নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মজনুর রহমান

মোঃ মজনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মাত্র ১০ দিনেই মেশিন রিডেবল পাসপোর্ট !!

২১ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৯

ভাবতেই পারিনি মাত্র ১০ দিনেই মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়া সম্ভব হবে।কোন দালাল ধরতে হয়নি, ঘুষ দিতে হয়নি এবং মাত্র টাঃ ৩০০০/- সাধারন ফিস দিয়ে, আজই দুপুরে রাজশাহীর বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে এলাম। এজন্য অবশ্য ধন্যবাদ দিতেই হয় রাজশাহীর বিভাগীয় পাসপোর্ট অফিস এর সহকারী পরিচালক, জনাব মধূসুদন সরকারকে । তাঁর অমায়িক ব্যবহারে প্রীত হয়েছি। আর ডাঃ মৌসুমী,আমার বড় ভাগ্নি, ওকেও একটুস্ ধন্যবাদ দিলাম।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪৮

আঁমিঁ ভুঁতঁ বলেছেন: এইটা কোন আজব দেশের গজব কাহিনী শুনাইলেন!!

২| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৫

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: আপনার মামু আছে। আমাদের নাই। আমরা এতো সহজে পাই না।

৩| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২১

মোমের মানুষ-২ বলেছেন: আপনার মামু আছে। আমাদের নাই। আমরা এতো সহজে পাই না।

৪| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৭

দ্যা লায়ন বলেছেন: আগে যখন শুধু সরকার নিয়ন্ত্রিত ছিলো পাসপোর্ট অফিস তখন ৫০ টাকা বেশি দিলে একটা পাসপোর্ট যথা সময়ে হাতে চলে আসতো,পরে যখন সেখানে তিন জাত আসলো গভমেন্ট,প্রাইভেট সেক্টর এবং আর্মি এখন সরকারি ফি এর বাইরেও লাগে তিন হাজার তাও অসময়ে হাতে আসে পাসপোর্ট।দামি লোকের দর বেশি। সে যাইহোক এই সমস্যা এখন কিছুটা লাঘব হয়েছে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে।

৫| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯

নিজাম বলেছেন: ধন্যবাদ আপনাকে এই সংবাদ জানানোর জন্য।

৬| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬

রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন

৭| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

আরিফুর রহমান পলাশ বলেছেন: ভাই আপনিতো চাঁদ কপালের লোক। আপনাকে কখনো সামনাসামনি পেলে কপালে কপাল ঘষে নিতাম। আমিও রাজশাহী থেকে মেশিন রিডেবল পার্সপোর্ট করিয়েছি। সময় নিয়েছে মাত্র দুইমাস। আমার পার্সপোর্ট পাবার সময় ছিল গত ডিসেম্বরের ১২ তারিখের মধ্যে। আর আমি সেটা পেয়েছি এইবছর জানুয়ারির মাঝামাঝিতে। একেই বলে কপাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.