নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো অনীক

মো অনীক › বিস্তারিত পোস্টঃ

আইসিসি রেঙ্কিংয়ের নিয়ম

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:২২


অনেকেই প্রশ্ন করেন আইসিসি
রেঙ্কিং কিভাবে হিসাব করা হয় বা
অনেকেই এটা সম্বন্ধে ভুল ধারনা
নিয়ে থাকেন তাদের কাছে এটা
অনেবকটা ক্লিয়ার করার জন্যই
লিখাটা।।
আজ লিখছি টেষ্ট রেটিং নিয়ে অন্য
আরেকদিন লিখব ওযানডে রেঙ্কিং
নিয়ে
প্রথমেই জেনে রাখা ভালো টেষ্ট
সিরিজে রেটিং কিভাবে হিসাব
করা হয়
কোন টিম একটা টেষ্ট ম্যাচ জিতলে এক
রেটিং করে পায় এবং টেষ্ট ড্র করলে
প্রত্যেকটিম পায় ০.৫ রেটিং।।
তবে কোন টিম টেষ্ট সিরিজ জিতলে
আরো অতিরিক্ত এক রেটিং পয়েন্ট
বোনাস হিসেবে পায়।।
উদাহরন হিসেবে বলা যায় মনে করুন
বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকা
টেষ্ট সিরিজে বাংলাদেশ দক্ষিন
আফ্রিকার বিরুদ্ধে ২-০ তে টেষ্ট
সিরিজ জিতলো।।
সেক্ষেত্রে বাংলাদেশের মোট
রেটিংয়ের সাথে দুই ম্যাচ জিতার
জন্য দুই পয়েন্ট এবং সিরিজ জিতার জন্য
অতিরিক্ত এক পয়েন্ট অর্থাৎ মোট তিন
রেটিং পয়েন্ট পাবে
এবার আসি পয়েন্টের হিসাবে।।
পয়েন্ট হিসাব করা হয় দুটি টিমের
পয়েন্টের ব্যাবধানের ভিত্তিতে
আসুন জেনে নিই আইসিসি টেষ্ট
রেঙ্কিংয়ে পয়েন্ট কিভাবে হিসাব
করা হয়
১. কোন টেষ্ট ম্যাচে যখন দুটি টিমের
পয়েন্টের ব্যাবধান ৪০ পয়েন্টের কম হয়
সেক্ষেত্র
★ বিজয়ী টিম টেষ্ট জিতার জন্য ৫০
পয়েন্ট করে পাবে এবং
★ পরাজিত টিম তাদের মোট পয়েন্ট
থেকে ৫০ পয়েন্ট হারাবে
উদাহরন: মনে করুন বাংলাদেশ বনাম
জিম্বাবুইয়ে টেষ্ট ম্যাচ খেলা হচ্ছে।
বাংলাদেশের পয়েন্ট ৭৫০ এবং
জিম্বাবুইয়ের পয়েন্ট পয়েন্ট ৭২০।
তাদের পয়েন্টের ব্যাবধান মাত্র ৩০
পয়েন্ট।।বাংলাদেশ জিম্বাবুইয়ের
ম্যাচে বাংলাদেশ জিতলো।।
সেক্ষেত্রে বাংলাদেশের মোট
পয়েন্টের সাথে যোগ হবে ৫০ পয়েন্ট
অর্থাৎ বাংলাদেশের পয়েন্ট হবে ৫০০
এবং জিম্বাবুইয়ে তাদের মোট পয়েন্ট
থেকে ৫০ পয়েন্ট হারাবে।। অর্থাৎ
তাদের পয়েন্ট হবে ৬৭০
২. দুইটি টিমের পয়েন্টে ব্যাবধান যদি
৪০ পয়েন্টের বেশি হয় তাহলে
★রেঙ্কিংয়ের উপরে থাকা টিম যদি
রেঙ্কিংয়ে নিচে থাকা টিমের
বিরুদ্ধে জিতে তাহলে তারা মাত্র
দশ পয়েন্ট পাবে এবং
রেঙ্কিংয়ে উপরে থাকা টিম যদি
নিচের টিমের কাছে হারে তাহলে
তারা ম্যাচ হারার জন্য ৫০ পয়েন্ট তো
হারাবেই এবং সাথে আরো ৪০
পয়েন্টও বিয়োগ হবে।। অর্থাৎ তারা
মোট ৯০ পয়েন্ট হারাবে
উদাহরন
মনে করুন বাংলাদেশ দক্ষিন আফ্রিকা
টেষ্ট খেলা হচ্ছে। বাংলাদেশের
পয়েন্ট ৭৫০ এবং দক্ষিন আফ্রিকার
পয়েন্ট ১৫০০। তাদের পয়েন্টের
ব্যাবধান ৪০ পয়েন্টের বেশি
দক্ষিন আফ্রিকা যদি বাংলাদেশের
বিরুদ্ধে জিতে তাহলে তারা দশ
পয়েন্ট পাবে।। সেক্ষেত্রে তাদের
পয়েন্ট হবে ১৫১০
এবং দক্ষিন আফ্রিকা যদি
বাংলাদেশের বিরুদ্ধে হেরে যায়
তাহলে তারা ৯০ পয়েন্ট হারাবে।
অর্থাৎ তাদের পয়েন্ট তখন হবে ১৪১০
★ এবং রেঙ্কিংয়ে নিচে থাকা টিম
যদি উপরে থাকা টিমের বিরুদ্ধে
জিতে তাহলে তারা ৯০ পয়েন্ট
পাবে এবং রেঙ্কিংয়ে নিচে থাকা
টিম যদি উপরে থাকা টিমের বিরুদ্ধে
হেরে যায় তাহলে তারা মাত্র ১০
পয়েন্ট হারাবে
উদাহরন: বাংলাদেশ যদি দক্ষিন
আফ্রিকাকে হারায় তাহলে
বাংলাদেশের পয়েন্ট হবে ৮৪০ এবং
বাংলাদেশ যদি হেরে যায় তাহলে
বাংলাদেশের পয়েন্ট হবে ৭৪০
আশা করি রেঙ্কিংয়েরর বিষয়টা
অনেকটাই ক্লিয়ার।। ওয়ানে রেঙ্কিং
নিয়ে এর পরের পোষ্টে লিখব।।
writer- #aneek
তথ্য: আইসিসি ক্রিকেট ডট কম/
উইকিপিডিয়া/ ক্রিকইনফো

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ । ওয়ান ডে নিয়ে লেখা চাই ।

২| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫

নয়ন বিন বাহার বলেছেন: ভালভাবে জানলাম।
অনেক ধন্যবাদ...........।

৩| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৩

তৌফিক মাসুদ বলেছেন: লেখা ভাল লাগল। তবে এসব রেটিং টেটিং কোন কাজে আসবেনা। মোড়লেরা আমাদের পছন্দ করেনা। তারা চায় ডলার আর ব্যবসা।

৪| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫২

মো্ মনির হোসেন বলেছেন: ধন্যবাদ। বাংলাদেশের
পয়েন্ট ৫০০ না হয়ে ৮০০ হবে

৫| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: নিয়মটা জানা ছিল না। ধন্যবাদ আপনাকে।

৬| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯

পীরবাবা বলেছেন: ধন্যবাদ ।

৭| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৫১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সাইফুর রহমান পায়েল বলেছেন: নিয়মটা জানা ছিল না। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.