| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ আগের ঘটনা। একদিন খেয়াল করলাম বাম প্যানেলে দুইজন ব্লগারের নামের মাঝে অস্বাভাবিক স্পেস। মাউস নিয়ে যেতেই দেখলাম স্পেসটি একজন ব্লগারের নাম নির্দেশ করছে। ব্লগে ঢুকে দেখলাম হাবিজাবি নাম দেয়া। সঙ্গত কারণেই ইউজার নেম আর ব্লগের নাম লিখছি না।
গতকাল দেখলাম আরেকজন অদৃশ্য মানব হাজির হয়েছে। নতুন ব্লগ খুলেছে।
প্রশ্ন হচ্ছে, নাম অদৃশ্য করে কিভাবে? এই ফাংশন ব্লগে আছে? আর এরা নাম অদৃশ্য করল কেন! এরা পোস্ট দিলে কি অদ্ভুত হবে দেখতে!
এরা কি সরকার নির্ধারিত গোয়েন্দা নাকি! কারোও উত্তর জানা আছে?
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: টেকনিকাল ফল্ট! তাহলে তো সেই পুরান ব্লগার মেইল দিয়ে নাম ঠিক করে নিতে পারত। এতদিনেও তো করে নাই।
২|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: অদৃশ্য মানব আপনাদের দৃষ্টি আকর্ষন করছি । অনুগ্রহ করে এখানে মন্তব্য করুন ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তারা মন্তব্য করলে কিছু দেখা যাবে?
৩|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, হায়,হায়! কন কি !!! এগুলো হ্যাকারদের কাজ নয় তো?
![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হতেও পারে হকারদের কাজ।
৪|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
প্রামানিক বলেছেন: গতকাল আমারো চোখে পড়েছে। বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, বিষয়টি বেশ অদ্ভুত!
৫|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: আমিও দেখেছি,এমন ঘটনা
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন মনে হচ্ছে অনেকেই দেখেছে হয়ত।
৬|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
নূর-ই-হাফসা বলেছেন: অয়ন ভাই একটু আগে অদৃশ্য মানব আমার ব্লগ পর্যবেক্ষণ করে গেছে । ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোন মন্তব্য করল না কেন। ![]()
৭|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
নূর-ই-হাফসা বলেছেন: এখন চলে গেছেন । অনলাইন দেখাচ্ছে না
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পুরান ব্লগার নাকি গতকাল যে খুলেছে?
৮|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
নূর-ই-হাফসা বলেছেন: পুরাতন জন আসলে লাভ হতো ।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেও মনে হয় আসবে না।
৯|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
নূর-ই-হাফসা বলেছেন: নতুন ব্লগার
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পুরাতন ব্লগার রাতে আসে।
১০|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
খায়রুল আহসান বলেছেন: বিস্ময়কর বটে!
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, এরকম হতে পারে কল্পনাও করি নাই।
১১|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
সাহসী সন্তান বলেছেন: আপনি যেটাকে অদৃশ্য মানব বলছেন সেটা সামুর অনেকগুলো বাগের মধ্যে একটা বাগ ছিল বলে জানতাম। তৎকালিন সময়ে এটা 'সামুর ভুত' হিসাবেই বেশি পরিচিত ছিল। যতদূর জানি জুয়েল নামের একজন এর পিছনের মানুষ হিসাবে পরিচিত ছিলেন। তবে সেই সময় চাইলেই উক্ত আইডি থেকে যে কেউই লগইন করতে পারতেন।
সেজন্য কেবলমাত্র ইউজারনেম এবং পার্সওয়ার্ড ঘর খালি রেখে শুধু লগইন-এ ক্লিক করলেই লগইন করা যেত। বর্তমানে অবশ্য সেভাবে লগইন করা যায় না। এটা নিয়ে একবার সহব্লগার এহসান সাবির ভাই একটা পোস্টও দিয়েছিলেন। চাইলে সেই পোস্ট এবং কমেন্ট গুলো পড়ে দেখতে পারেন। হয়তো সেখানে আপনার প্রশ্নের উত্তর পেয়েও যেতে পারেন...
তবে ভুতের আনাগোনা যে এখনও আছে সেটা আমিও বেশ কয়েকবার দেখছি। এছাড়াও ঐ একই ক্যাটাগরির একটা রিয়েল নিকও আমি ব্লগে দেখছি। মাঝে মাঝে সে ব্লগে পোস্টও দেয়। সে কে সেটাও জানতাম, তবে আপাতত মনে পড়তেছে না! আর নতুন কইরা ঐ ধরনের কোন নিক তৈরি করা যায় বলে মনে হয় না।
অন্তত আমি বেশ কয়েকবার চেষ্টা কইরা তো পারি নাই।
এখন টেকনিক্যাল এক্সপার্টরা পারে কিনা জানি না। তবে যতদূর জানি ব্লগে নিক খুলতে গেলে বর্তমানে নূন্যতম মিনিমাম দুইটা অক্ষর লাগবেই। এমনকি কোন ইন্ট্রো, ইমোকটিন, স্পেস কিছুই ব্যবহার করা যায় না।
তবে স্রেফ ইমোকটিন দিয়া ( হাসির ইমো) একটা নিক আছে ব্লগে। যদিও সেটা অন্য একজনের মাল্টি। তবে আমি জানি নিকটা কার। কিন্তু বলবো না... ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যেই পুরানা ব্লগারে কথা বলছি সে অনেক পুরানা। গতকাল নতুন করে এক অদৃশ্য মানব দেখলাম। তখন ভাবলাম আগে ৭-৮ বছর আগে হয়ত অদৃশ্য মানবের চল ছিল। কিন্তু গতকাল দেখার পর নতুন করে ভাবাইল বিষয়টা। দুই অদৃশ্য মানবেরই ইউজারনেম আছে।
শুধু ক্লিক কইরা লগ ইন করা যাইত! মজা পাইলাম।
এরকম ব্লগাররা পোস্ট দিলে কেমন অদ্ভুত লাগত সেটাই ভাবতাছি।
বাগ থাকলে সামু সেটা ঠিক করার চেষ্টা করে নাই?
যেই ব্লগার ইমো দিয়া খুলছে সে কি ব্লগে বাইচা আছে? পোস্টের জন্য ধন্যবাদ।
১২|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭
নতুন নকিব বলেছেন:
কোন বিস্ময়কর বিষয় নয়। অতি সহজ। কারও প্রয়োজন হলে আমাকে জানান। অদৃশ্য নিক বানানোর ট্রিকস জানিয়ে দেয়ার চেষ্টা করব।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কেম্নে করে ? জাভাস্ক্রিপ্টের কাজ?
১৩|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভূতের আছড় পড়ে মনে হয় মাঝেমাঝে।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভূতের সাথে যোগাযোগ করতে পারলে ভাল হইত।
১৪|
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
ভুয়া মফিজ বলেছেন: অশরীরীরা সব জায়গাতেই আনাগোনা করতে পারে, ব্লগ বাদ থাকবে কেন? ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক, ওরাও ব্লগার হইতে চায়। ![]()
১৫|
২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: বাহ !!! জানতাম না তো!!
এখন থেকে ভালো করে খেয়াল করবো।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মনে করে খেয়াল রাখবেন। পেলেই ঝাপিয়ে পড়বেন। ![]()
১৬|
২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
একে তো নিক, সেটা আবার অদৃশ্য, ফ্যান্টম!
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: স্পুকি ও বটে!
১৭|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
ট্রাম্প বলছেনঃ বৈচিত্র্যের শেষ নেই।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক, যেমন আপনার নামের মতই! ![]()
১৮|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুজুররা নজরদারী করে। কোনো ছুতায় কোনো ব্লগারের কল্লা কাটা যায় কি না। এক সময় তারা ব্লগ দিয়া ইন্টারনেট চালাইতো। ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি বলেন! অদৃশ্য মানব আমার ব্লগ ভিজিট করে গেছে। আমি কি তাহলে তাদের লিস্টে আছি এখন!!
হে হে হে, ব্লগ দিয়া ইন্টারনেট চালাইত। ![]()
১৯|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০
সনেট কবি বলেছেন: একটু আনকমন করা আরকি !
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কিন্তু এতে তো ব্লগিং করায় ব্যাঘাত ঘটছে তাদের।
২০|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
মানিজার বলেছেন: @ট্রাম্প বিন পুটিন বিন হিতলার
জাজা
![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ![]()
২১|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিষয়টা হয়তো একটু জটিল। আপাতত ভয় নাই অয়ন সাহেব। এমন বেশ কয়েক বছর আগে নজরে পরতো।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সুজন ভাই, আপনি তো অনেক পুরানা ব্লগার। তখন কি এটা নিয়ে আলোচনা হইত?
২২|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
কুঁড়ের_বাদশা বলেছেন: ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
ট্রাম্প বলছেনঃ বৈচিত্র্যের শেষ নেই।
ওস্তাদ, এ দেখি আরেক বিনোদন বন্ধু ব্লগে এসে গেছে।এবার আমার বেল শেষ।
![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, ব্লগে দেখি আরেকজন অদ্ভুত লোক আছে! নাম হইতাছে বারাক ওসামা বিন পুতিন। ![]()
২৩|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
কুঁড়ের_বাদশা বলেছেন: আগে একবার দেখেছিলাম মনে হয়
। ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ফেরিওয়ালার সাথে ঝামেলা হয় নাই। জেন্টলম্যান। ![]()
২৪|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১
কুঁড়ের_বাদশা বলেছেন: আপনার প্রতিউত্তর দেখলাম। ভালো লাগলো। যাক,ঝামেলা না হলেই বড় ভাল। ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, আমরা সবাই ভন্দু। ![]()
২৫|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কখনো খেয়াল করিনি।
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ১১ নং মন্তব্যে দেয়া পোস্টটি পড়তে পারেন। এই সমস্যাটি বেশ পুরানা।
২৬|
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১
আবু তালেব শেখ বলেছেন: আমি এখনো বিষয় টা খেয়াল করিনি
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দ্রুত বাম প্যানেলের নিচের দিকে তাকান এখনই। আর ১১ নং মন্তব্য দেখেন।
২৭|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি একবার দেখেছিলাম মনে হয়, নাম টাম কিছু ছিল না, তবে পোষ্ট ছিল সেটি। ভয়ে সম্ভবত মন্তব্য করিনি।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্রথম পাতায় ছিল পোস্টটি? এরকম অদ্ভুভ নামছাড়া পোস্ট দেখলে একটু কেমন কেমন তো লাগবেই।
২৮|
২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫১
কবীর বলেছেন: এগুলো তেমন কিছু না, অনলাইনের ভূত ![]()
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেওয়ানবাগী এদের খেদাইতে পারবে? ![]()
২৯|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২১
শামচুল হক বলেছেন: ভুতুরে ব্যাপার জায়গা ফাঁকা নাম ছবি কিছুই নাই।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন অনলাইনে আছে! পোস্ট ও আছে দেখেছি!!!
৩০|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
শায়মা বলেছেন: অয়ন! একটা কথা না বলে পারলাম না!!!!!!!!
তোমার একটা কমেন্ট দেখে আমি এইমাত্র মরে গেছি!!!!!!!!
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
হাসতে হাসতে আমি শেষ!!!!!!!!!!!!!!
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোনটা আপা? ভূতের জেন্ডার বিষয়ক কমেন্ট? ![]()
৩১|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
শায়মা বলেছেন: হাহাাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
ইউ নো আই লাইক ইনটেলিজেন্ট পিপল!!!!!! ![]()
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: থ্যাংক্স ম্যাম। আই উইল টেইক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট।
![]()
৩২|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
জুন বলেছেন: আমারও একই প্রশ্ন নাম অদৃশ্য করে কি করে
নইলে এই সাত বচ্ছরের পুরানা নিকটা একেবারে অদৃশ্য কওরে ফেলতাম মেহেবুবুল্লা অয়ন
![]()
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নেটে দেখলাম ফেবু আইডি অদৃশ্য করার ট্রিক্স দিয়ে ভরা। অদৃশ্য করে কি করতেন তারপর? আগে নাকি ইউজার নেম, পাসওয়ার্ড ব্লাংক রেখে লগইন এ ক্লিক করে যে কেওই অদৃশ্য আইডি দিয়ে ব্লগিং করতে পারত। ![]()
৩৩|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১
নূর-ই-হাফসা বলেছেন: আজও চানাচুর আপু আসেনি ।
অদৃশ্য মানব কে একটা কমেন্টস দিয়ে আসছি ।
আপনার লাস্ট মন্তব্য টা দারুন লাগলো
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চানাচুর আপার বাসায় হয় অনেক গেস্ট আসছে না হয় তার প্রিয় কোন আত্মীয় আসছে যার সাথে সময় কখন কেটে যাচ্ছে তা হিসাব রাখতে পারছে না। নাকি কোথাও বেড়াতে গেছে?
আপনার কমেন্টস দেখেছি ব্লগে ঢুকেই।
লাইক বোধহয় আপনি দিছেন।
যাই হোক, অদৃশ্য মানব নিয়ে আগ্রহ শেষ আমার।
৩৪|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: আমার কেন জানি মনে হচ্ছে মানুষ দাদা হয়তো অদৃশ্য মানব ।
ওনার মতো প্রতি উত্তর দেয়ার স্টাইল ।
ধারণা যদি ভুল হয় , মানুষ দাদা আমাকে মেরে ফেলবেন । ভয় পাচ্ছি ।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগার মানুষকে আমি তো একবারই দেখেছি। যাই হোক, মৃত্যুর আশংকা করলে এখন থেকে প্রস্তুতি শুরু করুন। সালাত পড়ুন, রোযা রাখুন, হেল্প করুন, দান করুন।
৩৫|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: ওনি ও মজার মানুষ । মনে হয় কিছু বলবেন না
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি মেয়ে মানুষ আপনাকে কিছু বলার কথা না।
৩৬|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: ভূত ভাই মানুষ ব্লগার নন । কনফার্ম । মানুষ ভাই ভালো ।
ওনি ভুল বুঝেছেন । আপনাকে প্রতি উত্তর দেখে আসুন।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেখেছি আপা। আমি টা-টা তো বলেই এসেছি। কারণ যে লোক অর্থ ঘুরিয়ে দিতে পারে সে ভোদাই ই হবে। সমস্যা নেই। জীবনে অনেক কিছুই ঘটে। কখনো বোকা হতে হয়, কখনো অপমানিত হতে হয়, কখনো জয়ী হয়। এগুলা নিয়েই তো জীবন। ![]()
৩৭|
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অদৃশ্য মানব কিন্তু হিব্রুতে নিকনেম লিখেছে যার অর্থও অদৃশ্য।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি কবে দেখলেন?
৩৮|
২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৪
কালীদাস বলেছেন: টেকনিকাল ভুলের জন্য। আগেও আরও কয়েকজন সেইম কমপ্ল্যান করেছে যে কয়েকজনের নিক নেই ব্লগে। একজন ভুক্তভোগী পোস্টও দিয়েছিল কবে জানি।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ১১ নং মন্তব্যে ব্লগার সাহসী সন্তান অনেক তথ্যই দিয়েছে এ ব্যাপারে। অনেক কিছুই জানা গেছে। ![]()
৩৯|
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
কবীর বলেছেন: কেমন আছেন??
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাল-মন্দ মিলিয়ে আছি। আপনার কবিতায় দেখি আর সাড়া শব্দ পাইলাম না।
৪০|
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
কবীর বলেছেন: হুমম... একটু কেমন জানি হয়েগেছি !!! ![]()
২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, কয়েক সপ্তাহ আগে থেকেই খেয়াল করছি। ![]()
৪১|
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪
আটলান্টিক বলেছেন: অয়ন ভাই সুস্থ হয়েছেন?
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অসুস্থ থাকলে সুস্থ হতে পারতাম।
৪২|
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: লেখক বলেছেন: অসুস্থ থাকলে সুস্থ হতে পারতাম। মন্তব্য টা মজার লাগলো ।
নতুন অদৃশ্য মানব কে এখোন দেখা যায় না । পুরাতন জন পোষ্ট কিছু রাখলে ভালো হতো ।
আমাদের আড্ডা ভেঙে গেছে। বদ সম্রাট ভাই আর চানাচুর আপুর জন্য । ![]()
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও অনেক মজা পেয়েছি করে!!! এরকম উদ্ভট প্রশ্নের একদম যুতসই জবাব।
পুরাতন জন এখন দিনেও আসে!!
আচ্ছা, আমরা দুইজন টেনে নিয়ে যাই আড্ডা। যতটুকু পারা যায়। আর না পারলে এক সময় বিলীন হয়ে যাবে।
৪৩|
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: এরকম অদৃশ্য মানব ব্লগে আমার চোখে পড়ে নাই।
যাক আপনার পোস্টের কারণে অনেক কিছু জানা গেল।
ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন খেয়াল রাখবেন। আর আরোও জানার জন্য ১১ নং কমেন্ট দেখতে পারেন।
৪৪|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৯
নূর-ই-হাফসা বলেছেন: ছোট ভাই আপনাকে ব্লগে দেখা যাচ্ছে না কয়েক দিন ।
আপনার গল্প লেখা শুরু করেছেন ?
আর বাদশা ভাইকে ওস্তাদ বলার রহস্য টা কি ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কয়েকদিন না, ১ দিন ই তো। নেট ছিল না। তাই সব কিছু থেকে বিচ্ছিন্ন ছিলাম।
না, এখনো শুরু করি নাই। আমার লিখতে ইচ্ছা করতাছে কিন্তু কেন জানি লিখতে পারতাছি না।
একটু চমক দেয়ার জন্য। ![]()
৪৫|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
নূর-ই-হাফসা বলেছেন: আমি২ দিন হয়তো দেখিনি ।
হাহাহা । শুরু করুন , ভূতের গল্প ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি তুর্কি মুভি সিজ্জিন দেখেছেন? না থাকলে দেখে ফেলুন।
link
৪৬|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২
কবীর বলেছেন: নতুন বছর এসে গেল !!!
শুভেচ্ছা নিবেন না, ভালবাসা নিবেন? ![]()
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুয়া কইরেন। শুভেচ্ছা দিয়া কিছু হয় না।মানুষের কিছু করার ক্ষমতা নাই। ![]()
৪৭|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
কবীর বলেছেন: দোয়া তো করি সবসময় সবার জন্য ।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সুন্দর অভ্যাস। নিজের সাথে অন্যের জন্য দুয়া করা এই কাজটা সবাই করেনা।
৪৮|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪
কবীর বলেছেন: আজকে আমার ফেসবুকে মেসেজের জ্বলায় ...... জীবন শেষ।
নতুন বছরের সবাই কি যে পেল। আর বিশেষ করে ফেসবুক আমার ততটা পছন্দ না ।। ![]()
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার এসব শুভেচ্ছা-ঠুভেচ্ছা জানানো একদম ভালো লাগেনা। জন্মদিনের শুভেচ্ছাও ভালো লাগেনা। তাছাড়া এগুলা পুরাই গতানুগতিক। কয়জন যে অন্তর থেকে শুভেচ্ছা জানায় আর কয়জন যে রোবটের মত শুভেচ্ছা জানায় কে জানে!
৪৯|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭
ডঃ এম এ আলী বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল ।
কামনা করি নতুন বছরের দিনগুলি হোক শুভ ফলে পরিপুর্ণ ।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী। আল্লাহ আপনাকে সর্বদা ভালো রাখুন।
৫০|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান দোয়া করার জন্য ।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ![]()
৫১|
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৭
নূর-ই-হাফসা বলেছেন: ছোট ভাই আপনার জন্য দোয়া করতে আসলাম । সবসময় হাসিখুশি থাকুন আর অনেক ভালো থাকুন । মন থেকে করলাম ।
শুভ নববর্ষ
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: থ্যাংক্স! মন থেকে দুয়া করাই কবুল হওয়ার প্রধান শর্ত!
৫২|
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
আটলান্টিক বলেছেন: অয়ন ভাই নতুন বছরের শুভেচ্ছা।তারপর আপনার "পিশাচ দ্বীপ" পড়া শেষ হয়েছে?
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনাকেও!
হ্যা, ওইদিন ই শেষ।
৫৩|
০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে কম দেখা যাচ্ছে ।
সাকরাইন এ কোন জায়গায় গান বাজনার আয়োজন থাকে ভালো , এবং নিরাপদ হবে ,মেয়েরা যাওয়ার মতো ।
১৪ জানুয়ারিতে নাকি ।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গান বাজে মোটামুটি সব জায়াগায়, বেশিরভাগ ছাদ নিরাপদ। মেয়েরা দল বেধে উঠে ছাদে আতশবাজি দেখতে। তারা খুব আনন্দ পায়। আতশবাজিতে মেয়েদের উৎসাহ বেশি মনে হল আমার বিগত কয়েকবছর ধরে। হুম, ১৪ তারিখ।
৫৪|
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯
মরুচারী বেদুঈন বলেছেন: আমি কিন্তুক ডরাইছি!
আপনে ভালা আছেন?
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না, আপনে ভয় পান নাই। এমনি এমনি বলে দিলেন।
আমি ভালো-মন্দ মিলিয়ে আছি।
৫৫|
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭
মরুচারী বেদুঈন বলেছেন: আমি ভূতে হালকা ভয় পায়!
আতি প্রাকৃতবিষয়ে আমি খুব কম যায়!
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার বাংলা লিখা দেখে আমিই ভয় পেয়ে যাচ্ছি!
৫৬|
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১
মরুচারী বেদুঈন বলেছেন: ওহ সরি সরি!
অতিপ্রাকৃত হবে।
ধন্যবাদ।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শুধু এটাই না। পাই এর জায়গায় লেখা পায়! যাই এর জায়গায় লিখা যায়! এসব কি লিখেন??!!
৫৭|
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮
মরুচারী বেদুঈন বলেছেন: আগামীবার থেকে সতর্ক থাকব!
আবার ধন্যবাদ দেওয়া গেল! ![]()
ভুল হলে বলে দিবেন! কোন সমস্যা নাই।
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওকে বেদুঈন ভ্রাতা! ![]()
৫৮|
১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
ধ্রুবক আলো বলেছেন: বিস্ময়কর বটে! আমারও একই প্রশ্ন।
১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হুমম। ১১ নং কমেন্ট দেখতে পারেন। আরোও কিছু জানতে পারবেন।
৫৯|
১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি কি অদৃশ্য পোষ্ট দিচ্ছেন আজকাল?
১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পোস্ট নয়, কয়েকদিন ধরে আমিই অদৃশ্য আছি !
৬০|
১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১
আটলান্টিক বলেছেন: অয়ন ভাই মাসুদ রানার বাউন্টি হান্টিং বইটা পড়েছেন?
অসাধারণ একটা বই।
১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাউন্টি হান্টার না? এখনো পড়া হয়নি। মাসুদ রানার অনেক বই পড়া বাকি। এখন ধরছি অশুভ প্রহর।
৬১|
১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪১
আটলান্টিক বলেছেন: 
অয়ন ভাই হিমুর বইগুলো পড়েছেন?
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সব পড়ি নাই। কিছু কিছু পড়া হইছে। কেন?
৬২|
১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
আটলান্টিক বলেছেন: হিমুর সবগুলো বইই অসাধারণ। ঠিক না?
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমারো পড়তে মজা লেগেছে। ![]()
৬৩|
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫
কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, কিতা খবর?
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখনো খাই নাই। ![]()
৬৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩
সৈয়দ ইসলাম বলেছেন: আহ!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হু!
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার এ অবস্থা হল কি করে?!!!
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: টেকনিক্যাল ফল্ট হতে পারে।