক্যাল ছাত্রী গণধর্ষণের শিকার হলে তা নিয়ে ব্যাপক হইচই হয়।
এরপর মার্চে মধ্যপ্রদেশে এক সুইস সাইকিস্ট গণধর্ষণের শিকার হয়। একই মাসে আগ্রায় হোটেল মালিকের ধর্ষণচেষ্টার হাত থেকে রক্ষা পেতে এক ব্রিটিশ পর্যটক হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়েন।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/০৪ জুন,২০১৩/১৮:৪৫/আশা
৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৪
পাস্ট পারফেক্ট বলেছেন: শালার মালাউঙ্গো গতরে খুব তেল হইছে!
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৭
মাইন রানা বলেছেন: মালাউন গালিটা নিন্দনীয়
৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ***অপরাধীর পরিচয় তাঁর অপরাধ দিয়ে ধর্ম দেয়ে নয়***
ধর্ষণ অনেক পুরোনো মারাত্নক সামিজিক অপরাধ যা বেড়েই চলছে। এর জন্য ধর্ম কোনভাবে দায়ী নয়। ভারতে অধিকাংশ ক্ষেত্রে যারা ধর্ষণ করে ও যারা ধর্ষিত হয় তারা সবাই হিন্দু আর বাংলাদেশে মুসলিম, কারণ সংখ্যাগরিষ্টতা।
তাই ইসলাম বিরোধী যেসব ব্লগার ও এক্টিভিস্ট একটি অপরাধের জন্য অপরাধীদের কথা না বলে শুধু ইসলামকে দায়ী করে বার বার উস্কানি মূলক পোষ্ট দিচ্ছেন তারা আসলে ধর্ষকের বিচার চান না। তারা এইসব অপরাধ থেকে ইসলাম বিরোধী প্রচার করে মানুষের মনে ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করতে চান।
ওই ভন্ডদের কাজ এইই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জাষ্ট ইগনোর দেম। অপরাধীর দৃষ্টান্ত মূলক বিচার চাই।
আর যেই আবালরা জল ঘোলা করতে চাইতেছে- তাগোর মুড়া!!!!!
৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৩৭
অপরিপক্ক বলেছেন: কাঁদতে আসিনি,
প্রকাশ্যে ধর্ম অবমাননাকারীদের ফাসির দাবি নিয়ে এসেছি
৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৪৯
নীলতিমি বলেছেন: ব্যাক্তিগত অপকর্মের দায় যারা ধর্মের ওপর চাপায়, তাদের খাড়ায়া পুন্দানো দরকার !
৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:১২
তন্দ্রা বিলাস বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: ***অপরাধীর পরিচয় তাঁর অপরাধ দিয়ে ধর্ম দেয়ে নয়***
ধর্ষণ অনেক পুরোনো মারাত্নক সামিজিক অপরাধ যা বেড়েই চলছে। এর জন্য ধর্ম কোনভাবে দায়ী নয়। ভারতে অধিকাংশ ক্ষেত্রে যারা ধর্ষণ করে ও যারা ধর্ষিত হয় তারা সবাই হিন্দু আর বাংলাদেশে মুসলিম, কারণ সংখ্যাগরিষ্টতা।
তাই ইসলাম বিরোধী যেসব ব্লগার ও এক্টিভিস্ট একটি অপরাধের জন্য অপরাধীদের কথা না বলে শুধু ইসলামকে দায়ী করে বার বার উস্কানি মূলক পোষ্ট দিচ্ছেন তারা আসলে ধর্ষকের বিচার চান না। তারা এইসব অপরাধ থেকে ইসলাম বিরোধী প্রচার করে মানুষের মনে ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করতে চান।
ওই ভন্ডদের কাজ এইই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জাষ্ট ইগনোর দেম। অপরাধীর দৃষ্টান্ত মূলক বিচার চাই।
আর যেই আবালরা জল ঘোলা করতে চাইতেছে- তাগোর মুড়া!!!!!
৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৫
( ট্রোজান হর্স ) বলেছেন: হুম.....
৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫২
রাজু মাষ্টার বলেছেন: তন্দ্রা বিলাস বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: ***অপরাধীর পরিচয় তাঁর অপরাধ দিয়ে ধর্ম দেয়ে নয়***
ধর্ষণ অনেক পুরোনো মারাত্নক সামিজিক অপরাধ যা বেড়েই চলছে। এর জন্য ধর্ম কোনভাবে দায়ী নয়। ভারতে অধিকাংশ ক্ষেত্রে যারা ধর্ষণ করে ও যারা ধর্ষিত হয় তারা সবাই হিন্দু আর বাংলাদেশে মুসলিম, কারণ সংখ্যাগরিষ্টতা।
তাই ইসলাম বিরোধী যেসব ব্লগার ও এক্টিভিস্ট একটি অপরাধের জন্য অপরাধীদের কথা না বলে শুধু ইসলামকে দায়ী করে বার বার উস্কানি মূলক পোষ্ট দিচ্ছেন তারা আসলে ধর্ষকের বিচার চান না। তারা এইসব অপরাধ থেকে ইসলাম বিরোধী প্রচার করে মানুষের মনে ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করতে চান।
ওই ভন্ডদের কাজ এইই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জাষ্ট ইগনোর দেম। অপরাধীর দৃষ্টান্ত মূলক বিচার চাই।
আর যেই আবালরা জল ঘোলা করতে চাইতেছে- তাগোর মুড়া!!!!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৮
আলতামাশ বলেছেন: কি করব ভাই?
বিচার চাইলে আমিই যে হব অপরাধী