![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার এসেছি সেই ভুতুড়ে মাঠে। কিছুক্ষণ বসব।
আমের মুকুল ঝরেছে অনেক। গাধার পিঠে যিনি এখন মাঠ
পেরোলেন, উনি যিশুর সাঙ্গাত নন। তার পিছে খুব নিস্পৃহ ভঙ্গিতে
হেঁটে গেল এক অচেনা বৌদ্ধ শ্রমণ। আমি তার ভিক্ষাপাত্র
হতে পারতাম। বা তাকে অনুসরণ করা কোনো পাখি।
কারো গানহারা এক পাখি হতে পারতাম যদি সন্ধেবেলা!
দশ পাল্লা ঘুম জেগে উঠছে আমার ভিতরে।
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: ভূত বলতে কিছু নেই। কাজেই সারা রাত মাঠে শুয়ে বসে থাকতে পারেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০
বিজন রয় বলেছেন: অল্পের ভিতরে অনেক। অর্থবোধক কবিতা।
+++
আপনার লেখা ভাল হয়।