নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদানন্দ

সদানন্দ

যেতে তো একদিন হবেই অন্ধকার, অনিশ্চিত কোনো যাত্রায়। ডাক এলেই তো জানি সব দীপ নিভে যাবে, হালকা একরাশ ধোঁয়া তাও মিশে যাবে সন্ধ্যার বাতাসে।

সদানন্দ › বিস্তারিত পোস্টঃ

সে আমার ছোট বোন...বড় আদরের

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৪

আমার বোনটার বিয়ে হয়ে যাচ্ছে। আজ গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। সেদিন বিকেলেই চলে যাবে পরের বাড়ী । ভীষণ মন খারাপ তাই। কি রকম যে লাগছে বলে বোঝাতে পারবনা। ১৯৮৬র বিজয় দিবসে রাত ১০টায় এই পৃথিবীতে সে এসেছিলো ছোট্ট গুটিসুটি এক সোনামনি হয়ে। মনে আছে অতরাতে কে যেনো এসে বলেছিলো 'বাবু তুমার সুন্দর একটা বইন হইসে, যাও দেইখা আসো'। বোন? আমার নিজের একটা বোন? কি যে অদ্ভুত ভালোলাগার এক শিহরণ জেগেছিলো সেই মুহূর্তে ! আমার ৯ বছরের ছোট্ট হৃদয়টা কি এক ভালোবাসায় যেনো টইটুম্বুর হয়ে গিয়েছিলো এক লহমায়।



নানুর কোলে তোয়ালেতে মোড়া পিচ্চিটাকে দেখি কি সুন্দর পিটপট করে তাকাচ্ছে। আস্তে করে, সাবধানে আদর করি। 'আমি কোলে নেবো, নানু?' উৎসাহে জিজ্ঞেস করি । 'আজ না নানু ভাই। কাল দিনের বেলা নিও। এখন যাও আম্মুকে দেখে আসো।' আনন্দে ছুটে চলে আসি আব্বুর কাছে। ' আব্বু, কি নাম রাখবে?' আব্বু হাসে। বলে ' তুমি রাখো। সুন্দর দেখে বোনের একটা নাম রাখো'। কি যে ভালো লেগেছিলো! কি যে মধুর ছিলো সেই অনুভুতি!



সেই বোনটা আমার কেমন করে যেনো আজ এত বড় হয়ে গেলো। এখন নাকি চলে যাবে অন্যের গৃহিণী হয়ে। মানতে না চাইলেও সময়ের কাছে হেরে যেতে হলো। নানু চলে গেছেন সেই ৯০-এ। আব্বু মাত্র কয়েক বছর হলো। অনেকটা একা আম্মু তাই বোনটাকে বড় বেশী কাছে কাছে রাখতেন। এখন সেই বাঁধনটাও যেনো একটু আলগা হয়ে গেলো। আর আমি? স্কুল থেকে ফিরে বোনটাকে কোলে নিয়ে দাপাদাপি করার ছোট্টবেলা সেই কবেই শেষ হয়ে গেছে। তার আইসক্রীম আর পিৎজা খাবার আবদারও মেটানো হ্য়না আজ কতদিন। ছুটি শেষে বাড়ী থেকে ভার্সিটি ফিরে আসার আগের রাতে এখন আর কেউ এই ভাইয়ের পাশে ঘুরঘুর করে না। সেই দিনও যে ফুরিয়েছে অনেক কাল হলো। আমি এখন বহুদূরে। বিলেতে। আকাশ কালো এক মেঘলা বিকেলে বসে আছি আনমনে। এইসাব ভাবছি......ভাবছি.....আর কাঁদছি...



















মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার বোনের জন্য শুভ কামনা রইল... :)

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৮

সদানন্দ বলেছেন: ধন্যবাদ। আপনার শুভ কামনা যেনো আমার বোনের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে।

২| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৯

জিয়াউল ২০১১ বলেছেন: Sotti jiboner proyojone aj amra eto dhure j vabtei koste bukta vore jai. Nona jole chokh vari hoi. Jai hok apnar bon sukhi hok setai chaoa.

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২১

সদানন্দ বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আশা করছি বোন তার হাজব্যন্ডকে নিয়ে এখানে বেড়াতে আসবে শীগগির।

৩| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০১

ছেঁড়া পাল বলেছেন: আপুর জন্য শুভকামনা রইল । মন খারাপ করবেন না । :(

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২২

সদানন্দ বলেছেন: মন তো...। তাই এমনি এমনি খারাপ হ্য়। অনেক ধন্যবাদ তোমার শুভ কামনার জন্য।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২২

সদানন্দ বলেছেন: মন তো...। তাই এমনি এমনি খারাপ হ্য়। অনেক ধন্যবাদ তোমার শুভ কামনার জন্য।

৪| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০১

অভি৯১৭৫ বলেছেন: আপনার ছোট বোনের অনেক শুভ কামনা

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৩

সদানন্দ বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০১

অভি৯১৭৫ বলেছেন: আপনার ছোট বোনের অনেক শুভ কামনা

৬| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০২

েমাজািহদুল ইসলাম িটটু বলেছেন: জগতের কিছু নিয়ম রয়েছে যা সবাইকে মানতেই হবে।
আপনার বোন যেন ওই ফ্যামিলিতে নিজেকে মানিয়ে নিতে পারেন এই কামনা করছি।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৭

সদানন্দ বলেছেন:
কেমন করে যে এতগুলো বছর চলে গেলো ! বুঝতেই পারলাম না। জগৎটা অনেক সুখের .....তবে বড্ড বেশী নি্য়ম মেনে চলে।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৭| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১২

বড় বিলাই বলেছেন: অনেক ভালো থাকুক আপনার ছোট্ট আদরের বোনটা।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৭

সদানন্দ বলেছেন: ধন্যবাদ।

৮| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৪২

নিউজ২৪ বলেছেন: আপুর জন্য রইল অনেক শুভকামনা। দোয়া করি তার নতুন জীবন সুখের হোক।

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৯

সদানন্দ বলেছেন: ধন্যবাদ। এত এত শুভকামনা আর সুন্দর মন্তব্য দেখে আমার মনটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে :)

৯| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩২

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: শুভকামান রইল :)

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫০

সদানন্দ বলেছেন: ধন্যবাদ।

১০| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৬

কাকভেজা বলেছেন: চলে যান না! একটা সারপ্রাইজ দিন... জীবনে হয়ত এমন সুযোগ আর পাবেন না। আমারও এমন একটা সুযোগ ছিল বাট আমি কিছুই করতে পারিনি...
কাউকে না জানিয়ে হাজির হন বাড়ীতে গিয়ে সকালে কলিং বেল-এ গেট খুলতেই যদি আপনার চেহারা দেখে তাহলে সত্যিই আপনার বোন আপনাকে আরো বহুগুণে ভালবাসবে.... শুভ কামনা রইলো...

১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৮

সদানন্দ বলেছেন: ভাবনাটা মাথায় যে আসেনি তা নয়। তবে ....সুবিধা করে উঠতে পারছিনা। কিছু 'নিয়ম'-এর বেড়াজালে আটকে গিয়েছি। তারপরও যত তাড়াতাড়ি সম্ভব সবার সাথে দেখা হবে ইনশাললাহ। ধন্যবাদ আপনার সুবিবেচিত মন্তব্যের জন্য।

১১| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১:২৪

সাত সাগেরর মাঝি বলেছেন: আপুর জন্য রইল অনেক শুভকামনা। দোয়া করি তার নতুন জীবন সুখের হোক।

১২| ১২ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৪৬

ইমন কুমার দে বলেছেন: শুভকামনা

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আমার কোনো বোন নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.