নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুদিনের এই দুনিয়াতে- সবাই মুসাফির

মুসাফির...

আমি : মানুষটা বোকা..ভাল লাগে : নীরব কান্না ..প্রিয় ছিকনামা : ভাত দে .. দহনপ্রিয় বই : নহন্যতে... (মৈত্রেয়ী দেবী)প্রিয় মানুষ : ঐ তাবলিগ ওয়ালাপ্রিয় কবিতার লাইন : ধরনী বিলাসকুঞ্জ নহে নহে কারো .. অভাব বিরহ আছে . আছে ...খারাপ লাগে : লাজনীতি.. প্রিয় গান : তুমি কি সেই আগের মত আছ..প্রিয় প্রাণী : মিঁউ.. (আছে দুইটা)ঘৃণা করি : সেই সব মিথ্যাবাদী..প্রিয় খাবার : শিমের ডাল, লইট্টার শুটকী ..স্বরনীয় : নাই .. ফুক্কু.. : সতের বছর ব্রেক অব ষ্টাডি অত:পর সেকন্ড ক্লাস...

মুসাফির... › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক পুলিশী চেকিং ও আমার অভিজ্ঞতা..

১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫

চাকরীর সুবাদে প্রতিদিন প্রায় 15 কিলোমিটার সিএনজিতে চলতে হয়। গত ০৯/০৩/২০১৪ বিকাল 3.50 এর সময় কর্মস্থল থেকে আসছিলাম- হঠাৎ এক চতুর্থাংশ আসার পর সি এনজি ওয়ালা বলল “কারো কাছে কি কোন অবৈধ কিছু আছে?” বলতে বলতে গাড়ী প্রায় থামাতে চলল।



প্রতিদিনেই এই চেক এর বিষয়টি প্রত্যক্ষ করি- কিন্তু কোন ড্রাইভার এমনটি প্রশ্ন করতে দেখিনী। সিএনজি ওয়ালার আজকের এই প্রশ্ন করার প্রক্রিয়াটি নতুন- আমি সামনের সীটে ড্রাইভারের বামদিকে বসা।



- আমি তাই বিরক্ত হয়ে ড্রাইভারকে বল্লাম- এইটা জিজ্ঞাসা করার কি তোমার কোন প্রয়োজন আছে?

ড্রাইভার জবাব দেয়- প্রয়োজন আছে-

আমি বল্লাম- এটা কি তোমার দায়িত্ব?

ড্রাইভার জবাব দেয়- দায়িত্ব না হলেও আমি জিজ্ঞাসা করছি- কারন অবৈধ কিছু পাওয়া গেলে- গাড়ীর ড্রাইভার সহ গাড়ীর নামে মামলা হবে।



- আমি বিরক্ত হয়ে বল্লাম- তার মানে? ড্রাইভার কি সব যাত্রীকে চেক করে গাড়ীতে উঠাবে?

- সে জবাব দেয়- আমার চাচাত ভাইয়ের নামে মামলা হয়েছে- গাড়ী থানায় আটকিয়ে দেওয়া হয়েছে।



আমি চিন্তা করতে লাগলাম- গাড়ী ওয়ালা যেভাবে প্রশ্ন করছে – অবৈধ কিছু আছে কিনা? তার মানে যদি কোন সমস্যা কোন যাত্রীর মধ্যে থাকে তাহলে ড্রাইভার তাকে নামিয়ে দিবে। তাহলে চেকিং এর ফলাফলটা কি দাঁড়াল?

উত্তর হলো- “জিরো” কারন দায়ী হলো পুলিশের ব্যবস্থাপনা। গাড়ীর নামে মামলা হলে বা ড্রাইভারের নামে মামলা হলে তো ড্রাইভার যাত্রীকে নামিয়ে দিবেই।



সাথে সাথে আমার মাথায় একটা কথা আসল একজন বন্ধু একদিন তর্ক করতে করতে আমাকে বলেছিল- “একজন অপরাধী আইনের হাত ফসকে বেড়িয়ে গেলে আইনের যতটুকু না ক্ষতি হবে তার চেয়ে বেশী ক্ষতি হবে যদি একজন নিরপরাধ মানুষকে অপরাধী করা হয়”



কথাটার সত্যতা অনুভব করলাম আজ। কারন যাত্রী অবৈধ মাল বহনের দায়ে যদি সিএনজি ওয়ালাকে মামলায় না জড়ানো হতো তাহলে- আজ এই সিএনজি ওয়ালা এই প্রশ্নটি করতো না। বা অবৈধ মাল বহনাকারীকে নামিয়ে দেওয়ার চিন্তা মাথায় আসতো না। সিএনজি ওয়ালা অপরাধীকে ধরিয়ে দেওয়ার মানষিকতা নিয়ে যাত্রী বহন করতো।



আবারো বলছি- সেই কথাটি “একজন অপরাধী আইনের হাত ফসকে বেড়িয়ে গেলে আইনের যতটুকু না ক্ষতি হবে তার চেয়ে বেশী ক্ষতি হবে যদি একজন নিরপরাধ মানুষকে অপরাধী করা হয়”

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৪

স্টকহোম বলেছেন:
“একজন অপরাধী আইনের হাত ফসকে বেড়িয়ে গেলে আইনের যতটুকু না ক্ষতি হবে তার চেয়ে বেশী ক্ষতি হবে যদি একজন নিরপরাধ মানুষকে অপরাধী করা হয়”।
সর্ষের মধ্যেই যদি ভূত থাকে, তাহলে ভূত তাড়াবেন কি দিয়ে?
কে শুনবে এই নীতি কথা?
তাই জয় বাংলা বলে সামনে বাড়ো!

২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৩:০৬

চাইনা বলেছেন: লজিক বলিয়া একটা কথা আছে, পুলিশ নামের গরু-গাধা'রা মনে হয় এই বেপারে পুরাই বেখেয়াল ;)

৩| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪১

আল ইফরান বলেছেন: জয় বাংলা,
লুঙ্গি সামলা B-)) B-))

৪| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩

ঢাকাবাসী বলেছেন: লজিক, বিবেক, শিক্ষা, প্রশিক্ষন, দয়া, মায়া, যুক্তি...এসব বাংলাদেশের পুলিশের থাকেনা। আসলে ঘুষ বা টাকার লোভ ছাড়া এদের আর কিছুই নেই!

৫| ০৩ রা জুন, ২০১৪ ভোর ৫:৪৯

পংবাড়ী বলেছেন: এমন কিছু না

৬| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪১

পংবাড়ী বলেছেন: দেশের সমস্যার চাপে, মানুষেরা নিজেরাই সমস্যায় পরিণত হয়েছে।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:২১

কর্ণেল সামুরাই বলেছেন: সিএসজি ওয়ালা ঠিক কাজটিই করেছে। অবৈধকিছু আছে কিনা এটা জিজ্ঞেস করায় আপানার বিরক্ত হবার কারণ দেখিনা। সে তো সার্চ করে দেখেনি/ওয়ারেন্ট জারি করেনাই/ক্ষমতার অতিরিক্ত কিছু করেনাই যে বাড়তি মাতুব্বরী হবে। একজন পেশাদার হিসাবে তার সঠিক দায়িত্বই পালন করছে এবং এটাই করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.