![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কম্পিউটারের সি ড্রাইভ কিছুদিন পর পর বোঝাই হয়ে যায়, লো ড্রাইভ স্পেস দেখায়, কোন ভাবেই ড্রাইভ খালি করতে পারিনা, বাধ্য হয়ে উইন্ডোজ নুতন করে সেটআপ করতে হয়। সি ড্রাইভে কোন কিছু ডাউনলোড করি না বা কোন কিছু ইনস্টল করি না। এই বিপদ থেকে রক্ষা পেতে আপনাদের জরুরী সাহায্য চাই।
২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৯
দি সুফি বলেছেন: সি ড্রাইভের সাইজ কত? কোন অপারেটিং সিষ্টেম ব্যাবহার করেন?
৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৭
রাজীব বলেছেন: টিম ভিউয়ার ইনস্টল করে আমাকে আইডি ও পাসওয়ার্ড দেন। দেখি ঠিক করতে পারি কি না
http://www.teamviewer.com
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:২২
মেলবোর্ন বলেছেন: জোবায়ের ভাই একটা স্ক্রিন শট দিলে ভালো হতো যে কি পরিমান ফাইল দিয়ে ভরে যাচ্ছে বা কি কি প্রগ্রাম ইন্সটল করা আছে আপনার পিসি তে , যাই হোক সবার আগে ভাইরাস ও ম্যালওয়ার চেক করুন, ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক গিফ্রগ করে দেখতে পারেন।
আপনি উইন্ডেজ নাকি লিনাক্স ইউজ করেন। উইন্ডোজ করলে কোন ভার্সন এন্টি ভাইরাস ও ম্যলওয়ার চেকার ফ্রিভার্সন ও পাওয়া যায় যদি না থাকে এখান থেকে নামিয়ে নিন http://www.filehippo.com/