নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাল্মিকীর কুটির

মজনু শাহ

আমি এক ড্রপআউট ঘোড়া

মজনু শাহ › বিস্তারিত পোস্টঃ

যামিনীচারিতা

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬





সেইসব রোগা ও মোটা মায়েদের কথা মনে পড়ে, স্কুলমাঠে যারা মিউজিক্যাল চেয়ারের খেলায় আনন্দ পেয়েছিল। আজ বুঝতে পারি, এ বিশ্বকে আমি নিরাসক্তভাবে দেখতে পারিনি। চুরি করা পেঁপে হাতে বাড়িতে ঢুকেছি। কেবল হস্তমৈথুনের সময়ই চিনতে পেরেছি নিজেকে। হাতির পিঠে ওঠার শখও ছিল। বন্দুক হাতে নিলেই এখনো আমি হাসতে হাসতে গড়িয়ে পড়ি ধুলোয় । আজকাল একটা শান্ত পুকুর পাড়ে, শামুক হয়ে পড়ে থাকতে ইচ্ছে হয়, দূর থেকে একটা ক্ষুধার্ত রাজহাঁস যাতে আমাকে দেখে ছুটে আসে...

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

নিয়েল হিমু বলেছেন: প্রিয় কবি আপনি সামুতেও আছেন !!

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

মজনু শাহ বলেছেন: এখানেই শুরু হয়েছিল একদিন...আবার পুরোনো বাড়িতে ঘুরতে আসা ...

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

মামুন রশিদ বলেছেন: অনবদ্য!


ব্লগে নিয়মিত হলে মন্দ হয় না, প্রিয় কবি@

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

মজনু শাহ বলেছেন: হ্যাঁ, অনেক দিন পরে... ফের

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

শ্রাবণধারা বলেছেন: হস্তমৈথুনের সময়ই নিজেকে চিনতে পেরেছেন, তাহলে ঐ কর্মই করতে থাকেন, শীঘ্রই নির্বান লাভ করে ফেলবেন।

২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

মজনু শাহ বলেছেন: আপনার পাঠপদ্ধতির জয় হোক। কবিতা মূলত আত্মজীবনী নয়। অন্য কিছু।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

সায়েম মুন বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে।
আশা করি এখানে আবার নিয়মিত হবেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৮

মজনু শাহ বলেছেন: দেখা যাক, নিয়মিত হতে পারি কিনা।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এইটা কোন বই এর কবিতা মজনু ভাই। লীলাচূর্ণের? আগেও পড়েছি; পছন্দের কবিতা।

ভালো থাকুন।


- নাহোল।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪০

মজনু শাহ বলেছেন: এটা আসলে জেব্রামাস্টারের পাণ্ডুলিপিতে রেখেছিলাম। পরে বাদ দিয়েছি বইটা থেকে। পরের সংস্করণে লেখাটা দেবার ইচ্ছে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.