নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম

“যে ব্যক্তি ভাল কাজ করবে, হোক সে পুরুষ কিংবা নারী, এবং সে ঈমানদার হবে, এরূপ লোক জান্নাতে দাখিল হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না।” (আন-নিসা ৪:১২৪)

ভালবাসা007

প্রত্যক মানুষের জীবনে কাউকে না কাউকে ভালবাসা প্রয়োজন। এম ডি আরিফ

ভালবাসা007 › বিস্তারিত পোস্টঃ

মায়ের বদ দুআর ফলে

৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৩

ছেলে-মেয়েরা অনেক সময় না বুঝে পিতা-মাতার অবাধ্য হয়। আর কিছু পিতা-মাতা এমনও আছেন যে, ছোট-খাটো কোন বিষয় হলেই সন্তানদেরকে বদ-দুআ বা অভিশাপ দেন। এটা আসলে ঠিক নয়। যদিও বাস্তবিক পক্ষে কোন পিতা-মাতাই তার সন্তানের অমঙ্গল কামনা করেন না, তথাপি কখনো সামান্য ছোট-খাটো দুঃখের ঝাল মিটাটে গিয়ে পিতা-মাতা মারাতœক ভাষায় বদ-দুআ বা অভিশাপ করে বসেন সন্তানের উপর। কখনো কখনো সেই বদ-দুআ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তাতে করে তার শাস্তি করুণভাবে ভোগ করে সন্তান। কিন্তু পিতা-মাতাও হয়তবা পরে অনুতপ্ত হয়ে কান্না-কাটি করে। তবে তখন তখন আর করার কিছুই থাকে না।

এ সম্পর্কে বনী ইস্রাঈলে একটি ঘটনা প্রশিদ্ধ আছে। সেযুগে এক আবেদ ছিলেন। তার নাম হল জুরাইজ। তিনি সর্বদা ইবাদত-বন্দেগীতে মগ্ন থাকতেন। একবার তিনি ইবাদতে মগ্ন হলেন। তখন তার মা এসে তাকে ডাকতে লাগল, জুরাইজ, এই জুরাইজ। কিন্তু আবেদ জুরাইজ ইবাদতেই মশগুল রয়ে গেলেন। মায়ের ডাকে সাড়া দিলেন না। মা তখন রেগে তার সন্তানকে বদ-দুআ দিলেন এই বলে যে, আল্লাহ তোমার মৃত্যু ততক্ষণ পর্যন্ত না দিন যতক্ষণ পর্যন্ত তিনি তোমাকে কোন অসৎমহিলার মুখ না দেখান। আল্লাহ তাআলা মায়ের সে বদ দুআ কবুল করে নিলেন। ইতিমধ্যে বেশ কিছু দিন অতিক্রম হয়ে গেলে। তার মা বৃদ্ধ হয়ে মারাযান। আর তিনি সদা সর্বদা ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। সেএলাকায় এক দুশ্চরিৎ মহিলা ছিল। সে এক রাখালের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে। ফলে তার পেটে বাচ্চা আসে। এ বাচ্চা যখন জন্ম গ্রহণ করল তখন লোকেরা ক্ষিপ্ত হয়ে মহিলাকে মারধর করতে লাগল। কার সাথে অবৈধ সম্পর্ক করে এবাচ্চা জন্ম হয়েছে তা যানতে চাইলো। দুশ্চরিত্র মহিলাটি তার প্রেমিক রাখালকে বাঁচানোর জন্য আবেদ জুরাইজ এর নাম বলে দিল। বলল এই সন্তান এই আবেদ জুরাইজের। লোকেরা আবেদের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আবেদ জুরাইজকে মারধর করতে লাগল এবং তার ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিল। আবেদ জুরাইজ কোনভাবেই তা লোকদেরকে বুঝাতে পারছিলেন না যে, এই সন্তান তার নয়, মহিলাটি মিথ্যা বলছে। লোকেরা বলছে যার পেটে সন্তান এসেছে সেমহিলা এখানে উপস্থিত, নবজাতক বাচ্চাও এখানে উপস্থিত। আপনার সাথে তার অবৈধ সম্পর্ক না থাকলে মহিলাটি কি করে আপনার কথা বলছে? জুরাইজ বললেন, আসলে এই বাচ্চাটি আমার না। আর মহিলা যা বলছে তা সম্পূর্ণটুকু মিথ্যা। লোকেরা বলল আমরা কিকরে বিঃশ্বাষ করবো যে এই বাচ্চাটি আপনার না আর এই মহিলার সাথে আপনার কোন সম্পর্ক ছিল না ? আপনার কাছে কি কোন প্রমাণ আছে? জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেলেন। সত্য উদঘাটনে আল্লাহর কাছে সাহয্য চাইলেন। নামাজ শেষে তিনি বাচ্চাটির মাথায় হাত রেখে বাচ্চার দিকে ইশারা করে বললেন, হে নবজাতক সন্তান! যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে বলছি, তুমি বলো কে তোমার পিতা? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবজাতকের মুখ দিয়ে কথা বের করে দিলেন। বাচ্চাটি বলল, আমার মা মিথ্যা কথা বলছে। আমার জন্মদাতা এই জুরাইজ না, আমার জন্মদাতা হলো অমুক রাখাল। তখন লোকেরা সবাই সেই মহিলাকে সত্য বলতে চাপ সৃষ্টি করল। মহিলা তখন নিরুপায় হয়ে ঘটনার সত্যতা স্বিকার করে বলল, হ্যাঁ, ঐ রাখালই এই সন্তানের পিতা। আমি তাকে বাঁচানোর জন্যই মিথ্যা বলেছি। আমি ভেবেছিলাম উনি ভাল লোক, তাই আপনার এই ঘটনা শুনেও তাকে কিছু বলবেন না। আর সেই সাথে আমি ও আমার এই বাচ্চার বাবাকে আপনাদের হাত থেকে রক্ষা করতে পারব।

তখন আবেদ জুরাইজ বললেন, আসলে এই মহিলাকে দোষ দিয়ে কি লাভ হবে। দোষতো আমারই। একবার আমার মা আমাকে বদ দুআ দিয়ে বলেছিলেন আল্লাহ যেনো তোর মৃত্যু ততক্ষণ পর্যন্ত না দেন যতক্ষণ পর্যন্ত কোন দুশ্চরিত্র মহিলার মুখ না দেখান। এটাই হল আমার মায়ের সেই বদদুআর পরিণাম। আল্লাহ তাআলালা আমার মায়ের বদ দুআর শাস্তি দুনিয়াতেই আমাকে এইভাবে দিলেন।

তাই আসুন, আমরা আমাদের সন্তানদেরকে বদ-দুআ বা অভিশাপ করা থেকে বিরত থাকি। তাদের ছোট-খাটো ভুল-ভ্রান্ত্রিগুলো সুন্দরভাবে বুঝিয়ে সংশোধন করার চেষ্ঠা করি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৭

পলাশমিঞা বলেছেন: হা ‍ভাই আমিও ভয়ে আছি, আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নেই।

আমার জন‍্য দোয়া করবেন।

২| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৫২

নীল_পদ্ম বলেছেন: বাস্তবিক পক্ষে কোন পিতা-মাতাই তার সন্তানের অমঙ্গল কামনা করেন না, কোন পিতা-মাতাই তার সন্তানের দ্বারা আঘাতপ্রাপ্ত হলে বদ-দো'য়া করার প্রয়োজনও পড়ে না।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৬

ফাহিম আহমদ বলেছেন: খুব সুন্দর লেখা ভাল লাগল

৪| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৬

নিশাচর২৮ বলেছেন: নীল পদ্ম এর সাথে একমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.