![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধীরে চলো ও নদী!
সঙ্গে নিয়ে চলো,
বন্ধু আমার একা নিরাশায়।
ঝড়ো হাওয়া মনেরি,
দুঃখ হয়ে ঝরো,
দু চোখের অশ্রু ধারায়।
নদী নাও আমারে সাথে নাও।
আমার পানে ফিরে চাও।
রাতের চান্দের আলো ঝরে বন্ধু,
তোমারো ঘরে।
হায় আলো যে ঝরেনা
আমি একলা আন্ধারে।
বন্ধুরি বিরহে আমি,
খুঁজি তোমারে,
তুমি কোথায় আছো কোথায়,
দেইখা যাও আমারে।
সারারাত জেগে থাকি তোমারই আশায়,
স্বপ্নচুরে ডাকি তোমায় প্রেমেরই নেশায়।
নদী নাও আমারে সাথে নাও।
আমার পানে ফিরে চাও।
রাতের চান্দের আলো ঝরে বন্ধু,
তোমারো ঘরে।
হায় আলো যে ঝরেনা
আমি একলা আন্ধারে।
বন্ধুরি বিরহে আমি,
খুঁজি তোমারে,
তুমি কোথায় আছো কোথায়,
দেইখা যাও আমারে।
জোনাকির আলো আছে লাগেনা ভালো
তুমি ছাড়া সবই বন্ধু আঁধারো কালো।
নদী নাও আমারে সাথে নাও।
আমার পানে ফিরে চাও।
রাতের চান্দের আলো ঝরে বন্ধু,
তোমারো ঘরে।
হায় আলো যে ঝরেনা
আমি একলা আন্ধারে।
বন্ধুরি বিরহে আমি,
খুঁজি তোমারে,
তুমি কোথায় আছো কোথায়,
দেইখা যাও আমারে
শিল্পীঃ- শিরীন।
এ্যালবামঃ-মাতোয়ালী।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০
নিলু বলেছেন: লিখে যান