২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৪
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে
হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা
তোমার মনের নীরব ভাষা
সেতো আমার আছে জানা
আমিতো চাইনা তোমার এ...
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩
ধীরে চলো ও নদী!
সঙ্গে নিয়ে চলো,
বন্ধু আমার একা নিরাশায়।
ঝড়ো হাওয়া মনেরি,
দুঃখ হয়ে ঝরো,
দু চোখের অশ্রু ধারায়।
নদী নাও আমারে সাথে নাও।
আমার পানে ফিরে চাও।
রাতের চান্দের আলো ঝরে বন্ধু,
তোমারো ঘরে।
হায় আলো যে...