নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন চাত্র।আমি শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ পড়ি।

ছাত্র

mdabul4579

আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি

mdabul4579 › বিস্তারিত পোস্টঃ

হাদিস

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬

নবীজি দাঁড়ি কি এ কারণেই রেখেছিলেন যে তিনি মনে করতেন এতে আল্লাহর ইবাদাত হচ্ছে! নবী মুহাম্মদ, নবী হওয়ার পর ইবাদাত হিসেবে দাড়ি রেখেছিলেন নাকি নবী হওয়ার পূর্বেই তার দাড়ি ছিলো!আল্লাহ কি দাড়ি দেখে নবী নির্বাচিত করেন?

" তিনি(হারুণ) বললেনঃ হে আমার জননী-তনয়, আমার শ্মশ্রু ও মাথার চুল ধরে আকর্ষণ করো না;
আমি আশঙ্কা করলাম যে,তুমি বলবেঃ তুমি বনী-ইসরাঈলের
মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখনি।"
২০:৯৪

He [Hârûn (Aaron)] said: "O son of my mother! Seize (me) not by my beard, nor by
my head! Verily, I feared lest you should say:
'You have caused a division among the Children of Israel, and you have not respected
my word!' "
20:94

যেখানে আল্লাহর সাথে শিরক হচ্ছে সেখানে দাড়ি নিয়ে ভাবার টাইম আছে!
এ আয়াতটি নিয়ে ভেবেছিলাম। মানুষের কতটা রাগ হলে পরে দাঁড়ি ধরে টানতে পারে? নবী মুসা রাগবসত তার ভাইয়ের দাড়ি ধরে টেনেছিলেন। নবী মুসা মনে করেননি যে দাঁড়িতে আল্লাহর ইবাদাত হয়। এটা সামান্য জিনিস,মাথার চুল কেমন! ইচ্ছা হলে রাখলো না হলে কেটে ফেললো।
আজকেও যদি কোন দাড়িওয়ালা পাবলিকের ওপর আমার রাগ হয়ে তার দিকে হাত উঠেও যায় তবুও দাঁড়ি ধরে মনে হয় না টানবো!
এমন না যে নবী মুহাম্মদ প্রথম দাড়ি রাখা শুরু করছেন। দাড়ি আগের মানুষেরও ছিলো। দাড়ি পুরুষের হয়,তবে কোন পুরুষের নাও হতে পারে।মহিলার ব্যতিক্রম হলে হতেও পারে, সঠিক জানি না। পড়েছিলাম কোথাও। যে পুরুষের দাড়ি নেই তাহালে সে কি দাড়ি রাখার ইবাদাত থেকে বঞ্চিত? অবশ্যই না,কারণ এটা কোন ইবাদাতের মাধ্যম না।

দাড়ির ইনসাল্ট বলে যদি কিছু থেকে থাকে তাহালে তো দাড়ির ইনসাল্ট সে দিনও হয়েছিলো যেদিন নবী মুসা তার ভাইযের দাড়ি ধরে টেনেছিলেন। অবশ্য তিনি ব্যংগবশত তা করেননি। আমার আহবান তাদের কাছে যারা গোড়া , দয়া করে দাড়ির ব্যাপারে কঠোর হবেন না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭

mdabul4579 বলেছেন: হাদিস পরি জীবনর গড়ি

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৩

সৃজনশীলপ্রয়াস বলেছেন: এক শিয়ালের লেজকাটার গল্পটা মনে পড়ে গেল, হয়ত আপনার লেখাটা তার কারন। রাসুলুল্লাহ (সাঃ) দাড়ী বিহীন মানুষের দিকে তাকাতেন ঘ্রনা করতেন।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫৯

কাহাফ বলেছেন:
চামচিকার কাহিনী মনে পড়ল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.