![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
নিমন্ত্রণ
পল্লী কবি জসীম উদ্দীন
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি,
মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,
তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়।
আমাদের দেশের প্রতিটি গ্রাম প্রতিটি শহরমুখী আর প্রবাসী মানুষকে নিমন্ত্রণ করে। নিমন্ত্রণ করে ভালোবাসার জন্য। নিমন্ত্রণ করে গ্রামকে যেনো গ্রামের মতো থাকতে দেই। নিমন্ত্রণ করে গ্রামকে যেনো ইট পাথর আর ময়লার ভাগাড়ে পরিণত না করি। প্রতিটি গ্রাম আমাদের নিমন্ত্রণ করে যেনো গ্রামকে আমরা আপন করে নেই। গ্রাম আমাদের নিমন্ত্রণ করে আমরা যেনো আমাদের শেষ ঠিকানা নষ্ট না করি। গ্রাম আমাদের নিমন্ত্রণ করে যেনো আমাদের গ্রামকে আমরা সবুজ শস্য শ্যামলা করি। গ্রাম আমাদের জন্য অপেক্ষা করে, যেমন অপেক্ষা করে মা তাঁর সন্তানের জন্য।
গ্রাম আমাদের যেই স্নেহ মমতা ভালোবাসা দিয়েছে, তাঁর কতোটুকু আমরা ফেরত দিতে পেরেছি? স্নেহ মমতা ভালোবাসার ঋণ অনেক বড় ঋণ। এই ঋণ পরিশোধ না করার ব্যর্থতা জীবনের যে কোনো সময় অনেক বড় আকারের দায় হয়ে দাড়াতে পারে।
ছবি: তিতাস নদী।
২| ১৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পল্লীকবি জসীম উদ্দীন
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০২৫ রাত ১২:২৫
সৈয়দ কুতুব বলেছেন: বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে
ভোরের দোয়েলপাখি — চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ