নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টারনেট জগতের সাথে পরিচিত হওয়ার পর থেকে এর গভীর পর্যন্ত জ্ঞান আহরণের চেষ্টা করেছেন, যতই গভীরে গিয়েছেন ততই এর প্রতি আরও আকৃষ্ট হয়েছেন। নিজে জানার আর অন্যকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে আজ সম্যহার ইন ব্লগের সাথে এতটা জড়িয়ে আছেন।

মোঃআশরাফ উদ্দিন খান

আমি একজন ৭ম শ্রেণীর ছাত্র।

মোঃআশরাফ উদ্দিন খান › বিস্তারিত পোস্টঃ

আপনার লেখার স্থায়ী পরিচয় ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করুন

০২ রা জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


আপনার লেখার স্থায়ী পরিচয় ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করুন

আপনি কি একজন লেখক, যিনি জ্ঞান, বিজ্ঞান বা যেকোনো বিষয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করেন?

লেখালেখি একটি সৃজনশীল যুদ্ধ—কিন্তু বর্তমানে লেখকরা যে বাস্তব সমস্যাগুলোর সম্মুখীন হন, সেগুলোর সমাধান হওয়া জরুরি। যেমন:

* ওয়েবসাইট কিংবা ফেসবুক এ লেখা কপি বা চুরি হয়ে যাওয়া।
* আইডি ডিজেবল হলে লেখাগুলো হারিয়ে ফেলা।
* বিভিন্ন সাইটে লেখা ছড়িয়ে থাকার কারণে প্রমাণ করতে না পারা— "এই লেখাটা আসলেই আপনার—এর প্রমাণ কী?"।
* হযবরল এবং অগোছালো হয়ে ছড়িয়ে থাকায় নির্ভরযোগ্য সার্বজনীন স্বীকৃত কোনো সোর্স নেই, নেই ভেরিফায়েড লেখক পোর্টফোলিও।
* লেখক-পাঠকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকার কারণে একাকীত্বে ভোগেন, সস্তা কন্টেন্ট এর ভীড়ে ভালো লেখাগুলো অবহেলিত হয়।

এই সমস্যাগুলির চূড়ান্ত সমাধান দিতেই, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একটি 'কেন্দ্রীয় ও ভেরিফায়েড প্ল্যাটফর্মে' যোগদানের জন্য।

### কেন এই প্ল্যাটফর্ম আপনার জন্য সেরা সিদ্ধান্ত?

আপনার সব লেখাকে এক জায়গায় সুসংগঠিত, নিরাপদ ও স্থায়ীভাবে সংরক্ষিত রাখার জন্য এখানে কিছু বিশেষ সুবিধা রয়েছে:

১. স্থায়ী কেন্দ্রীয় লেখক আইডি (Writer ID): এটি আপনার Bio, CV, গবেষণা, বই বা যেকোনো রেফারেন্সে ব্যবহারযোগ্য একটি 'স্থায়ী পরিচয় ও ব্র্যান্ডিং টুল' হিসেবে কাজ করবে। লেখা ছড়িয়ে নয়—এক জায়গায়, পরিচয়ের ভেতরে গেঁথে ফেলুন।

২. ডিজিটাল কপিরাইট সুরক্ষা ও মালিকানার প্রমাণ: ই-নলেজ আইডিয়াতে প্রকাশিত প্রতিটি লেখার সাথে যুক্ত থাকে একটি ভেরিফায়েড eID, যা লেখাটির ডিজিটাল মালিকানা ও প্রকাশের প্রমাণ হিসেবে কাজ করে।

৩. চুরি হলেও পাঠক আপনার কাছেই আসবে: যেকোনো লেখা স্ক্যান করলেই সরাসরি শনাক্ত করা যায় মূল লেখক ও তার সম্পূর্ণ পোর্টফোলিও। এমনকি আপনার লেখা কেউ কপি করলেও—প্রমাণ থাকবে আপনার হাতেই, আর পাঠক স্ক্যান করে সরাসরি আপনার কাছেই আসবে, আপনাকে চিনবে, ফলো করবে।

৪. স্বয়ংক্রিয় বই প্রকাশের সুযোগ: আপনার ধারাবাহিক লেখা, সিরিজ বা টিউটোরিয়ালগুলো অটোমেটিকভাবে একটি কেন্দ্রীয় জ্ঞানভান্ডারে সংগঠিত হয়, এবং 'এক ক্লিকেই স্বয়ংক্রিয় ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তরযোগ্য'।

৫. অন্যান্য সুবিধা: আপনার কেন্দ্রীয় লেখক প্রোফাইল থেকে ফ্রি প্রমোশন এবং পাঠকের সাথে সরাসরি সংযোগ তৈরির সুযোগ পাবেন। সব লেখা থাকবে সুসংগঠিত সুন্দর সিরিজ আকারে, পাঠকের প্রতিক্রিয়া, ব্যাজ ও পয়েন্টসহ একটি সক্রিয় লেখক কমিউনিটির ভেতরে।

এমন সুযোগ মিস করতে না চাইলে এখনই নিবন্ধন করুন।

আপনার লেখালেখির যাত্রা শুরু করুন 'সহজ, নিরাপদ, গোছানো ও প্রফেশনালভাবে'।

নিবন্ধনের জন্য:
গুগলে লিখুন: “ই-নলেজ আইডিয়া"
অথবা Enolej Idea ভিজিট করুন।
ধন্যবাদ।


















Enolej Idea ভিজিট করুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: মানুষ মরে যায়।
সৃষ্টির সেরা জীব মরে যায়। আর সামান্য লেখা। আমি বেঁচে না থাকলে আর আমার লেখা দিয়ে কি হবে?
তাছাড়া যুগে যুগে সব বদলে যায়। আজ যেটা সঠিক, এক যুগ পরে দেখা যায়, সেটা আসলে ভুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.