![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে পড়লাম। টেকি হেল্প চাই।
আমার পিসি টি সর্টকাট ভাইরাসের কবলে পরেছে। যে কোন পেনড্রাইভ ঢুকালেই সব ফাইল শর্টকাট হয়ে যাচ্ছে, AVG দিয়ে স্ক্যান করলাম লাভ হল না।
win রিইনস্টল ছাড়া আর কোন বুদ্ধি আছে?
৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:০৬
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
অফিসে পিসিতে লাগিয়ে, পেড্রাইভের ফাইল স্ক্যান করে উদ্ধার করেছি।
কিন্তু আমার পিসিতে লাগালে আবার শর্টকাট হয়ে যাচ্ছে,
পিসির সর্টকাট আপদ থেকে কিভাবে বাচবো?
২| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৬
এন ইউ এমিল বলেছেন: ভাই গুগলে এর প্রচুর সমাধান আছে, এইতো ৩/৪ দিন আগে আমিও এই বিপদে পড়েছিলাম, গুগল আমাকে সমাধান দিছে, একটু ঘাটা ঘাটি করেন, বাংলায় সার্চ দেন পাইয়া যাইবেন।
৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:১৬
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ভাই সাগর সেচতে বলছেন?
গুগল বেশীরভাগ সময়েই আমাকে বিভ্রান্ত করে, আর আমার মোবাইল সিম-মডেম, লিমিটেড ডাটা।
৩| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:২৭
এন ইউ এমিল বলেছেন: তাহলে আর কি করবেন,
আমার কাছে ছোট টাকটা সফ্ট আছে এইটা দিয়া কাজ হয় এইটা নিতে পারবেন?
৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৩১
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: দেন।
৪| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৫
টি-ভাইরাস বলেছেন: আমি এই সমস্যা সমাধান করেছি avast internet security ব্যাবহার করে , আপনে আপনার পিসিতে এইটা সেটআপ করে ওদের boot time scan টা চালান সব ঠিক হয়ে যাবে
৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:০৪
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
এটা কি ফ্রী?
৫| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৭
যাযাবর জোনাকী বলেছেন: Avast Free version ইন্সটল করে একবার বুট টাইম স্ক্যান করেন, ঠিক হয়ে যাবে আশা করি। http://www.avast.com/index
৬| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০০
টি-ভাইরাস বলেছেন: Avast Free version দিয়ে কাজ হবে না , আপনে ওদের avast internet security
ডাউনলোড করে ব্যাবহার করেন , ১ মাস ফ্রী ব্যাবহার করতে পারবেন
৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। নামিয়ে দেখি, কি হয়।
৭| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০২
টি-ভাইরাস বলেছেন: যাযাবর জোনাকীঃ ভাই Avast Free version তে বুট টাইম স্ক্যান নাই
৮| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
অংকন কুরী বলেছেন: ৩ টা স্টেপস
You have to do these scans must
1. Click This Link
(Download- open and click #delete and after it finish do #restart)
2. Click This Link
(#Scan and delete)
3. http://www.malwarebytes.org/
(Do a full scan to your computer)
If you need more help ask here-
https://www.facebook.com/groups/geniusmail/
৯| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
টি-ভাইরাস সঠিক বলেছেন, avast internet security ভাল সমাধান।
১০| ০১ লা জুন, ২০১৪ ভোর ৫:০২
সকাল হাসান বলেছেন: boot time scan দেন একটা - শর্টকাট ভাইরাস দূর হয়ে যাবে। আমিও বেশ কয়েকবার এই ঝামেলায় পড়ছিলাম।
১১| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৮
স্বাধীনতা_bd বলেছেন: ব্লগে নতুন মন্তব্য করার মত সাহসী হতে সময় লাগবে...
১২| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৩
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
নেটে বিভিন্ন ফোরাম সাইটের ডিসকাশনে দেখি অনেকেই ESET NOD32 Smart Security কে প্রেফার করে। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। যদিও আমি কখনো এই সমস্যায় পড়িনি। কারন আমি এই ESET NOD32 Smart Security ব্যবহার করছি বহুদিন থেকে।
১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ESET NOD32 Smart Security কি ফ্রী?
আপনি ব্যাবহার করে স্যাটিস্ফাইড তো।
আমি অবস্য টি ভাইরাস ভাইয়ের দেয়া এভেষ্ট ইউজ করে বুট টাইম স্ক্যান করে ক্লিন করেছি। ডেট ওভার হওয়াতে আনিন্সটল করেছি।
এখন এভেষ্ট ফ্রী ভারশান লাগাবো না আপনারটা লাগাবো ভাবছি।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৬
মাথা ঠান্ডা বলেছেন: আমি এরকম সমস্যায় পরেছিলাম। পেন ড্রাইভ লেপটপে ঢুকালে সবকিছুই শর্টকাট দেখায় মছিবতে পরলাম । একজন বলল, উইনডোজ নতুন করে দিতে হবে। আমি এত ঝামলোয় যাইতে চাইনাই । কারন আমি আবার ননটেকি পারসন। পেন ড্রাইভের সব কিছু অন্য একটা পিসিতে ঢুকিয়ে পেন ড্রাইভটি ফরমেট দিয়ে দিলাম। বাস শর্টকাটের খেল খতম ।