![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেরেবাংলা এগ্রি ইউনিভার্সিটি তে পরি
মুক্তিযুদ্ধ
তুমি কি দেখেছ সেই যুদ্ধ?
যেথায় পুঞ্জিভূত খব জমা ছিল
ত্রিশ লক্ষ লোক প্রান হারাল
দুলক্ষ মা-বোন লজ্জায় জড়াল।
কত লোক যে হল ঘর হারা
কত লোকের জীবন ছন্নছাড়া।
কত মায়ের কোল যে হল খালি
কারও কারও সম্পদ হল ভারী।
এক পক্ষ এতে ফুলে-ফেপে উঠল
আর এক পক্ষের কপালে গড়িবি জুটল।
যতই চাই মুক্তিযুদ্ধকে ভুলতে
এর ফল সুদূরপ্রসারী তা আর বলতে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৫:৪১
শুভ্র বিকেল বলেছেন: বেশ হয়েছে!