![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সমাবেশে ফের ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নিয়েছে নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির গাড়িবহরকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করার সময় অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী। এসময় চাপে পড়ে পুরো গাড়িবহর। এ সময় হাসনাত আব্দুল্লাহ নিজেই লাঠি নিয়ে নামার প্রস্তুতি নিলে তাকে পাশে সরিয়ে নেয় এনসিপির নেতাকর্মীরা।
এর আগে সকালের দিকে পদযাত্রার সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির চলতে থাকায় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশস্থলে ছিল না। এই সুযোগে হেলমেট পরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে ভাঙচুর চালায়। এ সময় চেয়ার টেবিলসহ অনুষ্ঠানের মঞ্চের হামলা চালায়।
পুলিশ জানায়, সমাবেশস্থলের পাশে থাকা খাল পাড় থেকে ছাত্রলীগ কর্মীরা এসে এই হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে একই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
এদিন সদর পুলিশের গাড়িতে আগুনের পর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা। বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।
ওসি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় ইউএনওর গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে তারা।
তারও আগে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। এ ঘটনায় হতাহতের তথ্য এখনো পাইনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩১
শাহ আজিজ বলেছেন: লাইভ যুদ্ধ দেখছি পি সি তে ।
২| ১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৫০
কাঁউটাল বলেছেন: হাউয়ামীদের আরেকবার টাইট দিতে হবে।
১৬ ই জুলাই, ২০২৫ রাত ৯:২১
শাহ আজিজ বলেছেন: হাউয়াসিনারে ?
৩| ১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৩
কাঁউটাল বলেছেন: ভাদা এবং বাল কুকুররা আরেকদফা পোংগা খাওয়ার জন্য রেডি হও।
১৬ ই জুলাই, ২০২৫ রাত ৯:২২
শাহ আজিজ বলেছেন: রেডি ---------------------------------------------
৪| ১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৭
মাথা পাগলা বলেছেন: "মুজিববাদ মুর্দাবাদ" উস্কানিমূলক স্লোগানকে কেন্দ্র করে ৫-৬ হাজার সেনা, ট্যাংক, APC নামিয়ে দেওয়াটা কি আদৌ ইনটেরিম সরকারের কাজ? বরং মনে হচ্ছে জামাত ও তার গুপ্ত বাহিনীর কোনো ছায়া সরকার এখন দেশের নিয়ন্ত্রণে, আর গণতন্ত্রের মুখোশ পরে পুরনো সেনাশাসনের চেতনা ফিরে এসেছে। এটা কিসের ইঙ্গিত? সেনাবাহিনীর দায়িত্ব কি উস্কানি দানকারীদের রক্ষা করা, না জনগণকে নিরাপত্তা দেয়া? ইনটেরিমের নামে এ এক নগ্ন ক্ষমতা প্রদর্শনের উৎসব চলছে, যার পেছনে গণতন্ত্র নেই, আছে নিছক প্রতিহিংসা আর গুটিবাজের রাজনীতি।
৫| ১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: নিরাপদে আছে। ঢাকা চলে আসতেসে ।
ঢাবিয়ান @তারেক রহমান কে কোনোভাবে দায়ি করা যায় না ?
৬| ১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫২
ঢাবিয়ান বলেছেন: @ সৈয়দ কুতুব , মির্জা ফখরুল নিন্দা জানিয়েছে এই ঘটনার। তবে বিএনপির কর্মী, সমর্থকদের কান্ডকীর্তি দেখলাম ফেসবুকে। জুলোকারনাইন সায়েরতো এই ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে লিখেছে - হোস্টাইল এলাকায় গিয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তা চাওয়া হচ্ছে, যেন জানমাল রক্ষায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়। যেই খেলাটা শুরু করেছেন সেটা শেষ করতে পারবেন তো? দর্শক ক্ষেপে গেলে কিন্তু স্টেডিয়াম থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।
নাহিদরা যেহেতু মরে যায় নাই, তাই গোপাল্গঞ্জের ঘটনা সায়ের এর মতে একটা নাটক!!!
বিএনপির অতি উতসাহী সমর্থকেরা বিএনপির বিপদের কারন হবে শেষে। এনসিপি কেবল একটা রাজনৈতিক দল না, এনসিপি বিপ্লবীদের দল।
৭| ১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫৫
লুধুয়া বলেছেন: আরো কয়েকদিন যেতে দিন। জন গণ পিটিয়ে তক্তা করে দেবে এই পাকিস্তানি পন্থীদের
৮| ১৬ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৫
মাথা পাগলা বলেছেন: ঢাবিয়ান বলেছেন: জুলোকারনাইন সায়েরতো এই ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে লিখেছে - হোস্টাইল এলাকায় গিয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তা চাওয়া হচ্ছে, যেন জানমাল রক্ষায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়। যেই খেলাটা শুরু করেছেন সেটা শেষ করতে পারবেন তো? দর্শক ক্ষেপে গেলে কিন্তু স্টেডিয়াম থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।
নাহিদরা যেহেতু মরে যায় নাই, তাই গোপাল্গঞ্জের ঘটনা সায়ের এর মতে একটা নাটক!!!
এসব হাস্যকর কারণে সায়েরকে আর গুরুত্ব দেই না। মনে হয়, সেনাবাহিনী কল পেয়েই যেন ২ মিনিটে লটবহর নিয়ে গোপালগঞ্জে হাজির - প্রটেকশনের নামে মহড়া। গতকাল রাতেই দেখলাম, সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিশিয়াল পেইজ থেকে "হাসিনা পতন-জুলাই" টাইপ কিছু কাটাছেঁড়া ভিডিও শেয়ার করা হয়েছিল - একেবারে রাজনৈতিক প্রচারণার নতুন স্টাইল!
এনসিপির আসল শক্তিটা কোথায়? জনগণের ভালোবাসায়, নাকি সরকারি ছাতার নিচে? যদি জনগণ এতটাই পাশে থাকত, তবে প্রতিটি জনসভায় পুলিশি পাহারা আর ব্যারিকেডের দরকার হতো না। তাদের ফেসবুক পেইজের ভিডিওগুলা এমনভাবে এডিট করা, যেন মনে হয় জনস্রোত। অথচ ক্যামেরা একটু ঘুরলেই ফাঁকা মাঠ।
হাসিনা-বিএনপির জনসমাবেশে কোনদিন এরকম প্রটেকশন দেখি নাই। আর সবচেয়ে মজার বিষয় - প্রত্যেকটা সমালোচনায় সেনাবাহিনী কিংবা আইন-শৃঙ্খলা বাহিনী সরাসরি লাফ দিয়ে পড়ে। এটা কি রাজনৈতিক দল, না নিরাপত্তা বাহিনীর ফ্র্যাঞ্চাইজি শাখা?
এরকম এনসিপি যুগে যুগে বাংলাদেশে এসেছে প্রতিবারই দেশের মানুষ প্রতিবাদ করেছে, টিকতে পারেনি। এবার টিকতে পারে কিনা দেখা যাক। আশার কথা জুলাইয়ে পর বাংলাদেশের মানুষ আগের থেকে অনেক রাজনৈতিক সচেতন।
৯| ১৬ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
রাজীব নুর বলেছেন: এনসিপির আজ কপাল ভালো।
বড় বাচা বেঁচে গেছে।
১০| ১৬ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১০
সৈয়দ কুতুব বলেছেন: লেখার রিপলে না দিলে কেন লিখেন ?
১৬ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫০
শাহ আজিজ বলেছেন: আমি নিচতালার আড্ডায় টি ভিতে মৌজে ছিলাম ।
১১| ১৬ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
ঢাবিয়ান বলেছেন: @ মাথা পাগলা , নিকটা একদম পার্ফেক্ট নিসেন যেমন নিক, তেমন আবোল তাবোল সব কথা!
১২| ১৬ ই জুলাই, ২০২৫ রাত ৮:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এনসিপি'র তরুণ নেতা-কর্মীদের সাহস প্রশংসনীয়।
একদম ঘাঁটিতে চলে গিয়েছে তারা!
১৩| ১৬ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৭
লুধুয়া বলেছেন: এই পাকিস্তানপন্থী নেতাদের দেশের সেনাবাহিনী সাহায্য লাগলো কেনো। পাকি আর্মিদের ডাকা উচিত ছিলো
১৪| ১৬ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৪
কামাল১৮ বলেছেন: দেখে মজাই পেলাম।তবে তিন জন নিহিত হওয়া দুঃখজনক ঘটনা।তাদের পরিবারের জন্য সমবেদনা।
১৫| ১৬ ই জুলাই, ২০২৫ রাত ১১:১৮
রিফাত হোসেন বলেছেন: সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এনসিপি'র তরুণ নেতা-কর্মীদের সাহস প্রশংসনীয়।
একদম ঘাঁটিতে চলে গিয়েছে তারা!
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২৫
ঢাবিয়ান বলেছেন: অন্তবর্তী সরকারকে দায় নিতে হবে। তাদের ক্ষমতায় থাকাবস্থায় এমন ঘটনা কি করে ঘটে?
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছে তাদের পুলিশ ও প্রসাষনের পক্ষ থেকে জানানো হইসিল যে পরিস্থিতি ভাল। কোণ সমস্যা নাই। আর এনসিপি সেখানে গিয়ে দেখে হেলমেটলীগ পুরাই যুদ্ধংদেহী অবস্থায় !! এসব প্রস্তুতি নিশ্চই পুলিশের অন্তরালে ঘটে নাই।
//www.youtube.com/watch?v=GyD74ZsN7d4